চীনদেশীয় জলবায়ু অঞ্চল : এশিয়া মহাদেশের মধ্য ও পূর্ব চীন, দক্ষিণ জাপান এবং কোরিয়া এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত।
চীনদেশীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য—
(১) এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বেশ গরম গড়ে ৩০° সেলসিয়াস এবং শীতকালে মৃদু শীত গড়ে ৪° থেকে ১০° সেলসিয়াস তাপমাত্রা বজায় থাকে,
(২) এই অঞ্চলটি আয়ন বায়ুর গতিপথে অবস্থিত হওয়ায় সারাবছর ধরে এখানে বৃষ্টিপাত হলেও মৌসুমি জলবায়ু অঞ্চলের মতো গ্রীষ্মকালেই বৃষ্টিপাত বেশি হয় । গড় বার্ষিক বৃষ্টিপাত প্রায় ১০০ সেমি ।
*****
- 1532 views