ব্যাকরণ ও নির্মিতি (Bengali Grammer and Composition)
Related Items
অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - জ্ঞান চক্ষু
১. তপনের গল্প পড়ে ছোট মাসি কী বলেছিল ? উত্তর:- তপনের লেখা গল্পটির পুরোটা না পড়ে তার প্রশংসা করেন এবং গল্পটি কোথাও থেকে নকল করেছে কি না তা জিজ্ঞাসা করেন ।
২. "একটু 'কারেকশন' করে ইয়ে করে দিলে ছাপাতে দেওয়া চলে ।" — কে কী ছাপানোর কথা বলেছেন ? উত্তর:- তপনের নতুন মেসোমশাই, যিনি একজন অধ্যাপক ও লেখক, তিনি 'প্রথমদিন' নাম তপনের লেখা প্রথম গল্পটি ছাপানোর কথা বলেছেন ।
বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - জ্ঞান চক্ষু
তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন ? [ মাধ্যমিক-২০১৮ ] (ক) শুকতারা (খ) আনন্দমেলা (গ) সন্ধ্যাতারা (ঘ) দেশ ।
২. তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন ? [ মাধ্যমিক-২০১৯ ] (ক) ধ্রুবতারা (খ) শুকতারা (গ) সন্ধ্যাতারা (ঘ) আলোতারা ।
বহুরূপী
হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন, হরিদা কী কাণ্ড হয়েছে ?
উনানের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন — না, কিছুই শুনিনি ।
— জগদীশবাবু যে কী কাণ্ড করেছেন, শোনেননি হরিদা ?
হরিদা — না রে ভাই, বড়ো মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব ? আমাকে বলবেই বা কে ?
হারিয়ে যাওয়া কালি কলম
কথায় বলে— কালি কলম মন, লেখে তিন জন । কিন্তু কলম কোথায় ? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস । সবাই এখানে লেখক । কিন্তু আমি ছাড়া আর কারও হাতে কলম নেই । সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা । আর তার নীচে টাইপরাইটারদের মতো একটা কি-বোর্ড ।
অভিষেক
কনক-আসন ত্যজি, বীরেন্দ্রকেশরী
ইন্দ্রজিৎ, প্রণমিয়া ধাত্রীর চরণে,
কহিলা, — "কি হেতু, মাতঃ, গতি তব আজি
এ ভবনে ? কহ দাসে লঙ্কার কুশল ।"