এশিয়ার উত্তর বাহিনী নদীগুলি

Submitted by avimanyu pramanik on Tue, 12/16/2014 - 12:54

এশিয়ার উত্তর বাহিনী নদীগুলির গতিপথ : এশিয়া মহাদেশের মধ্যভাগের সুবিস্তীর্ণ ও সুউচ্চ পার্বত্য অঞ্চল থেকে অনেক নদী উৎপন্ন হয়েছে । এদের মধ্যে কয়েকটি নদী ভূমির ঢাল অনুসরণ করে উত্তর দিকে সাইবেরিয়া সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয়ে উত্তর সাগরে পড়েছে । এশিয়া মহাদেশের এইসব উত্তরবাহিনী নদীগুলির মধ্যে ওব, লেনাইনিসি উল্লেখযোগ্য । এশিয়ার উত্তর বাহিনী নদীগুলি সাধারণত বন্যাপ্রবণ । এই নদীগুলির মোহানা হিমমণ্ডলে অবস্থিত হওয়ার জন্য প্রায় সারাবছরই বরফে ঢাকা থাকে । তাই সমুদ্রে প্রবাহিত হওয়ার মূল পথ অবরুদ্ধ হওয়ার জন্য এইসব নদীগুলির নিম্ন ও মধ্য উপত্যকায় প্রায়ই বন্যা হয় ।

(১) ওব নদী : ওব নদী আলতাই পর্বত থেকে উৎপন্ন হয়ে ওব উপসাগরে পড়েছে । এর প্রধান উপনদী হল ইর্টিস । ওব নদীর দৈর্ঘ্য ৫,১২০ কিলোমিটার ।

(২) লেনা নদী : লেনা নদী বৈকাল হ্রদের কাছ থেকে উৎপন্ন হয়ে লাপ্টেভিক উপসাগরে পতিত হয়েছে । এর প্রধান উপনদী হল ভিটিমঅল্ডান । লেনা নদীর দৈর্ঘ্য ৪,৪৮০ কিলোমিটার ।

(৩) ইনিসি নদী : ইনিসি নদী সয়ান পর্বত থেকে উৎপন্ন হয়ে ইনিসি উপসাগরে পড়েছে । এর প্রধান উপনদী হল টুঙ্গুস্কা । ইনিসি নদীর দৈর্ঘ্য ৫,২৮০ কিলোমিটার ।

(৪) এশিয়ার অন্যান্য উত্তর বাহিনী নদী : এশিয়া মহাদেশের অন্যান্য উত্তর বাহিনী নদীগুলির মধ্যে কোলিমাখাটাঙ্গু বিশেষভাবে উল্লেখযোগ্য ।

*****

Related Items

জিউগেন (Zeugen)

জিউগেন (Zeugen) : বায়ুপ্রবাহের ক্ষয়কাজের ফলে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয়, জুগেন [Zeugen] হল তার মধ্যে অন্যতম একটি ভূমিরূপ । মরু অঞ্চলে বায়ু অবঘর্ষ প্রক্রিয়ায় ভূমির সমান্তরালে যে শৈলশিরা ও খাতের মতো ভূমিরূপের সৃষ্টি করে তাকে জিউগেন ব

গৌর (Gour)

গৌর (Gour) : বায়ুপ্রবাহের ক্ষয়কাজের ফলে নানা রকমের ভূমিরূপের সৃষ্টি হয়, গৌর হল তার মধ্যে অন্যতম একটি ভূমিরূপ । মরু অঞ্চলে বায়ুর গতিপথে কোনও কঠিন ও নরম শিলায় গড়া শিলাস্তূপ অবস্থান করলে এবং ওই শিলাস্তুপের নিচে নরম শিলা ও উপরে কঠিন শিলা থাকলে, নিচের কোমল অ

অপসারণ সৃষ্ট গর্ত (Blow-Outs)

অপসারণ সৃষ্ট গর্ত (Blow-Outs) : বায়ুপ্রবাহের ক্ষয়কাজের ফলে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয়, অপসারণ সৃষ্ট গর্ত হল তার মধ্যে অন্যতম একটি ভূমিরূপ । প্রবল বায়ুপ্রবাহের ফলে মরু অঞ্চলের কোনো স্থানের বিশাল পরিমাণ বালুকারাশি এক জায়গা থেকে আরেক জা

বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ

বায়ুপ্রবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ (Landforms produced by Wind Abrasion) : বায়ুপ্রবাহ (i) অবনমন (Deflation), (ii) অবঘর্ষ (Abrasion) ও (iii) ঘর্ষণ (Attrition) পদ্ধতির দ্বারা ক্ষয়কার্য (Erosion) সাধন করে থাকে । বায়ুপ্রবাহ আলগা বালুরাশিকে উড়িয়

বায়ুর বিভিন্ন প্রকারের কাজ (Work of Wind)

বায়ুর বিভিন্ন প্রকারের কাজ (Work of Wind) : বায়ু প্রধানত (ক) ক্ষয়সাধন (Erosion), (খ) অপসারণ বা বহন (Transportation) ও (গ) সঞ্চয় বা অবক্ষেপণ (Deposition) — এই তিন প্রকারে কাজ করে থাকে ।