বিকল্প চিন্তা ও উদ্যোগ (উনিশ শতকের মধ্যভাগ - বিশ শতকের প্রথম ভাগ) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা

Submitted by avimanyu pramanik on Thu, 01/07/2021 - 10:16

বিকল্প চিন্তা ও উদ্যোগ (Alternative Ideas and Initiatives) - উনিশ শতকের মধ্যভাগ - বিশ শতকের প্রথম ভাগ : বৈশিষ্ট্য ও পর্যালোচনা :

বঙ্গদেশে আধুনিক ছাপাখানা প্রতিষ্ঠার পূর্বে হাতে লেখা পুঁথিপত্রের সাহায্যে শিক্ষা গ্রহণের কাজ চলত । এইসব পুঁথিপত্রের দাম যথেষ্ট বেশি হওয়ায় সেই সময়ে নিম্নবিত্ত দরিদ্র সমাজে শিক্ষার প্রসার তেমন ঘটেনি । বাংলার শিক্ষাদান সমাজের উচ্চবিত্ত শ্রেণির মধ্যে সীমিত ছিল । ছাপা বই বাজারে আসার আগে বাংলায় শিক্ষার প্রসার খুবই সীমাবদ্ধ ছিল । উনিশ শতক থেকে বাংলায় ছাপাখানার বিকাশ হতে শুরু করে । ছাপাখানা গড়ে উঠতে শুরু করলে বাংলা ভাষায় বিভিন্ন ধরনের গ্রন্থ, সাময়িকপত্র, সংবাদপত্র প্রকাশ হতে থাকে সেই সঙ্গে বাংলা ভাষায় প্রকাশিত গ্রন্থের মাধ্যমে প্রকাশনার বিকাশ শুরু হয় । ছাপাখানার প্রসারের সঙ্গে সঙ্গে ছাপা বইয়ের সংখ্যা বাড়তে থাকে এবং তার ফলে বিভিন্ন বিষয়ের ওপর জ্ঞান তথা শিক্ষা বিস্তার ঘটতে শুরু করে । ছাপাখানার প্রসারের সঙ্গে সঙ্গে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগকে সফল করার জন্য বিভিন্ন বাঙালি এগিয়ে আসেন । এদের মধ্যে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী প্রতিষ্ঠিত ইউ এন রায় অ্যাণ্ড সন্স কোম্পানি ছিল অগ্রগণ্য । উনিশ শতকের মধ্যভাগ থেকে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ ঘটতে শুরু করে ও সেই সঙ্গে বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে গবেষণা শুরু হয় । এই সময় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অব সায়েন্স, কলকাতা বিজ্ঞান কলেজ, বসু বিজ্ঞান মন্দির, জাতীয় শিক্ষা পরিষদ, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ও একাধিক বিজ্ঞান ও কারবারি প্রতিষ্ঠান গড়ে ওঠে । ব্রিটিশদের ঔপনিবেশিক শিক্ষাব্যবস্থার অসার বাস্তবতা উপলব্ধি করে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয় গড়ে তোলেন, যা বর্তমানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে পরিচিত । প্রাচীন ভারতের তপোবন শিক্ষার আদর্শে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে প্রকৃতির কোলে আশ্রমিক শিক্ষাব্যবস্থা চালু করেন ।

*****

Comments

Related Items

সম্মিলিত জাতিপুঞ্জ (U.N.O) প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা কর । জাতিপুঞ্জের প্রধান সংস্থাগুলির নাম কর ।

প্রশ্ন : সম্মিলিত জাতিপুঞ্জ (U.N.O) প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা কর । জাতিপুঞ্জের প্রধান সংস্থাগুলির নাম কর ।

ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব ও ক্ষমতা সংক্ষেপে লেখ ।

প্রশ্ন : ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব ও ক্ষমতা সংক্ষেপে লেখ ।

প্রধান মন্ত্রীর দায়িত্ব ও ক্ষমতা

সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর ।

প্রশ্ন:- সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর ।

ভারতের বিচারব্যবস্থার শীর্ষে আছে সুপ্রিমকোর্ট । এই সুপ্রিমকোর্ট একাধারে যুক্তরাষ্ট্রীয় আদালত এবং আপিল আদালত হিসেবে কাজ করে ।

রাজ্যপালের ক্ষমতা ও কার্যকলাপ সম্পর্কে আলোচনা কর ।

প্রশ্ন :  রাজ্যপালের ক্ষমতা ও কার্যকলাপ সম্পর্কে আলোচনা কর ।

(১) রাজ্যের শাসন ব্যবস্থায় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হলেন রাজ্যপাল । রাজ্য প্রশাসনের সমস্ত ক্ষমতা তাঁর ওপর ন্যস্ত থাকে ।

ভারতের প্রথম সাধারণ নির্বাচনের তাৎপর্য ও জাতীয় কংগ্রেসের সাফল্য সম্পর্কে লেখ ।

প্রশ্ন : ভারতের প্রথম সাধারণ নির্বাচনের তাৎপর্য ও জাতীয় কংগ্রেসের সাফল্য সম্পর্কে লেখ ।