পরিমাপ (Measurements)

Submitted by arpita pramanik on Wed, 12/13/2017 - 01:59

ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি (Physical Quantity)

যার পরিমাপ সম্ভব তাকে রাশি বলে । একটি মোবাইল ফোনের যে ওজন আছে তা ওজন করার যন্ত্রের মাধ্যমে মাপা যায় । আমরা যখন এক জায়গায় থেকে অন্য জায়গায় যাই তখন সেই জায়গায় যেতে আমাদের কিছু সময় লাগে কিন্তু সেই জায়গায় যেতে কত সময় লাগে সেটা আমরা ঘড়ি দেখে বুঝতে পারি । মেজারিং টেপ দিয়ে কোন একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা মাপতে পারি । দেহের উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার ব্যবহার করা হয় । সুতরাং ওজন, সময়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, উষ্ণতা ইত্যাদি কে কোন কিছুর সাহায্যে মাপা যায় । তাই এগুলিকে একেকটি রাশি বলা হয় ।

পরিমাপ যোগ্য যেকোনো প্রাকৃতিক বিষয় কে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি (Physical Quantity) বলে । যেমন সময়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ত্বরণ, ভর, আয়তন, উষ্ণতার, ঘনত্ব ইত্যাদি পরিমাপ করা যায় তাই এগুলির প্রত্যেকেই এক একটি ভৌত রাশি ।  মোটর বাইকে কত পেট্রল লাগবে  তার আয়তন বা ওজন নির্ণয় করা যায় তাই আয়তন বা ওজন ভৌত রাশি কিন্তু পেট্রল নিজে ভৌত রাশি নয় ।

 

1.1 পরিমাপ ও একক

1.2 বিভিন্ন মাপের একক

1.3 এককের বিভিন্ন পদ্ধতি (Different systems of Units)

1.4 মাত্রা

1.5 পরিমাপ

1.6 ভৌতরাশির দৈর্ঘ্য পরিমাপে সাধারণ রৈখিক স্কেলের ব্যবহার

1.7 গ্রাফ পেপারের সাহায্যে অসম আকৃতির পাত বা ফলকের ক্ষেত্রফল নির্ণয়

1.8 আয়তন মাপক চোঙ (Measuring cylinder)

1.9 সাধারণ তুলা যন্ত্র (Common Balance)

1.10 ঘড়ির সাহায্যে সময় এবং সময়ের ব্যবধান পরিমাপ

*****

Comments

Related Items

গ্রাফ পেপারের সাহায্যে অসম আকৃতির পাত বা ফলকের ক্ষেত্রফল নির্ণয়

অসম আকৃতির পাত বা ফলকের ক্ষেত্রফল কোনো গাণিতিক সূত্র ব্যবহার করে পরিমাপ করা যায় না । এই সমস্ত ক্ষেত্রে গ্রাফ পেপারের সাহায্য নেওয়া হয় । এই সমস্ত ক্ষেত্রে গ্রাফ পেপারের সাহায্য নেওয়া হয় । মিলিমিটার গ্রাফ পেপারের প্রতিটি ঘরের (বর্গক্ষেত্রের ) ক্ষেত্রফল 1 বর্গমিলিমিটার ...

ভৌতরাশির দৈর্ঘ্য পরিমাপে সাধারণ রৈখিক স্কেলের ব্যবহার

দৈর্ঘ্য পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রকে রৈখিক স্কেল বলা হয় । স্কেল সাধারণত প্লাস্টিক, কাঠ বা ধাতুর তৈরি হয় এবং এর দৈর্ঘ্য বরাবর একধারে মিলিমিটার ও সেন্টিমিটারে এবং ওপর ধারে ইঞ্চি ও তার ভগ্নাংশে দাগ কাটা থাকে ।

মাত্রা (Dimensions)

কোনো ভৌতরাশিতে (Physical quantities) গুণ বা ভাগের মাধ্যমে উপস্থিত বিভিন্ন মৌলিক রাশিগুলির চিহ্নের উপযুক্ত ঘাত সমন্বিত সাংকেতিক রাশিমালাকে ওই ভৌতরাশির মাত্রা (Dimensions) বলে ।

বিভিন্ন মাপের একক

আমাদের সহজে বোধগম্য হওয়ার জন্য বা সহজে বুঝতে পারার জন্য, ক্ষুদ্র অনুজীব থেকে বৃহৎ জীব, ছোটো থেকে বড়ো বিভিন্ন জাগতিক বস্তুর পরিমাপের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানের একক আমরা ব্যবহার করে থাকি ।

এককের বিভিন্ন পদ্ধতি

বর্তমানে প্রধানত দুটি পদ্ধতিতে সকল ভৌতরাশির একক প্রকাশ করা হয়ে থাকে । সেন্টিমিটার গ্রাম সেকেন্ড বা cgs পদ্ধতি , আন্তর্জাতিক পদ্ধতি বা SI পদ্ধতি, মৌলিক এবং লব্ধ একক, মৌলিক একক বা প্রাথমিক একক , ঘনমিটার ও ঘন সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক ...