মানবদেহে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি : পিটুইটারি গ্রন্থি

Submitted by arpita pramanik on Fri, 12/07/2012 - 17:52

মানব দেহে বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান এবং ক্ষরণ (Location and Secretion of Endocrine Glands in Man)

পিটুইটারি গ্রন্থি (Pituitary Glands) :-  পিটুইটারি মানবদেহের সবচেয়ে ছোটো কিন্তু সবচেয়ে শক্তিশালী অনাল গ্রন্থি । ওজন মাত্র 500 mg. । এই গ্রন্থি নিঃসৃত হরমোনগুলি, অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসরণকে নিয়ন্ত্রণ করে বলে একে মুখ্য গ্রন্থি বা প্রভু গ্রন্থি [Master Gland] বলে । পিটুইটারি গ্রন্থি মস্তিষ্কের মূলদেশে স্ফেনয়েড অস্থির সেলা-টারসিকা প্রকোষ্ঠে অবস্থিত । অগ্র পিটুইটারি গ্রন্থি নিঃসৃত হরমোনগুলি হল ACTH, GH, TSH, GTH

পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত বিভিন্ন হরমোন ও তাদের কাজ

A.C.T.H. বা অ্যাডরিনো কর্টিকোট্রফিক হরমোন :-  ACTH হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় । ACTH হরমোনের কাজ হল :

[i]  অ্যাডরিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে ।

[ii]  অ্যাডরিনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চলকে উদ্দীপিত করে তার ক্ষরণ নিয়ন্ত্রণ করে ।

[iii] এই হরমোনের ক্ষরণ বেড়ে গেলে অ্যাডরিনাল কর্টেক্সের ক্ষরণ বেড়ে গিয়ে কুশিং বর্ণিত রোগ হয় ।

G.H. বা গ্রোথ হরমোন বা বৃদ্ধি পোষক হরমোন:-  GH হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় । GH হরমোনের কাজ  হল :

[i]  মানবদেহের তথা প্রাণীদেহের স্বাভাবিক বৃদ্ধি ঘটায় ।

[ii]  অস্থি ও তরুনাস্থির দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটায় । 

[iii]  শর্করা, প্রোটিন ও ফ্যাট বিপাকে সাহায্য করে ।

[iv] এই হরমোনের কম ক্ষরণে বামনত্ব বা ডোয়ারফিজম এবং অধিক ক্ষরণে অতিকায়ত্ব বা জাইগ্যানটিজম বা অ্যাক্রোমেগালি রোগ হয় । 

T.S.H. বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন:-  TSH হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় । TSH হরমোনের কাজ হল :

[i] থাইরয়েড গ্রন্থির স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে ।

[ii] থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে তার ক্ষরণ নিয়ন্ত্রণ করা ।

[iii]  দেহের আয়োডিন বিপাক নিয়ন্ত্রণে সাহায্য করা ।

[iv]  এই হরমোনের কম ক্ষরণে থাইরয়েডের ক্ষরণ হ্রাস পায় এবং ক্ষরণ বেড়ে গেলে থাইরয়েড গ্রন্থির আকার বেড়ে যায় ।

G.T.H. বা গোনাডোট্রফিক হরমোন:-  GTH হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় । GTH হরমোনের কাজ হল :- গোনাডো বা জনন গ্রন্থির (শুক্রাশয় ও ডিম্বাশয়) বৃদ্ধি ও কার্যকারিতা নিয়ন্ত্রণ করে ।

F.S.H. বা ফলিকল স্টিমুলেটিং হরমোন:- FSH হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় ।  FSH হরমোনের কাজ হল :- স্ত্রীদেহে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল বা ডিম্বথলির বৃদ্ধিতে এবং তা থেকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরিত হতে সাহায্য করে ।

I.C.S.H. ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন:- ICSH হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় । ICSH হরমোনের কাজ হল :- পুরুষ দেহে শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষসমূহকে উদ্দীপিত করে টেস্টোস্টেরণ নামক হরমোন ক্ষরণে সাহায্য করে ।

L.H. বা লিউটিনাইজিং হরমোন:-  LH হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় । LH হরমোনের কাজ হল :- স্ত্রীদেহে ডিম্বাশয়ের করপাস লিউটিয়াম বা পীত গ্রন্থি গঠনে এবং তা থেকে প্রজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে ।

L.T.H. বা লিউটোট্রফিক হরমোন বা প্রোল্যাকটিন :-  LTH হরমোন পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় ।  LTH হরমোনের কাজ হল :- মাতৃদেহে স্তনদুগ্ধ ক্ষরণে সহায়তা করে ।

পিটুইটারি হরমোনের ব্যবহারিক প্রয়োগ:- পিটুইটারি নির্যাস ইনজেক্ট করে অর্থাৎ দেহে প্রবেশ করিয়ে দুগ্ধবতী গাভির দুধের উত্পাদন বাড়ানো হয় । মাছের কৃত্রিম প্রজননের সময় পিটুইটারি নির্যাস ইনজেকসন করা হয়, ফলে স্ত্রীমাছ সঙ্গে সঙ্গে ডিম পাড়ে এবং পুরুষ মাছ তাদের শুক্রাণু নিঃসরণ করে ।

*****

Related Items

ভাইরাস ও ভাইরাসের বৈশিষ্ঠ্য

ভাইরাস কথার শব্দতত্ত্বগত অর্থ বিষ। 1796 খ্রিস্টাব্দে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার সর্বপ্রথম ভাইরাস আক্রান্ত বসন্ত রোগের কথা উল্লেখ করেন । 1936 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ব্যাডেন এবং পিরী পরীক্ষা করে দেখান যে, ভাইরাসে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন আছে এবং ভাইরাসগুলো নিউক্লিও ...

মাছ ও পায়রার অভিযোজন বৈশিষ্ট্যের পার্থক্য

মাছ জলচর প্রাণী। পায়রা খেচর প্রাণী। মাছের দেহ আঁশ অথবা পিচ্ছিল মিউকাস দিয়ে আবৃত । পায়রার দেহ পালক দ্বারা আবৃত । মাছের গমন অঙ্গ হল পাখনা । পায়রার গমন অঙ্গ হল একজোড়া ডানা এবং একজোড়া পা। মাছের মেরুদন্ডের দু'পাশে মায়োটোম পেশি থাকে, যা মেরুদন্ডকে ...

পায়রার অভিযোজন

পায়রা খেচর প্রাণী । আকাশে ওড়ার জন্য পায়রার নিম্নলিখিত অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লক্ষ করা যায় । পায়রার উড্ডয়নে সাহায্যকারী অভিযোজনগত বৈশিষ্ট্য দেহের তাপ সংরক্ষণে সাহায্য করে । দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাস করে । পায়রার পালকগুলি বার্ব, বার্বিউল ও ...

রুই মাছের অভিযোজন

রুই মাছ মুখ্য জলজ প্রাণী । জলে বসবাস করার জন্য এদের দেহে নিম্নলিখিত অভিযোজনগুলি দেখা যায় । রুই মাছের দেহ বেম বা মাকুর মতো । দেহ দু'পাশ থেকে চ্যাপ্টা এবং দেহ থেকে কোনো প্রবর্ধক বেরিয়ে থাকে না । জলে সাঁতার কাটার সময় জলের গতি রোধ করার জন্য দেহের গঠন ...

সুন্দরী বা সুঁদরী গাছের অভিযোজন

সুন্দরী এক রকমের লবণাম্বু উদ্ভিদ । এরা সমুদ্র উপকূলবর্তী এলাকার কর্দমাক্ত ও লবণাক্ত মাটিতে জন্মায় । এর অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি হল - মাটি লবণাক্ত থাকায় মূল মাটির গভীরে প্রবেশ করে না, মূল মাটির অল্প নীচে বিস্তৃত থাকে । মাটি কর্দমাক্ত ও রন্ধ্রবিহীন ...