ব্যাকরণ ও নির্মিতি (Bengali Grammer and Composition)
Related Items
অস্ত্রের বিরুদ্ধে গান
অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো পায়ে
আমি এখন রাজার হাতে পায়ে
এগিয়ে আসি, উঠে দাঁড়াই
হাত নাড়িয়ে বুলেট তাড়াই
সিন্ধুতীরে
কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা
দিব্য পুরী সমুদ্র মাঝার ।
অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ
সত্য ধর্ম সদা সদাচার ।।
প্রলয়োল্লাস
তোরা সব জয়ধ্বনি কর !
তোরা সব জয়ধ্বনি কর !
ওই নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড় ।
তোরা সব জয়ধ্বনি কর !
তোরা সব জয়ধ্বনি কর !
ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন - জ্ঞান চক্ষু
১। প্রশ্ন :- "যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না ।'—'আহ্লাদ' হবার কথা ছিল কেন ? 'আহ্লাদ খুঁজে' না পাওয়ার কারণ কী ?