আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে চিঠিপত্রের গুরুত্ব

Submitted by avimanyu pramanik on Fri, 09/25/2020 - 19:37

আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান হিসাবে চিঠিপত্রের গুরুত্ব:-

চিঠিপত্র (ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি) : সরকারি চিঠিপত্রের মতো বিভিন্ন ব্যক্তির লেখা ব্যক্তিগত চিঠিপত্র থেকে প্রাপ্ত তথ্যাদিও আধুনিক ভারতের ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত হয় । এইসব ব্যক্তিগত চিঠিপত্র থেকে সমকালীন বিভিন্ন ঐতিহাসিক ঘটনার মূল্যবান তথ্যাদি পাওয়া যায় ।  বিভিন্ন রাজনৈতিক নেতাদের মধ্যে পারস্পরিক যেসব চিঠির আদানপ্রদান হয়, সেগুলি ইতিহাসের উপাদান হিসেবে খুব গুরুত্বপূর্ণ । কারণ এই চিঠিপত্রগুলি একপ্রকার লিখিত দলিল যেখান থেকে সমকালীন বা অতীতের নানা তথ্য মেলে । অনেকসময় এইসব চিঠিপত্র থেকে প্রাপ্ত তথ্যাদি আমাদের ইতিহাসের ধারণাকে সম্পূর্ণরূপে বদলে দেয় । এক্ষেত্রে আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তাঁর কন্যা ইন্দিরাকে যে চিঠিগুলি লিখেছেন, সেখান থেকে প্রাপ্ত বহু তথ্য ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত হয় । ১৯২৮ খ্রিস্টাব্দে যখন ইন্দিরার বয়স মাত্র দশ তখন জওহরলাল নেহেরু এই ব্যক্তিগত চিঠিগুলি লেখেন । নেহেরু এগুলি প্রকাশ করতে চাননি । শেষপর্যন্ত বন্ধুদের অনুরোধে তিনি চিঠিগুলি প্রকাশ করেন । এইসব চিঠিতে জওহরলাল আধুনিক ভারত বা তাঁর সমকালীন ভারত সম্পর্কে কিছু লেখেননি, হয়তো এই কারণে যে তা একটি দশ বছরের বালিকার পক্ষে প্রয়োজনীয় ছিল না । তিনি তাঁর কন্যাকে ইতিহাসের বিবর্তন ও সভ্যতার বিকাশ সম্পর্কে একটি ধারণা দিতে চেয়েছিলেন । এসব সম্পর্কে ছোটো ইন্দিরার মনে যেসব প্রশ্ন জাগত, তার সেই কৌতূহল মেটাতেই এইসব চিঠির অবতারণা । পৃথিবীর প্রথম যুগের কথা এবং মানুষ কীভাবে নিজের শক্তি সম্পর্কে সচেতন হয়ে উঠল সে কথাই এই চিঠিগুলিতে বলা হয়েছে ।

***

Comments

Related Items

লোকসভার গঠন ও কার্যাবলি সংক্ষেপে বর্ণনা কর ।

প্রশ্ন:-  লোকসভার গঠন ও কার্যাবলি সংক্ষেপে বর্ণনা কর ।

লোকসভার গঠন-

(১) লোকসভার সদস্যগণ ১৮ বছর বা তার বেশি বয়সের প্রাপ্তবয়ষ্কদের ভোটে ৫ বছরের জন্য নির্বাচিত হন ।

ভারতীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পর্কে এবং স্বাধীন ভারতে গণতন্ত্রের বিকাশ সংক্ষেপে লেখ ।

প্রশ্ন : ভারতীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পর্কে এবং স্বাধীন ভারতে গণতন্ত্রের বিকাশ সংক্ষেপে লেখ ।

ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতা উল্লেখ কর । ভারতের সংবিধানে বর্ণিত রাষ্ট্রপতির ক্ষমতা আলোচনা কর ।

প্রশ্ন : ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতা উল্লেখ কর । ভারতের সংবিধানে বর্ণিত রাষ্ট্রপতির ক্ষমতা আলোচনা কর ।

ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতাবলী—

ভারতের নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে সংক্ষেপে লেখ । এই অধিকারগুলি অবাধ না শর্তসাপেক্ষ ?

প্রশ্ন:- ভারতের নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কে সংক্ষেপে লেখ । এই অধিকারগুলি অবাধ না শর্তসাপেক্ষ ?

সংবিধানে কীভাবে সমাজতান্ত্রিক আদর্শ প্রতিফলিত হয়েছে ? কী কারণে ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্রীয় বলে মনে হয় ?

প্রশ্ন : সংবিধানে কীভাবে সমাজতান্ত্রিক আদর্শ প্রতিফলিত হয়েছে ?  কী কারণে ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্রীয় বলে মনে হয় ?