উৎপাদকে বিশ্লেষণ (Factorisation)

Submitted by arpita pramanik on Mon, 07/08/2019 - 09:46

উৎপাদকে বিশ্লেষণ (Factorisation) 

মনে করি x রাশির যদি সর্বোচ্চ ঘাত 2 হয় সেই রাশিকে দ্বিঘাত রাশি বলে । যেমন [tex]{x^2} + 3x + 2[/tex] এই রাশির সর্বোচ্চ ঘাত 2 . এর তিনটি পদের সোহাগ যথাক্রমে 1 , 3 , 2. এবার এই মধ্যে সোহাগ 3 কে বিশ্লেষণ করে কিরূপে রাশিটিকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় তা লক্ষ্য করলে দেখা যায় এই সোহগটিকে এমন দুটি অংশে বিশ্লেষণ করতে হবে যাদের গুণফল প্রথম ও তৃতীয় সোহাগ এর গুণফলের সমান হয় । এই কাজটি পর্যবেক্ষণের সাহায্যে করতে হয় । এখানে যে উদাহরণটি দেওয়া হয়েছে তার মধ্যে সোহাগ 3 কে আমরা এইরূপে প্রকাশ করতে পারি 3 = 1+2 এবং 3 এর বিশ্লেষিত দুটি অংশের গুণফল হল [tex]1 \times 2 = 2[/tex] যা প্রথম ও তৃতীয় সোহাগের গুণফলের সমান। এটিই মূলপদ্ধতি । এবার আমরা লিখতে পারি 

[tex]\begin{array}{l}
{x^2} + 3x + 2\\
 = {x^2} + \left( {1 + 2} \right)x + 2\\
 = {x^2} + x + 2x + 2\\
 = x\left( {x + 1} \right) + 2\left( {x + 1} \right)\\
 = \left( {x + 1} \right)\left( {x + 2} \right)
\end{array}[/tex]

অতএব দেখা যাচ্ছে (x+1) ও (x+2) হল [tex]{x^2} + 3x + 2[/tex] এই রাশির দুটি উৎপাদক । 

অন্যভাবেও আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। মনে করি যদি  [tex]f\left( x \right) = {x^2} + 3x + 2[/tex] হয় তাহলে x এর যে মানের জন্যে f(x) = 0 হবে তা নির্ণয় করতে হবে । এখানে দেখা যাচ্ছে x এর মান -1 ও -2 এর জন্যে f(x) = 0 হবে । গুণনীয়ক উপপাদ্য থেকে বলতে পারি (x+1) ও (x+2) হল f(x) এর দুটি উৎপাদক । 

এইভাবে f(x) = 0 করে উৎপাদক নির্ণয় পদ্ধতিকে বলা হয় শূন্য পদ্ধতি ( Vanishing method ) বা পরীক্ষা পদ্ধতি ( Trial Method ) ।

*****

Comments

Related Items

সামন্তরিকের প্রথম উপপাদ্য

কোনো চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে অপর জোড়া বিপরীত বাহুও সমান এবং সমান্তরাল হবে অর্থাৎ চতুর্ভুজটি একটি সামান্তরিক হবে।

স্থানাঙ্ক জ্যামিতি : দূরত্ব নির্ণয়

বীজগণিতের সাহায্যে বিভিন্ন জ্যামিতিক আকারের ধারণা গড়ে ওঠাকে স্থানাঙ্ক জ্যামিতি ( Co-ordinate Geometry ) বলা হয়। অর্থাৎ স্থানাঙ্ক জ্যামিতিতে বীজগণিতের সাহায্যে জ্যামিতির ধারণা করতে পারি তাই স্থানাঙ্ক জ্যামিতি ব্যাপকতরভাবে বিজ্ঞানের বিভিন্ন শাখায় ব্যবহার করা হয়।

সরল সুদ কষার উদাহরণ ও সমাধান

সমস্যাটিতে তিনটি বিষয় আছে বলে এখানে বহুরাশিক পদ্ধতি প্রয়োগ করতে হবে । যথা (i) আসল ও মোট সুদের মধ্যে এবং (ii) সময় ও মোট সুদের মধ্যে । (i) সময় অপরিবর্তিত আছে ধরে নিলে, আসলের সঙ্গে মোট সুদের সরল সম্পর্ক । এখানে আসল বেড়েছে তাই সুদ বাড়বে অর্থাৎ ভগ্নাংশটি

লাভ-ক্ষতি সংক্রান্ত অঙ্কের সমাধান

লাভ-ক্ষতি সংক্রান্ত অংকের সমাধান (Solution of Profit and Loss ), বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নপত্র আলোচনা করা হলো

লাভ-ক্ষতি (Profit and Loss)

ক্রয়মূল্য ( Cost Price ): যে মূল্যের বিনিময়ে কোনো জিনিস ক্রয় বা কেনা হয় তাকে ওই জিনিসের ক্রয়মূল্য বলে। উৎপাদন মূল্য : কোনো জিনিস তৈরি করতে যে টাকা খরচ হয় তাকে ওই জিনিসের উৎপাদন মূল্য বলে।