কস্টিক সোডা বা সোডিয়াম হাইড্রক্সাইড (NaOH) :
প্রকৃতি :-
(i) কস্টিক সোডা তীব্র ক্ষারধর্মী, অজৈব যৌগ, কেলাসাকার, জলাকর্ষী পদার্থ ।
(ii) কস্টিক সোডা CO2 শোষণ করে কার্বনেটে পরিণত হয় ।
(iii) কস্টিক সোডার জলীয় দ্রবণ পিচ্ছিল হয় ।
(iv) কস্টিক সোডার গলনাঙ্ক 318°C ।
(v) কস্টিক সোডা চামড়ায় ক্ষতের সৃষ্টি করে ।
ব্যবহার :-
(i) সোডিয়াম ধাতু উৎপাদনে কস্টিক সোডা ব্যবহৃত হয় ।
(ii) সাবান, কাগজ, রং, কৃত্রিম রেশম তৈরিতে কস্টিক সোডা ব্যবহৃত হয় ।
(iii) পেট্রোলিয়াম শোধনে কস্টিক সোডা ব্যবহৃত হয় ।
*****
- 4136 views