আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে চিঠিপত্রের গুরুত্ব

Submitted by avimanyu pramanik on Fri, 09/25/2020 - 19:37

আধুনিক ভারতের ইতিহাসচর্চার উপাদান হিসাবে চিঠিপত্রের গুরুত্ব:-

চিঠিপত্র (ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি) : সরকারি চিঠিপত্রের মতো বিভিন্ন ব্যক্তির লেখা ব্যক্তিগত চিঠিপত্র থেকে প্রাপ্ত তথ্যাদিও আধুনিক ভারতের ইতিহাস রচনার গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত হয় । এইসব ব্যক্তিগত চিঠিপত্র থেকে সমকালীন বিভিন্ন ঐতিহাসিক ঘটনার মূল্যবান তথ্যাদি পাওয়া যায় ।  বিভিন্ন রাজনৈতিক নেতাদের মধ্যে পারস্পরিক যেসব চিঠির আদানপ্রদান হয়, সেগুলি ইতিহাসের উপাদান হিসেবে খুব গুরুত্বপূর্ণ । কারণ এই চিঠিপত্রগুলি একপ্রকার লিখিত দলিল যেখান থেকে সমকালীন বা অতীতের নানা তথ্য মেলে । অনেকসময় এইসব চিঠিপত্র থেকে প্রাপ্ত তথ্যাদি আমাদের ইতিহাসের ধারণাকে সম্পূর্ণরূপে বদলে দেয় । এক্ষেত্রে আমাদের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তাঁর কন্যা ইন্দিরাকে যে চিঠিগুলি লিখেছেন, সেখান থেকে প্রাপ্ত বহু তথ্য ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে বিবেচিত হয় । ১৯২৮ খ্রিস্টাব্দে যখন ইন্দিরার বয়স মাত্র দশ তখন জওহরলাল নেহেরু এই ব্যক্তিগত চিঠিগুলি লেখেন । নেহেরু এগুলি প্রকাশ করতে চাননি । শেষপর্যন্ত বন্ধুদের অনুরোধে তিনি চিঠিগুলি প্রকাশ করেন । এইসব চিঠিতে জওহরলাল আধুনিক ভারত বা তাঁর সমকালীন ভারত সম্পর্কে কিছু লেখেননি, হয়তো এই কারণে যে তা একটি দশ বছরের বালিকার পক্ষে প্রয়োজনীয় ছিল না । তিনি তাঁর কন্যাকে ইতিহাসের বিবর্তন ও সভ্যতার বিকাশ সম্পর্কে একটি ধারণা দিতে চেয়েছিলেন । এসব সম্পর্কে ছোটো ইন্দিরার মনে যেসব প্রশ্ন জাগত, তার সেই কৌতূহল মেটাতেই এইসব চিঠির অবতারণা । পৃথিবীর প্রথম যুগের কথা এবং মানুষ কীভাবে নিজের শক্তি সম্পর্কে সচেতন হয়ে উঠল সে কথাই এই চিঠিগুলিতে বলা হয়েছে ।

***

Comments

Related Items

বিশ্ববিদ্যালয় কমিশন (Indian universities Act, 1904)

লর্ড কার্জন প্রতিক্রিয়াশীল শাসক হলেও শিক্ষার ব্যাপারে তিনি খুবই উৎসাহী ছিলেন । লর্ড কার্জন স্যার টমাস র‍্যালের সভাপতিত্বে ১৯০২ খ্রিস্টাব্দে 'র‍্যালে কমিশন' গঠন করেছিলেন । এটি 'ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন' নামেও পরিচিত । স্যার টমাস র‍্যালে ছিলেন বড়লাটের কার্যনির্বাহক সমিতির আইন সদস্য । এই কমিশন ...

হান্টার কমিশন (Hunter Education Commission)

১৮৮২ খ্রিস্টাব্দে লর্ড রিপণের সময় উইলিয়াম হান্টারের নেতৃত্বে হান্টার কমিশন গঠিত হয় । এই কমিশনের কাজ ছিল দেশে ইংরেজি শিক্ষার অগ্রগতি পর্যালোচনা করা । শিক্ষার প্রসারে হান্টার কমিশনের ভূমিকা এক অভিনব অধ্যায়ের সূচনা করেছিল । হান্টার কমিশনের সুপারিশগুলি ছিল ....

উডের ডেসপ্যাচ (Wood's Despatch of 1854)

শিক্ষা সংক্রান্ত নানা সমস্যার সমাধান করার জন্য ১৮৫৪ খ্রিস্টাব্দে কোম্পানির পরিচালক সমিতির সভাপতি স্যার চার্লস উড 'শিক্ষা বিষয়ক প্রস্তাব' (Wood's Education Despatch) নামে একটি শিক্ষা নীতি রচনা করে ভারতে পাঠান । ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে চার্লস উডের সুপারিশ ...

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিকল্প চিন্তা ও উদ্যোগ

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিকল্প চিন্তা ও উদ্যোগ:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. ভারতে 'হাফটোন' প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন—     [মাধ্যমিক-২০১৭]

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সংঘবদ্ধতার গোড়ার কথা

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সংঘবদ্ধতার গোড়ার কথা:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল—       [মাধ্যমিক -২০১৭]