চুম্বকের ওপর তড়িৎপ্রবাহের ক্রিয়া

Submitted by arpita pramanik on Sun, 01/27/2013 - 22:08

চুম্বকের ওপর তড়িৎপ্রবাহের ক্রিয়া (Action of electric current on magnet) :

কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ পাঠালে তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয় । ওই তারের কাছে একটি  চুম্বক শলাকা থাকলে শলাকাটি বিক্ষিপ্ত হয় । একে চুম্বকের ওপর তড়িৎপ্রবাহের ক্রিয়া বলে । 1820 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওরস্টেড সর্বপ্রথম চুম্বকের ওপর তড়িৎপ্রবাহের এই ফল লক্ষ করেন ।

ওরস্টেডের পরীক্ষা : একটি পরিবাহী তার XY একটি ফ্রেমে আটকানো আছে । তারটির নীচে একটি চুম্বক শলাকা NS রাখা আছে । শলাকাটি অনুভূমিক তলে নিজের অক্ষের চারিদিকে বাধাহীনভাবে ঘুরতে পারে । অতএব মুক্ত অবস্থায় শলাকাটি উত্তর-দক্ষিণ বরাবর থাকবে । ফ্রেমটি ঘুরিয়ে XY তারকে শলাকার সমান্তরাল করা হল । ছবিতে ডট ডট রেখা দিয়ে ওই অবস্থান দেখানো হয়েছে ।

পর্যবেক্ষণ : তারটির মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ পাঠালে সঙ্গে সঙ্গে শলাকাটি বিক্ষিপ্ত হয় । যদি তারটি শলাকার নীচু দিয়ে যায় তবে শলাকার বিক্ষেপ উল্টো দিকে হবে । অথবা তড়িৎ-প্রবাহের অভিমুখ X থেকে Y -এর দিকে না করে উল্টে Y থেকে X -এর দিকে করলে শলাকার বিক্ষেপ উল্টো দিকে হবে । শলাকার বিভিন্ন অবস্থা পাশের চিত্রে (i) অবস্থান,  (ii) অবস্থান,  (iii) অবস্থান দেখানো হয়েছে যখন পরিবাহী চুম্বকের ওপরে রাখা হয় এবং  (iv) অবস্থান, (v) অবস্থান, (vi) অবস্থান দেখানো হয়েছে যখন পরিবাহী চুম্বকের নীচে রাখা হয় । আবার, তারকে যদি পূর্ব-পশ্চিমে অর্থাৎ, চুম্বক শলাকার লক্ষের লম্বভাবে রেখে প্রবাহ পাঠানো হয়, তাহলে শলাকার কোনো বিক্ষেপ হবে না

তারের অবস্থান, তড়িৎপ্রবাহের অভিমুখ ও শলাকার উত্তর মেরুর বিক্ষেপের অভিমুখ সম্পর্কে ওরস্টেডের পরীক্ষার ফল নীচের তালিকায় দেখানো হল ।

পরিবাহী তারের অবস্থান তড়িৎ-প্রবাহের অভিমুখ   শলাকার উত্তর মেরুর বিক্ষেপের
১. চুম্বক শলাকার ওপরে দক্ষিণ থেকে উত্তরে  A → B পশ্চিমদিকে
২. চুম্বক শলাকার ওপরে উত্তর থেকে দক্ষিণে  B → A পূর্বদিকে
৩. চুম্বক শলাকার নীচে  দক্ষিণ থেকে উত্তরে  A → B পূর্বদিকে
৪. চুম্বক শলাকার নীচে উত্তর থেকে দক্ষিণে  B → A পশ্চিমদিকে

৫. চুম্বক শলাকার ওপরে বা নীচে

পূর্ব থেকে পশ্চিমে বা পশ্চিম থেকে পূর্বে বিক্ষেপ নেই

 

চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখ নির্ণয়ের নিয়ম (Rule for the direction of deflection of a magnetic needle) : তড়িৎপ্রবাহের ফলে চুম্বক শলাকার বিক্ষেপের অভিমুখ কোন দিকে হবে অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম দ্বারা তা প্রকাশ করা যায় ।

অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম (Ampere’s swimming rule) : একজন লোক তড়িৎবাহী তার বরাবর তড়িৎপ্রবাহের অভিমুখে দুহাত দুদিকে ছড়িয়ে এমনভাবে সাঁতার কেটে যাচ্ছে যেন তার মুখ সর্বদা চুম্বকের দিকে আছে । এই অবস্থায়, লোকটির বামহাত যেদিকে ছাড়ানো থাকে, সেই দিকেই চুম্বক শলাকার উত্তর মেরুটি বিক্ষিপ্ত হবে, অর্থাৎ দক্ষিণ মেরুটি ওই ব্যক্তির ডানহাতের দিকে বিক্ষিপ্ত হবে ।

*****

Comments

Related Items

তাপের ঘটনাসমূহ

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন : প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প আছে যেটি সঠিক সেটি লেখ- পদার্থ কে উত্তপ্ত করলে তার ---, পিতল তামা লোহা এবং ইস্পাতের মধ্যে তাপীয় সম্প্রসারণ সবচেয়ে বেশি হয় --, γr, γa এবং γg এর মধ্যে সম্পর্ক টি হল ---, গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের মান ---

রাসায়নিক গণনা

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প আছে এদের মধ্যে যেটি সঠিক সেটি লেখ, যে কোন রাসায়নিক বিক্রিয়ার পর ভর ও শক্তির মোট পরিমাণ --, ভর ও শক্তির তুল্যতা সমীকরণটি হলো ---, 27 g Al সম্পূর্ণভাবে বিক্রিয়া করতে কত পরিমাণ অক্সিজেন প্রয়োজন ?, গ্যাসের বাষ্প ঘনত্ব (D) ও আণবিক ভর (M) ...

গ্যাসের আচরণ

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন : চার্লসের সূত্রে ধ্রুবক হল --, বয়েলের সূত্রে ধ্রুবক হল --, শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু ---, STP তে যে কোন গ্যাসের মোলার আয়তন ---, পরমশূন্য উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন হয় ---, গ্যাসের উষ্ণতা বাড়লে অনুগুলির গতিবেগ ---, নিচের কোনটি চাপের SI একক ?, --

পরিবেশের জন্য ভাবনা

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে বায়ুমন্ডলের উচ্চতার মান --, বায়ুমণ্ডলের যে স্তরে ঝড় বৃষ্টি হয় তার নাম হলো --, প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ ---, সৌর শক্তির উৎস হচ্ছে ---, নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয় ? অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও)

Class X Physical Science and Environment (New Syllabus)

পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, পর্যায় সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন, রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, চলো তড়িৎ, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, ধাতুবিদ্যা, পরমাণুর নিউক্লিয়াস, জৈব রসায়ন