হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড (Hydrochloric acid, Nitric acid and Sulphuric acid) :
অজৈব অ্যাসিডের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত প্রধান তিনটি অ্যাসিডের নাম হল— (i) হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl), (ii) নাইট্রিক অ্যাসিড (HNO3), (iii) সালফিউরিক অ্যাসিড (H2SO4) । এই অ্যাসিডগুলি খনিজ পদার্থ: যেমন— লবণ (NaCl), সোরা (KNO3), গন্ধক (S) প্রভৃতি থেকে উৎপন্ন করা হয়, সেজন্য এদের খনিজ অ্যাসিড বলে ।
হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড (Hydrogen Chloride and Hydrochloric acid) :
হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরীক্ষাগার প্রস্তুতি (Laboratory method of preparation of Hydrogen Chloride and Hydrochloric acid) :-
[ক] হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস প্রস্তুত প্রণালী :-
[খ] HCl -এর জলীয় দ্রবণ অর্থাৎ, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত :
ধর্ম [Proerties] :
(a) ভৌত ধর্ম :
(b) রাসায়নিক ধর্ম :
[২] অ্যাসিড ধর্ম :
[৩] ধাতুর উপর ক্রিয়া :
[৪] কার্বনেট লবণের সঙ্গে ক্রিয়া :
[৫] অ্যামোনিয়ার সঙ্গে ক্রিয়া :
[৬] জারক পদার্থের উপর ক্রিয়া :
[৭] নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ক্রিয়া :
[৮] ক্ষারকের সঙ্গে ক্রিয়া :
হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার :-
নাইট্রিক অ্যাসিড (Nitric Acid) :-
[ক] পরীক্ষাগার প্রস্তুতি (Laboratory method of preparation) :-
[১] রাসায়নিক উপাদান :-
[২] নীতি [Principle]:-
[৩] পদ্ধতি :-
[৪] বিশুদ্ধিকরণ :-
[খ] অস্টওয়াল্ড পদ্ধতি (Ostwald's method) :-
নাইট্রিক অ্যাসিডের ধর্ম :
(a) ভৌত ধর্ম :-
(b) রাসায়নিক ধর্ম :
[১] তাপের প্রভাব :
[২] জারণ ধর্ম :
[৩] অম্লরাজ (Aquaregia) :-
[৪] ধাতুর সঙ্গে বিক্রিয়া :-
(a) কপারের সঙ্গে বিক্রিয়া :-
(b) লোহার সঙ্গে বিক্রিয়া :-
(c) ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া :-
নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ বলয় পরীক্ষা :-
নাইট্রিক অ্যাসিডের ব্যবহার :-
সালফিউরিক অ্যাসিড (Sulphuric Acid) :-
[ক] স্পর্শ পদ্ধতি [Contact process for the manufacture of sulphuric acid]:-
[১] নীতি (Principle) :-
[২] পদ্ধতি : সালফার-ডাইঅক্সাইড উত্পাদন :-
[খ] গ্যাস মিশ্রণের বিশুদ্ধিকরণ :-
[গ] SO2 -এর জারণ :-
সালফিউরিক অ্যাসিডের ধর্ম :-
(ক) ভৌত ধর্ম :-
(খ) রাসায়নিক ধর্ম :-
[i] জলের প্রতি আসক্তি :-
[ii] তাপের ক্রিয়া :-
[iii] জারণ ক্ষমতা :-
[iv] ধাতুর সঙ্গে বিক্রিয়া :-
সালফিউরিক অ্যাসিডের ব্যবহার :-
HCl , H2SO4 এবং HNO3 শনাক্ত করার উপায় :-
দূষণ (Pollution) :-
বায়ুদূষণ (Pollution of air by SO2) :-
অ্যাসিড বৃষ্টি (Acid rain) :-
ঐতিহাসিক স্থাপত্যসমূহের ক্ষয় :
প্রতিকারের উপায় :-
*****