ভারতে বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা

Submitted by avimanyu pramanik on Fri, 11/21/2014 - 23:15

ভারতে বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা (Requirements of Preservation of Indian Forest) : জনজীবনে বনভূমির প্রভাব অপরিসীম । প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নানারকম উপকার বনভূমি থেকে পাওয়া যায়, যেমন—

(১) আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য (Balance between Weather and climate) : বনভূমি আবহাওয়া ও জলবায়ুর ভারসাম্য রক্ষা করে । দিনের বেলা গাছেরা নিজেদের সালোকসংশ্লেষের প্রয়োজনে প্রাণীজগতের পক্ষে দূষিত বাতাসের কার্বন ডাই অক্সাইড শোষন করে এবং প্রাণীজগতের অশেষ কল্যান সাধন করে । বনভূমি পরিবেশকে দুষণ মুক্ত রাখতে সাহায্য করে । শহরাঞ্চলে প্রধানত এই কারণেই বৃক্ষ রোপন করা হয় ।

(২) ভূমিক্ষয় রোধ (Prevention of Land Erosion) : বনভূমি ভূমিক্ষয় প্রতিরোধ করে । গাছেরা নিজেদের শিকড়ের সাহায্যে মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে বৃদ্ধি পায় । এতে ভূমিক্ষয় নিরারণ হয় ।

(৩) মরুভূমির প্রসার রোধ (Prevention of the spread of the Desert) : বনভূমি মরুভূমির প্রসার রোধে সাহায্য করে । বনভূমির উপস্থিতির ফলে ভূমিক্ষয় বন্ধ হয়ে মরুভূমির প্রসার রোধ করে ।

(৪) মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি (Enrichment of Soil fertility) : বনভূমি মৃত্তিকার উর্বরতা বৃদ্ধি করে । বনভূমির গাছেদের পাতা, ফুল, মূল, কান্ড প্রভৃতি পচে মৃত্তিকার উর্বরতা বাড়ায় ।

(৫) বৃষ্টিপাত (Rainfall) : বনভূমি বৃষ্টিপাতে সাহায্য করে । গাছের প্রস্বেদন প্রক্রিয়ার ফলে বাষ্পীভবনের পরিমাণ বেশি হওয়ায় বনভূমি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকে ।

(৬) অর্থকরী দিক (Economic aspects) : বনভূমি মানুষের অর্থকরী দিক থেকেও লাভজনক । বনভূমি থেকে আহরণ করা ফলমূল, মধু, কাঠ এবং বিভিন্ন ধরনের বনজ সম্পদ মানুষকে জীবিকা নির্বাহ করতে সাহায্য করে ।

(৭) জীবজগতের ভারসাম্য রক্ষা (Maintain the balance of Species) : বনভূমি জীবজগতের ভারসাম্য রক্ষা করে । বিভিন্ন জীবজন্তুর আশ্রয় স্থল ও বাসভূমি হওয়ায় বনভূমি জীবজগতের ভারসাম্য রক্ষা করে ।

এই সব কারণের জন্য ভারতবাসীদের নিজেদের স্বার্থেই ভারতে বনভূমি সংরক্ষণ করা একান্ত প্রয়োজন ।

*****

Related Items

উৎপত্তি অনুসারে মাটির শ্রেণিবিভাগ কর ।

প্রশ্ন:- উৎপত্তি অনুসারে মাটির শ্রেণিবিভাগ কর ।

উৎপত্তি অনুসারে মাটি দু’ধরনের হয়, যেমন- (১) স্থানীয় মাটি ও (২) অপসৃত মাটি ।

মাটি কাকে বলে এবং মাটির উৎপত্তি কীভাবে হয় ?

প্রশ্ন:- মাটি কাকে বলে এবং মাটির উৎপত্তি কীভাবে হয় ?

শিলায় মরিচা পড়ে কেন ও শিলার জারণ কীভাবে ঘটে এবং শিলার আবহবিকার কীভাবে ঘটে ?

প্রশ্ন:- শিলায় মরিচা পড়ে কেনশিলার জারণ কীভাবে ঘটে এবং শিলার আবহবিকার কীভাবে ঘটে ?

ক্ষয়ীভবন ও নগ্নীভবন বলতে কী বোঝায় ?

প্রশ্ন:-  ক্ষয়ীভবন নগ্নীভবন বলতে কী বোঝায় ?

যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য নির্ণয় কর ।

প্রশ্ন:- যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য নির্ণয় কর ।

উত্তরঃ যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য:-