কেঁচোর গমন

Submitted by arpita pramanik on Thu, 05/23/2013 - 20:54

কেঁচোর গমন (Locomotion of Earthworm) :

 

Locomotion of Earthwormপ্রাণীর নাম – কেঁচো

গমন অঙ্গের নাম – সিটি

গমনে সাহায্যকারী পেশীর নাম – অনুদৈর্ঘ্য, বৃত্তাকার পেশী ।

গমন পদ্ধতির নাম – ক্রিপিং

গমন পদ্ধতি

১৷ কেঁচোর দেহ খণ্ডতলের অঙ্গীয় তলে অবস্থিত আণুবীক্ষণিক এক আয়তন কণ্টক সদৃশ্য অঙ্গ হল সিটি ।

২৷ সিটির এক প্রান্ত দেহ অভ্যন্তরস্ত থলির মধ্যে থাকে ।

৩৷ গমন পদ্ধতির সময় কেঁচোর সামনের দিকের কয়েকটি দেহ খণ্ডকে বৃত্তাকার পেশীর সংকোচন ঘটে ।

৪৷ এর ফলে দেহের সামনের দিকের অংশটি সরু ও লম্বা হয় । এই সংকোচন প্রবাহক্রমে কেঁচোর দেহের পশ্চাৎ ভাগে প্রবাহিত হয় । 

৫৷ এই অবস্থায় কেঁচোর দেহের প্রসারিত অগ্রভাগ গমন ক্ষেত্রে সিটির সাহায্যে দৃঢ় ভাবে সুদৃঢ় লগ্ন হয় ।

৬৷ এর পর অনুদৈর্ঘ্য পেশীর সংকোচনের ফলে সম্মুখভাগের খণ্ড গুলি পুনরায় স্থুল ও ছোটো হতে থাকে ।

৭৷ এই ভাবে সিটি, অনুদৈর্ঘ্য পেশী ও বৃত্তাকার পেশীর সম্মিলিত ক্রিয়ায় কেঁচোর গমন সংগঠিত হয় ।

কেঁচো মিনিটে প্রায় 25 cm পথ অতিক্রম করতে পারে ।

*****

Related Items

অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর : সালোকসংশ্লেষ

সালোকসংশ্লেষ বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো । আরও নতুন প্রশ্ন সংযোজিত হতে থাকবে । বিভিন্ন বোর্ডের পরীক্ষা ও কম্পেটেটিভে এক্সাম এ এসেছে এমন প্রশ্ন গুলি তুলে ধরা হল ...

পরিবেশ, বাস্তুতন্ত্র ও সংরক্ষণ

কোনো জীবের পারিপার্শ্বিক ভৌত ও রাসায়নিক অবস্থা এবং সজীব উপাদানকে সামগ্রিক ভাবে পরিবেশ বলে। বায়ুর উপাদান, জৈব ভূ-রাসায়নিক চক্র, পরিবেশে মৌল উপাদানের ঘাটতি ঘটে, জৈব ভূ-রাসায়নিক চক্রের প্রকারভেদ, অক্সিজেন চক্রের তাৎপর্য, নাইট্রোজেনের তাৎপর্য

চলন ও গমন

বাহ্যিক উদ্দীপকের উপস্থিতিতে বা অনুপুস্থিতিতে জৈবিক প্রয়োজনের অভ্যন্তরীণ তাগিদে কোনও নির্দিষ্ট জায়গায় স্থির থেকে জীবের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে চলন বলে। বাহ্যিক উদ্দীপকের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জৈবিক প্রয়োজনের অভ্যন্তরীণ তাগিদে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের ...

পুষ্টি, বিপাক ও পরিপাক

বিষয়ের আলোচনা - পুষ্টি, উদ্ভিদ ও প্রাণীর পুষ্টির পর্যায়ক্রম, উদ্ভিদ পুষ্টির পর্যায়, প্রাণীর পুষ্টির পর্যায়, পুষ্টির প্রয়োজনীয়তা, খাদ্যের পরিপাক পদ্ধতি,পাঁচটি অধাতব মৌল উপাদানের নাম ও তাদের উৎস -কার্বন (C), হাইড্রোজেন(H), অক্সিজেন(O), সালফার(S), ফসফরাস(P) ...

সালোকসংশ্লেষ ও শ্বসন

যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত কোষে আলোর উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল ও গৃহিত কার্বন ডাই-অক্সাইডের আলোক রাসায়নিক ও জৈব রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা (গ্লুকোজ) সংশ্লেষিত হয় ও উৎপন্ন খাদ্যে সৌরশক্তি স্থিতিশক্তি রূপে আবদ্ধ হয় ...