ছোট প্রশ্ন ও উত্তর : কতকগুলি গুরুত্বপূর্ণ রাসায়নিক যৌগের প্রকৃতি ও ব্যবহার

Submitted by arpita pramanik on Sat, 11/17/2012 - 14:07

ছোট প্রশ্ন ও উত্তর : কতকগুলি গুরুত্বপূর্ণ রাসায়নিক যৌগের প্রকৃতি ও ব্যবহার :

প্রশ্ন:-  অ্যামোনিয়াম সালফেট ও রেকটিফায়েড স্পিরিটের একটি করে ব্যবহার লেখো ।

উত্তর:-  অ্যামোনিয়াম সালফেট জমিতে সার হিসাবে ব্যবহৃত হয় । রেকটিফায়েড স্পিরিট জীবাণুনাশক রূপে ব্যবহৃত হয় ।

 

প্রশ্ন:-  একটি অজৈব সারের নাম ও সংকেত লেখো ।

উত্তর:-  একটি অজৈব সারের নাম হল অ্যামোনিয়াম সালফেট । এর সংকেত হল (NH4)2SO4  ।

 

প্রশ্ন:-  একটি জৈব সারের নাম ও সংকেত লেখো ।

উত্তর:-  একটি জৈব সারের নাম হল ইউরিয়া । এর সংকেত হল CO(NH2)2  ।

 

প্রশ্ন:-  শাকসবজি নীল রঙ করতে ব্যবহৃত হয় এমন একটি অজৈব যৌগের নাম কী ?

উত্তর:-  শাকসবজি নীল রঙ করতে ব্যবহৃত অজৈব যৌগটি হল সোদক কিউপ্রিক সালফেট বা তুঁতে (CuSO4, 5H2O) ।

 

প্রশ্ন:-  পদার্থের স্বল্প পরিমাণ জলের উপস্থিতি সনাক্ত করতে কী ব্যবহার করা হয়  ?

উত্তর:-  জলের সংস্পর্শে সাদা অনার্দ্র কপার সালফেট (CuSO4) নীল বর্ণ ধারণ করে । তাই কোনো পদার্থে জলের স্বল্প পরিমাণ উপস্থিতি জানতে অনার্দ্র কপার সালফেট ব্যবহার করা হয় ।

 

 প্রশ্ন:-  ভিনিগার কী ?

উত্তর:-  অ্যাসিটিক অ্যাসিডের 4 - 8% লঘু জলীয় দ্রবণকে ভিনিগার বলে । এর সংকেত হল CH3COOH ।

 

প্রশ্ন:-  একটি প্রশম জৈব তরলের নাম কী ?

উত্তর:-  একটি প্রশম জৈব তরল হল রেকটিফায়েড স্পিরিট

 

প্রশ্ন:-  নীচের পদার্থগুলির মধ্যে কোনটি সার হিসেবে ব্যবহৃত হয় ?

        (ক) ব্লিচিং পাউডার      (খ) পেট্রোল      (গ) কস্টিক সোডা   এবং (ঘ) অ্যামোনিয়াম সালফেট ।

উত্তর:-  অ্যামোনিয়াম সালফেট সার হিসেবে ব্যবহৃত হয়  ।

 

প্রশ্ন:-  নীচের পদার্থগুলির মধ্যে কোনটি জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় ?

         (ক) ব্লিচিং পাউডার      (খ) পেট্রোল      (গ) কস্টিক সোডা   এবং (ঘ) অ্যামোনিয়াম সালফেট । 

উত্তর:-  ব্লিচিং পাউডার জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয়  ।

 

প্রশ্ন:-  নীচের পদার্থগুলির মধ্যে কোনটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ?

        (ক) ব্লিচিং পাউডার      (খ) পেট্রোল      (গ) কস্টিক সোডা   এবং (ঘ) অ্যামোনিয়াম সালফেট ।

উত্তর:-  পেট্রোল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ।

 

প্রশ্ন:-  নীচের পদার্থগুলির মধ্যে কোনটি সাবান শিল্পে ব্যবহৃত হয় ?

       (ক) ব্লিচিং পাউডার      (খ) পেট্রোল      (গ) কস্টিক সোডা   এবং (ঘ) অ্যামোনিয়াম সালফেট ।

উত্তর:- কস্টিক সোডা সাবান শিল্পে ব্যবহৃত হয় ।

 

প্রশ্ন:- মেথিলেটেড স্পিরিট বলতে কী বোঝায় ?  

উত্তর:-  রেকটিফায়েড স্পিরিটের সঙ্গে মিথাইল অ্যালকোহল (10%), সামান্য পিরিডিন, ন্যাপথা এবং রবার নির্যাস কাওকোসিন মিশিয়ে যে বিষাক্ত মিশ্রণ তৈরি করা হয় তাকে মেথিলেটেড স্পিরিট বলে । এটি জ্বালানিরূপে ব্যবহৃত হয় ।  

 

প্রশ্ন:-  জৈব ও অজৈব যৌগের মিশ্রণে তৈরি একটি পদার্থের নাম কী ?

উত্তর:- জৈব ও অজৈব যৌগের মিশ্রণে তৈরি একটি পদার্থের নাম হল ডিটারজেন্ট

 

প্রশ্ন:-  কলিচুনের একটি ব্যবহার উল্লেখ কর ।

উত্তর:-  অস্থায়ী খরজলকে মৃদু জলে পরিণত করতে কলিচুন Ca(OH)2  ব্যবহার করা হয় ।

 

প্রশ্ন:- ডিটারজেন্টের কোন উপাদানটি জলের মধ্যে ময়লার অণুগুলিকে প্রলম্বিত রাখে ?

উত্তর:- ডিটারজেন্টের কার্বক্সি মিথাইল সেলুলোজ উপাদানটি জলের মধ্যে ময়লার অণুগুলিকে প্রলম্বিত রাখে ।

 

প্রশ্ন:-  ডিটারজেন্টের কোন উপাদানটি শুভ্রতা বাড়ায় ?

উত্তর:-  ডিটারজেন্টে ব্লিচিং পদার্থ হিসাবে সোডিয়াম পারবোরেট মেশালে শুভ্রতা বাড়ে  ।

 

প্রশ্ন:- দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুটি জৈব যৌগের নাম কর ।

উত্তর:- দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুটি জৈব যৌগের নাম হল ভিনিগারন্যাপথলিন

 

প্রশ্ন:-  নীচের কোন যৌগগুলি জলে দ্রাব্য ?

         AgNO3,  AgCl,  BaCl2,  BaSO4

উত্তর:-   AgNO3 এবং  BaCl2 জলে দ্রাব্য  ।

 

প্রশ্ন:-  নীচের কোন যৌগগুলি জলে অদ্রাব্য ?

         AgNO3,  AgCl,  BaCl2,  BaSO4

উত্তর:-   AgCl এবং  BaSO4 জলে অদ্রাব্য  ।

 

প্রশ্ন:-  সাবান কি ধরনের যৌগ ?

উত্তর:-  সাবান হল উচ্চ আণবিক ভর বিশিষ্ট জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাসিয়াম লবন । এটি লবন জাতীয় জৈব যৌগ ।

 

প্রশ্ন:-  বেকিং পাউডার কী  ?

উত্তর:-  বেকিং পাউডার হল সোডিয়াম বাইকার্বনেট ও পটাশিয়াম হাইড্রোজেন টারটারেটের মিশ্রণ ।

 

প্রশ্ন:-  ব্লু স্টোন কী  ?

উত্তর:-  সোদক কপার সালফেট গাঢ় নীলবর্ণের কেলাসিত পদার্থ । এ জন্য একে ব্লু স্টোন বলে ।

 

প্রশ্ন:-  কালাজ্বরের ওষুধ তৈরি করতে যে জৈব যৌগ ব্যবহার হয় তার নাম কী ?

উত্তর:-  কালাজ্বরের ওষুধ তৈরিতে ব্যবহৃত জৈব যৌগটির নাম হল ইউরিয়া

*****

Related Items

সালফিউরিক অ্যাসিডের ধর্ম

বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড বর্ণহীন, গন্ধহীন, তেলের মতো ভারী তরল পদার্থ, একে অয়েল অফ ভিট্রিয়ল বলে । সালফিউরিক অ্যাসিডের স্বাদ অম্ল ও আপেক্ষিক গুরুত্ব 1.84 । সালফিউরিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক 338°C ও হিমাঙ্ক 10.4°C । জলের সঙ্গে যেকোনো অনুপাতে মেশে । ...

সালফিউরিক অ্যাসিড ও সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি

মধ্যযুগের অ্যালকেমিস্টরা হিরাকস্ বা ফেরাস সালফেটের সঙ্গে ফটকিরি মিশিয়ে সেই মিশ্রণকে পাতিত করে সর্বপ্রথম সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করেন । ফেরাস সালফেট ভিট্রিয়ল নামে পরিচিত । ফেরাস সালফেট থেকে এই অ্যাসিড পাওয়া যায় বলে অয়েল অফ ভিট্রিয়ল ...

নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ বলয় পরীক্ষা

একটি টেস্ট-টিউবে নাইট্রিক অ্যাসিড কিংবা নাইট্রেট লবণের জলীয় দ্রবণ নিয়ে ওর সঙ্গে সদ্যপ্রস্তুত ফেরাস সালফেট দ্রবণ যোগ করা হল । এইবার টেস্ট-টিউবের গা-বেয়ে গাঢ় সালফিউরিক অ্যাসিড ধীরে ধীরে দ্রবণের সঙ্গে যোগ করা হল । গাঢ় সালফিউরিক অ্যাসিড ...

নাইট্রিক অ্যাসিডের ধর্ম

বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড বর্ণহীন, ধূমায়মান, জলাকর্ষী এবং অম্লস্বাদ বিশিষ্ট তরল। স্বাভাবিক উষ্ণতায় নাইট্রিক অ্যাসিড উদ্বায়ী এবং এর গন্ধ স্বাসরোধী। নাইট্রিক অ্যাসিড জলে যেকোন অনুপাতে দ্রাব্য । নাইট্রিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব 1.52 ...

নাইট্রিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি

মধ্য যুগের অ্যালকেমিস্টরা সোরা, হিরকস, এবং ফটকিরিকে মিশিয়ে সেই মিশ্রণকে পাতিত করে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করেন । সোনা ও প্লাটিনামের মতো কয়েকটি ধাতু ছাড়া বেশির ভাগ ধাতু এবং অধাতু এই অ্যাসিডে দ্রবীভূত হয় বলে তাঁরা এই অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস ...