সংবিধানে কীভাবে সমাজতান্ত্রিক আদর্শ প্রতিফলিত হয়েছে ? কী কারণে ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্রীয় বলে মনে হয় ?

Submitted by avimanyu pramanik on Sun, 01/23/2022 - 11:56

প্রশ্ন : সংবিধানে কীভাবে সমাজতান্ত্রিক আদর্শ প্রতিফলিত হয়েছে ?  কী কারণে ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্রীয় বলে মনে হয় ?

১৯৭৬ খ্রিস্টাব্দে ৪২তম সংবিধান সংশোধনে মূল সংবিধানে সমাজতান্ত্রিক কথাটি অন্তর্ভুক্ত করা হয়েছে । এই উদ্দেশ্যে ব্যাঙ্ক, বিমা প্রভৃতি জাতীয়করণ, রাজন্য ভাতার বিলোপসাধন, জমিদারি প্রথা বিলোপ, জমির মালিকানার ঊর্ধ্বসীমা স্থিরীকরণ, ধনীদের ওপর বিভিন্ন কর কাঠামো প্রভৃতি শাসনতান্ত্রিক কর্মসূচির মধ্য দিয়ে ভারতের সমাজতান্ত্রিক আদর্শকে প্রতিফলিত করা হয়েছে ।

ভারতের সংবিধানে ভারতকে যুক্তরাষ্ট্র বলে অভিহিত করা হয় নি । কিন্তু নিম্নলিখিত বৈশিষ্ট্যগুলির জন্য ভারতীয় সংবিধানকে যুক্তরাষ্ট্রীয় বলে মনে হয়, যেমন—

(১) যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থার বৈশিষ্ট্য হল লিখিত ও অপরিবর্তনীয় সংবিধান । ভারতের সংবিধান লিখিত এবং আংশিক ভাবে অপরিবর্তনীয় ।

(২) যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় একটি কেন্দ্রীয় সরকার ও কতগুলি আঞ্চলিক সরকার পাশাপাশি অবস্থান করে । ভারতের ক্ষেত্রে একটী কেন্দ্রীয় সরকার ও ২৮টি রাজ্য সরকার এই দুই ধরণের সরকার নিয়েই ভারতীয় যুক্তরাষ্ট্র গঠিত ।

(৩) যুক্তরাষ্ট্রের তৃতীয় বৈশিষ্ট্য হল সংবিধানের প্রাধান্য, ভারত রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে ভারতীয় সংবিধানের প্রাধান্য স্বীকৃত হয়েছে ।

(৪) ভারতীয় শাসনব্যবস্থার অপর অন্যতম বৈশিষ্ট্য হল একটি নিরপেক্ষ যুক্তরাষ্ট্রীয় আদালত । ভারতেও সংবিধান অনুসারে একটি যুক্তরাষ্ট্রীয় আদালত প্রতিষ্ঠা করা হয়েছে । এই আদালত হল সুপ্রিমকোর্ট ।

ভারতকে একটি যুক্তরাষ্ট্র বলে মনে করা হলেও—(i) আইন প্রণয়ন,  (ii) শাসন পরিচালনা, (iii) আর্থিক বিষয়, (iv) রাজ্যের নাম, সীমানা ইত্যাদির পরিবর্তন, (v) উচ্চপদস্থ সরকারি কর্মচারী নিয়োগ (I.A.S,  I.P.S প্রভৃতি), (vi) অর্ডিনান্স জারি, (vii) রাজ্যে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী প্রেরণ, (viii) জরুরি অবস্থা ঘোষণা প্রভৃতি বিষয়ে কেন্দ্রীয় সরকারের প্রাধান্য প্রতিষ্ঠিত হওয়ায় এই সিদ্ধান্তে আসা যায় যে, ভারতীয় শাসনব্যবস্থা আকৃতিতে যুক্তরাষ্ট্রীয় হলেও প্রকৃতিগতভাবে এককেন্দ্রিক । অন্যভাবে বলা যায় ভারতীয় সংবিধান হল আধা-যুক্তরাষ্ট্রীয় সংবিধান ।

*****

Comments

Related Items

Study Materials for Indian History (Xth Standard)

Modern India and the World, Expansion of British Empire in India, British Raj - Colonial impact on Indian Economy, Protest , resistance and uprisings during the first century of British rule, Background of World War-II ...

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বরাজনীতি (World politics after World War II)

☼ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে শান্তির প্রয়াস, অতলান্তিক সনদ, ওয়াশিংটন সম্মেলন, ডাম্বারটন ওক কনফারেন্স, সানফ্রান্সিসকো কনফারেন্স, নীতি , মিলিত জাতিপুঞ্জ নিম্নোক্ত কতকগুলি নীতির উপর প্রতিষ্ঠিত, সদস্যপদ গ্রহন, সম্মিলিত জাতিপুঞ্জের ছয়টি শাখা যথা, ঠান্ডা লড়াই এর সূচনা ....

বিশ্বযুদ্ধের প্রেক্ষিত ও স্বাধীনতা আন্দোলন : মহাত্মা গান্ধীর অভ্যুত্থান

সাম্রাজ্যবাদ ও প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি, শক্তিজোট গঠন, প্রথম বিশ্বযুদ্ধোত্তর ইউরোপ, প্রথম বিশ্বযুদ্ধোত্তর ভারত, মহাত্মাগান্ধী ও ভারতীয় জাতীয়তাবাদের রুপান্তর, চম্পারণ সত্যাগ্রহ, খেদা-কয়রা আন্দোলন, লখনউ চুক্তি, হোমরুল আন্দোলন, মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন ...

জাতীয় আন্দোলনের প্রথম পর্ব (১৮৮৫ সাল থেকে - ১৯১৪ সাল)

বিষয় - জাতীয় কংগ্রেসের প্রথম যুগ, নরমপন্থী-চরমপন্থী বিভাজন, অর্থনৈতিক শোষণ, সমসাময়িক আন্তর্জাতিক ঘটনাবলী, স্বদেশি ও বয়কট আন্দোলনের কর্মসূচী, বৈপ্লবিক আন্দোলনের ধারা, বিপ্লবী আন্দোলনের ধারা - মহারাষ্ট্র, বিপ্লবী আন্দোলন - পাঞ্জাব, প্যারিসের ষড়যন্ত্র ...

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি ও বিস্তার (The Background and Spread of Second World War)

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি, ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণনীতি, ইতালিতে ফ্যাসিবাদ, ফ্যাসিবাদের উৎপত্তি, ফ্যাসিস্ট আদর্শ, মুসোলিনির পররাষ্ট্র নীতি, আবিসিনিয়া দখল, জার্মানিতে নাৎসিবাদ, হিটলারের উত্থান, নাৎসি দলের গঠন, নাৎসি নীতি ও আদর্শ, হিটলারের পররাষ্ট্র নীতি ...