চাপ (pressure)
কোনো তলের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল কে চাপ বলে ।
ধরা যাক কোনো তলের ক্ষেত্রফল A এবং ওই তলের উপর প্রযুক্ত বল F হলে, চাপ হবে [tex]P = \frac{F}{A}[/tex] ।
প্রযুক্ত বল অপরিবর্তিত থাকলে [tex]P \propto \frac{1}{A}[/tex] হবে অর্থাৎ ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে ।
আমরা জানি বলের মাত্রা=[tex]{ML{T^{ - 2}}}[/tex] এবং ক্ষেত্রফলের মাত্রা=[tex]{L^2}[/tex]
অতএব, চাপের মাত্রা= [tex]\frac{{ML{T^{ - 2}}}}{{{L^2}}}[/tex] = [tex]M{L^{ - 1}}{T^{ - 2}}[/tex]
ঘাত (Thrust)
কোন প্রবাহী তার সংলগ্ন কোন তলের উপর যে বল প্রয়োগ করে তাকে প্রবাহীর ঘাত বলে ।
ধরা যাক, তরলের মধ্যে কোন বিন্দুর চারিদিকে A ক্ষেত্রফলের উপর তরল লম্ব ভাবে F বল প্রয়োগ করে ।
অতএব, ওই বিন্দুতে তরলের চাপ,[tex]P = \frac{F}{A}[/tex] বা [tex]F = PA[/tex]
সুতরাং, তরলের ঘাত= তরলের X ক্ষেত্রফল
*****