ছোট প্রশ্ন ও উত্তর : কতকগুলি গুরুত্বপূর্ণ রাসায়নিক যৌগের প্রকৃতি ও ব্যবহার :
প্রশ্ন:- অ্যামোনিয়াম সালফেট ও রেকটিফায়েড স্পিরিটের একটি করে ব্যবহার লেখো ।
উত্তর:- অ্যামোনিয়াম সালফেট জমিতে সার হিসাবে ব্যবহৃত হয় । রেকটিফায়েড স্পিরিট জীবাণুনাশক রূপে ব্যবহৃত হয় ।
প্রশ্ন:- একটি অজৈব সারের নাম ও সংকেত লেখো ।
উত্তর:- একটি অজৈব সারের নাম হল অ্যামোনিয়াম সালফেট । এর সংকেত হল (NH4)2SO4 ।
প্রশ্ন:- একটি জৈব সারের নাম ও সংকেত লেখো ।
উত্তর:- একটি জৈব সারের নাম হল ইউরিয়া । এর সংকেত হল CO(NH2)2 ।
প্রশ্ন:- শাকসবজি নীল রঙ করতে ব্যবহৃত হয় এমন একটি অজৈব যৌগের নাম কী ?
উত্তর:- শাকসবজি নীল রঙ করতে ব্যবহৃত অজৈব যৌগটি হল সোদক কিউপ্রিক সালফেট বা তুঁতে (CuSO4, 5H2O) ।
প্রশ্ন:- পদার্থের স্বল্প পরিমাণ জলের উপস্থিতি সনাক্ত করতে কী ব্যবহার করা হয় ?
উত্তর:- জলের সংস্পর্শে সাদা অনার্দ্র কপার সালফেট (CuSO4) নীল বর্ণ ধারণ করে । তাই কোনো পদার্থে জলের স্বল্প পরিমাণ উপস্থিতি জানতে অনার্দ্র কপার সালফেট ব্যবহার করা হয় ।
প্রশ্ন:- ভিনিগার কী ?
উত্তর:- অ্যাসিটিক অ্যাসিডের 4 - 8% লঘু জলীয় দ্রবণকে ভিনিগার বলে । এর সংকেত হল CH3COOH ।
প্রশ্ন:- একটি প্রশম জৈব তরলের নাম কী ?
উত্তর:- একটি প্রশম জৈব তরল হল রেকটিফায়েড স্পিরিট ।
প্রশ্ন:- নীচের পদার্থগুলির মধ্যে কোনটি সার হিসেবে ব্যবহৃত হয় ?
(ক) ব্লিচিং পাউডার (খ) পেট্রোল (গ) কস্টিক সোডা এবং (ঘ) অ্যামোনিয়াম সালফেট ।
উত্তর:- অ্যামোনিয়াম সালফেট সার হিসেবে ব্যবহৃত হয় ।
প্রশ্ন:- নীচের পদার্থগুলির মধ্যে কোনটি জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় ?
(ক) ব্লিচিং পাউডার (খ) পেট্রোল (গ) কস্টিক সোডা এবং (ঘ) অ্যামোনিয়াম সালফেট ।
উত্তর:- ব্লিচিং পাউডার জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় ।
প্রশ্ন:- নীচের পদার্থগুলির মধ্যে কোনটি জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ?
(ক) ব্লিচিং পাউডার (খ) পেট্রোল (গ) কস্টিক সোডা এবং (ঘ) অ্যামোনিয়াম সালফেট ।
উত্তর:- পেট্রোল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ।
প্রশ্ন:- নীচের পদার্থগুলির মধ্যে কোনটি সাবান শিল্পে ব্যবহৃত হয় ?
(ক) ব্লিচিং পাউডার (খ) পেট্রোল (গ) কস্টিক সোডা এবং (ঘ) অ্যামোনিয়াম সালফেট ।
উত্তর:- কস্টিক সোডা সাবান শিল্পে ব্যবহৃত হয় ।
প্রশ্ন:- মেথিলেটেড স্পিরিট বলতে কী বোঝায় ?
উত্তর:- রেকটিফায়েড স্পিরিটের সঙ্গে মিথাইল অ্যালকোহল (10%), সামান্য পিরিডিন, ন্যাপথা এবং রবার নির্যাস কাওকোসিন মিশিয়ে যে বিষাক্ত মিশ্রণ তৈরি করা হয় তাকে মেথিলেটেড স্পিরিট বলে । এটি জ্বালানিরূপে ব্যবহৃত হয় ।
প্রশ্ন:- জৈব ও অজৈব যৌগের মিশ্রণে তৈরি একটি পদার্থের নাম কী ?
উত্তর:- জৈব ও অজৈব যৌগের মিশ্রণে তৈরি একটি পদার্থের নাম হল ডিটারজেন্ট ।
প্রশ্ন:- কলিচুনের একটি ব্যবহার উল্লেখ কর ।
উত্তর:- অস্থায়ী খরজলকে মৃদু জলে পরিণত করতে কলিচুন Ca(OH)2 ব্যবহার করা হয় ।
প্রশ্ন:- ডিটারজেন্টের কোন উপাদানটি জলের মধ্যে ময়লার অণুগুলিকে প্রলম্বিত রাখে ?
উত্তর:- ডিটারজেন্টের কার্বক্সি মিথাইল সেলুলোজ উপাদানটি জলের মধ্যে ময়লার অণুগুলিকে প্রলম্বিত রাখে ।
প্রশ্ন:- ডিটারজেন্টের কোন উপাদানটি শুভ্রতা বাড়ায় ?
উত্তর:- ডিটারজেন্টে ব্লিচিং পদার্থ হিসাবে সোডিয়াম পারবোরেট মেশালে শুভ্রতা বাড়ে ।
প্রশ্ন:- দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুটি জৈব যৌগের নাম কর ।
উত্তর:- দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুটি জৈব যৌগের নাম হল ভিনিগার ও ন্যাপথলিন ।
প্রশ্ন:- নীচের কোন যৌগগুলি জলে দ্রাব্য ?
AgNO3, AgCl, BaCl2, BaSO4
উত্তর:- AgNO3 এবং BaCl2 জলে দ্রাব্য ।
প্রশ্ন:- নীচের কোন যৌগগুলি জলে অদ্রাব্য ?
AgNO3, AgCl, BaCl2, BaSO4
উত্তর:- AgCl এবং BaSO4 জলে অদ্রাব্য ।
প্রশ্ন:- সাবান কি ধরনের যৌগ ?
উত্তর:- সাবান হল উচ্চ আণবিক ভর বিশিষ্ট জৈব অ্যাসিডের সোডিয়াম বা পটাসিয়াম লবন । এটি লবন জাতীয় জৈব যৌগ ।
প্রশ্ন:- বেকিং পাউডার কী ?
উত্তর:- বেকিং পাউডার হল সোডিয়াম বাইকার্বনেট ও পটাশিয়াম হাইড্রোজেন টারটারেটের মিশ্রণ ।
প্রশ্ন:- ব্লু স্টোন কী ?
উত্তর:- সোদক কপার সালফেট গাঢ় নীলবর্ণের কেলাসিত পদার্থ । এ জন্য একে ব্লু স্টোন বলে ।
প্রশ্ন:- কালাজ্বরের ওষুধ তৈরি করতে যে জৈব যৌগ ব্যবহার হয় তার নাম কী ?
উত্তর:- কালাজ্বরের ওষুধ তৈরিতে ব্যবহৃত জৈব যৌগটির নাম হল ইউরিয়া ।
*****
- 4778 views