মুঘলদের উদ্ভব ও মুঘল সাম্রাজ্য

Submitted by avimanyu pramanik on Sun, 09/07/2014 - 07:20

মুঘলদের উদ্ভব ও মুঘল সাম্রাজ্য (The Origin of the Mughals and Mughal dynasty) :

১৫২৬ সাল থেকে ১৫৫৬ সাল পর্যন্ত ভারত ইতিহাসের মুল বিষয়বস্তু মুঘল-আফগান প্রতিদ্বন্দ্বিতা । প্রথম পানিপথের যুদ্ধে যার সূচনা, দ্বিতীয় পানিপথের যুদ্ধে তার পরিসমাপ্তি । প্রথম পানিপথের যুদ্ধে ইব্রাহিম লোদীকে পরাস্ত করে বাবর ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা করেন । এই ঘটনার সঙ্গে সঙ্গে শুরু হয় ভারত ইতিহাসে এক নতুন অধ্যায় ।

বংশ পরিচয় : সুলতানি যুগে বারংবার মোঙ্গল আক্রমণ হলেও মোঙ্গলরা ভারতে রাজ্য স্থাপণ করতে পারে নি । কিন্তু তৈমুরের এক বংশধর বাবর ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন । বাবরের প্রতিষ্টিত সাম্রাজ্য মুঘল সাম্রাজ্য নামে পরিচিত হলেও বাবর কিন্তু মোঙ্গল বা মুঘল ছিলেন না । আসলে তিনি ছিলেন চাঘতাই তুর্কি বংশসম্ভূত । চাঘতাই তুর্কি নামটি এসেছে বিখ্যাত মোঙ্গলবীর চেঙ্গিস খানের দ্বিতীয় পুত্র চাঘতাই -এর নাম থেকে । মায়ের দিক থেকে বাবরের সঙ্গে চেঙ্গিস খানের সম্পর্ক ছিল । সুতরাং বাবরের দেহে তৈমুর ও চেঙ্গিস উভয়েরই রক্ত প্রবাহিত ছিল । ১৪৮৩ সালে বাবরের জন্ম হয় । তাঁর পিতা উমর শেখ মির্জা ছিলেন মধ্য এশিয়ার ফারঘনা রাজ্যের শাসক । ১৪৯৪ সালে তিনি মাত্র ১১ বছর বয়সে ফারঘনা রাজ্য লাভ করেন । পরপর তিনি দুবার সমরখন্দ অধিকার করতে ব্যর্থ হন । পৈত্রিক রাজ্য ফারঘনাও তাঁর হস্তচ্যুত হয় । কিন্তু এই ভাগ্য বিপর্যয়ের মধ্যেও তিনি তাঁর পূর্বপুরুষ তৈমুরের মতো ভারত বিজয়ের স্বপ্ন দেখতেন । ১৫০৪ সালে তিনি কাবুল অধিকার করেন ।  কিন্তু সমরখন্দ দখলের তৃতীয় প্রচেষ্টাও ব্যর্থ হওয়ায় তিনি ভারতের দিকে রাজ্যবিস্তারের পরিকল্পনা করেন ।

*****

Related Items

প্রাচীন ভারতের বিবাহ প্রথা

ধর্মসূত্র গ্রন্থাদি ও কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’ থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এবং মৌর্য যুগে বিবাহের ধরণ ও প্রথা সম্মন্ধে জানা যায় । শাস্ত্রীয় বিধিনিষেধ এবং মেগাস্থিনিসের ভাষ্য সত্ত্বেও অসবর্ণ বিবাহ প্রচলিত ছিল । বিবাহ এক জাতির মধ্যে বৈধ হলেও গোত্র ভিন্ন হত । ...

প্রাচীন ভারতের দাসপ্রথা

গৌতম বুদ্ধের সময় সমাজে দাসপ্রথা প্রচলিত ছিল । রাজপরিবার, ধনী পরিবার ও সাধারণ মানুষও ঘরের কাজের জন্য দাস-দাসী নিযুক্ত করত । ঘরদোর পরিষ্কার করা, রান্নাবান্না করা, মাঠের কাজ করা ছিল দাস-দাসীদের প্রধান কাজ । তবে কোনো বিশেষ বর্ণের মানুষ দাস-দাসীর কাজ করত না । ...

প্রাচীন ভারতের পারিবারিক জীবন

প্রাচীন ভারতে সমাজের ভিত্তি ছিল পরিবার । আর সমাজ ছিল পিতৃতান্ত্রিক । অর্থাৎ পুরুষরা বা পিতা ছিলেন পরিবারের প্রধান । অবশ্য মাতাও সন্মান ও মর্যাদার অধিকারিণী ছিলেন । প্রাচীন ভারতে পরিবার ছিল যৌথ । মাতা, পিতা, পুত্র, পুত্রবধূ ও অন্যান্য সবাই একত্রে বসবাস করত । ...

প্রাচীন ভারতের সামাজিক রূপান্তর

আর্যরা প্রথমে যাযাবর জীবনযাপন করত । তাদের প্রধান উপজীবিকা ছিল পশু পালন ও খাদ্য সংগ্রহ । যেহেতু তারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াত তাই তারা কৃষিকাজ বা চাষবাস করত না । তারা খাদ্য-উৎপাদকের ভুমিকা পালন করত না, বরং খাদ্য-সংগ্রাহকের ভুমিকা পালন করত । ...

রাজনৈতিক আধিপত্য লাভের প্রতিদ্বন্দ্বিতা

গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ভারতের রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয়েছিল এবং উত্তর ও দক্ষিণ ভারতে কয়েকটি আঞ্চলিক শক্তির উদ্ভব ঘটেছিল । রাজনৈতিক প্রাধান্যের জন্য এদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা লেগেই ছিল । কিন্তু শেষ পর্যন্ত কোনো শক্তিই সার্বভৌম ...