তড়িৎ সম্পর্কীয় বিভিন্ন রাশির ব্যবহারিক এবং SI একক (Practical and SI units of different electrical quantities)
[1] তড়িৎ-পরিমাণের একক :- তড়িৎ পরিমাণের ব্যবহারিক এবং SI একক ‘কুলম্ব’ [coulomb] । যে পরিমাণ তড়িৎ সিলভার নাইট্রেট দ্রবণে পাঠালে রাসায়নিক ক্রিয়ার ফলে ক্যাথোডে 0.001118 গ্রাম সিলভার জমা হয়, সেই পরিমাণ তড়িৎকে 1 কুলম্ব [coulomb] ধরা হয় । এর প্রতীক C ।
[2] তড়িৎ-প্রবাহমাত্রার একক :- তড়িৎ-প্রবাহ মাত্রার ব্যবহারিক এবং SI একক ‘অ্যাম্পিয়ার’ [Ampere] । পরিবাহীর কোনো বিন্দু দিয়ে যদি 1 সেকেন্ডে 1 কুলম্ব তড়িৎ অতিক্রম করে, তবে পরিবাহীর প্রবাহমাত্রাকে 1 অ্যাম্পিয়ার ধরা যায় । এর প্রতীক A । 1 আন্তর্জাতিক অ্যাম্পিয়ার = 0.999835 অ্যাম্পিয়ার [Ampere] ।
[3] বিভব-প্রভেদ এবং তড়িচ্চালক বলের একক :- উভয়েরই ব্যবহারিক এবং SI একক ‘ভোল্ট’ [Volt] । কোনো পরিবাহীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে 1 কুলম্ব তড়িৎ পাঠাতে যদি 1 জুল কার্য করতে হয়, তবে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব-প্রভেদ 1 ভোল্ট ধরা হয় । এর প্রতীক V । 1 আন্তর্জাতিক ভোল্ট = 1.00033 ভোল্ট ।
[4] রোধের একক :- রোধের ব্যবহারিক এবং SI একক ‘ওহম’ [ohm] । কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব-প্রভেদ 1 ভোল্ট রাখা হলে, যদি ওই পরিবাহীতে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাহলে ওই পরিবাহীর রোধকে 1 ওহম বলে ।
ওহমের প্রতীক Ω (ওমেগা) এবং বর্তনীতে Fig-A চিত্ররুপে দেখানো হয় । 1 আন্তর্জাতিক ওহম = 1.000495 ওহম । এছাড়াও বৃহত্তর একক যেমন কিলোওহম (=103 ওহম), মেগাওহম (= 106 ওহম) এবং ক্ষুদ্রতর একক মাইক্রোওহম (1µ ওহম = 10-6 ওহম) -এদেরও ব্যবহার আছে ।
*****