প্রাচীন ভারতের পারিবারিক জীবন (Social Life of Ancient India)
প্রাচীন ভারতে সমাজের ভিত্তি ছিল পরিবার । আর সমাজ ছিল পিতৃতান্ত্রিক । অর্থাৎ পুরুষরা বা পিতা ছিলেন পরিবারের প্রধান । অবশ্য মাতাও সন্মান ও মর্যাদার অধিকারিণী ছিলেন । প্রাচীন ভারতে পরিবার ছিল যৌথ । মাতা, পিতা, পুত্র, পুত্রবধূ ও অন্যান্য সবাই একত্রে বসবাস করত । কৌটিল্য সমাজের উচ্চ তিন শ্রেণির মানুষের জীবনে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, ভিক্ষা ও সন্ন্যাস— এই চারটি আশ্রমের কথা বলেছেন । আর্যদের চতুরাশ্রম প্রথা তখনও প্রচলিত ছিল । প্রথম পর্যায়ে গুরুগৃহে অধ্যায়ন ও চরিত্র গঠন, দ্বিতীয় পর্যায়ে সংসার ধর্ম পালন, তৃতীয় পর্বে সংসার ত্যাগ করে একাকী স্ত্রীসহ অরণ্যে ঈশ্বর চিন্তায় দিন যাপন ও সবশেষে চতুর্থ পর্যায়ে সর্বস্ব ত্যাগ করে ভিক্ষার উপর নির্ভর করে একাকী ঈশ্বর চিন্তায় জীবন যাপন । তিনি ভিক্ষা বলতে বানপ্রস্থকে বুঝিয়েছিলেন । তবে মৌর্য যুগে উচ্চবর্ণের সবাই শেষ দুটি পর্যায় আদৌ পালন করতেন কিনা, তা বলা কঠিন । সাধারণ মানুষ যাতে ন্যায়-নীতি মেনে চলে, সত্যনিষ্ঠ হয়, সৎ গুণের অধিকারী হয়, তার ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হত ।
*****
- 1629 views