সাইবেরিয় জলবায়ু অঞ্চল বা তাইগা

Submitted by avimanyu pramanik on Tue, 12/16/2014 - 19:28

সাইবেরিয় জলবায়ু অঞ্চল বা তাইগা : এশিয়া মহাদেশের ৫৫° থেকে ৭০° উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত উত্তর রাশিয়া এবং উত্তর সাইবেরিয়া অঞ্চলে এই ধরনের জলবায়ু দেখা যায় ।

সাইবেরিয় জলবায়ু অঞ্চল বা তাইগা অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য—

(১) সাইবেরিয়া জলবায়ু অঞ্চলের শীতকাল অতি শীতল ও দীর্ঘস্থায়ী, প্রায় ৮ থেকে ৯ মাস অবধি । শীতকালে এখানকার তাপমাত্রা সব সময়েই হিমাঙ্কের নীচে থাকে ।

(২) শীতকালে এখানে প্রায়ই তুষারপাত ও মাঝে মধ্যে তুষার ঝড় হয়,

(৩) গ্রীষ্মকাল স্বল্পস্থায়ী, মাত্র ৩ থেকে ৪ মাস অবধি । এই স্বল্পস্থায়ী গ্রীষ্মকালেও এই অঞ্চলের তাপমাত্রা কখনই ১৫° সেলসিয়াসের বেশি হয় না ।

(৪) গ্রীষ্মকালে এই অঞ্চলে সামান্য বৃষ্টিপাত হয় ।

(৫) গ্রীষ্মকালীন বৃষ্টিপাত এবং সারাবছর ব্যাপি অতি শীতল জলবায়ুর জন্য এই অঞ্চলে পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমির সৃষ্টি হয়েছে । এই বনভূমির স্থানীয় নাম তাইগা । রুশ ভাষায় তাইগা শব্দের অর্থ হল পাইন বন ।

*****

Related Items

বায়ুমণ্ডল কী ? গঠন বিন্যাসের তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণিবিন্যাস কর ।

প্রশ্ন :- বায়ুমণ্ডল কী ? গঠন বিন্যাসের তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের শ্রেণিবিন্যাস কর ।

অবঘর্ষ (Abrasion) কী ?

প্রশ্ন : অবঘর্ষ (Abrasion) কী ?

অবঘর্ষ হল এক রকমের ক্ষয়সাধনকারী প্রক্রিয়া । এই ক্ষয়সাধনকারী প্রক্রিয়া (ক) নদী,  (খ) হিমবাহ এবং (গ) বায়ুর ক্ষয়কাজের দ্বারা হতে পারে ।

স্বাভাবিক বাঁধ কাকে বলা হয় ?

প্রশ্ন : স্বাভাবিক বাঁধ কাকে বলা হয় ?

থর মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয় কাজ সবচেয়ে বেশি হয় কেন ?

প্রশ্ন : থর মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয় কাজ সবচেয়ে বেশি হয় কেন ?

প্রধানত মরুভূমি অঞ্চলেই বায়ুর ক্ষয়কাজ সবচেয়ে বেশি হয় । এর কারণ হল—

নদী উপত্যকার সঙ্গে হিমবাহ উপত্যকার পার্থক্য লেখ এবং নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার আকৃতির পার্থক্যের কারণ কী ?

প্রশ্ন :- নদী উপত্যকার সঙ্গে হিমবাহ উপত্যকার পার্থক্য লেখ এবং নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার আকৃতির পার্থক্যের কারণ কী ?

নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য —