ভারতীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পর্কে এবং স্বাধীন ভারতে গণতন্ত্রের বিকাশ সংক্ষেপে লেখ ।

Submitted by avimanyu pramanik on Sun, 01/23/2022 - 15:02

প্রশ্ন : ভারতীয় গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পর্কে এবং স্বাধীন ভারতে গণতন্ত্রের বিকাশ সংক্ষেপে লেখ ।

স্বাধীন ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলে অভিহিত করা হয়েছে । ভারতের গণতান্ত্রিক প্রজাতন্ত্র একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে । এই ভিত্তির প্রথম পর্বে আছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কেন্দ্রীয় মন্ত্রীসভা, দ্বি-কক্ষ বিশিষ্ট কেন্দ্রীয় আইনসভা এবং সুপ্রিমকোর্ট । অন্যদিকে রাজ্যগুলিতে রাজ্যপাল, মন্ত্রীসভা, আইনভা, হাইকোর্ট ও অন্যান্য নিম্নতর আদালতকে কেন্দ্র করে এই প্রতিষ্ঠানিক কাঠামো গড়ে উঠেছে ।

স্বাধীন ভারতের গণতন্ত্রের বিকাশ

(১) স্বাধীন ভারতের সংবিধান দেশবাসীকে সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতিশ্রুতি দেয় । কিন্তু সদ্য স্বাধীনতা প্রাপ্ত ভারতবর্ষের আর্থসামাজিক তথা ধর্ম, ভাষা, জাতিগত সমস্যা ও উদ্বাস্তু সমস্যা এত জটিল আকার ধারণ করেছিল যে, গণতান্ত্রিক কাঠামোর পরিপূর্ণ বিকাশ ঘটবে কি না তা নিয়ে সন্দেহ ছিল ।

(২) ১৯৫১-১৯৫২ খ্রিস্টাব্দের প্রথম সাধারণ নির্বাচন ছিল নব প্রতিষ্ঠিত ভারতীয় প্রজাতন্ত্রের সামনে রাজনৈতিক গণতন্ত্রের প্রথম বৃহত্তর পরীক্ষা । ভারত যথেষ্ট কৃতিত্বের সঙ্গে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ।

(৩) ১৯৫২ খ্রিস্টাব্দ থেকে ১৯৮৯ খ্রিস্টাব্দের মধ্যে ভারতীয় গণতন্ত্রের প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় যে, মাঝের দু’বছর (i) মার্চ, ১৯৯৭ খ্রি. (ii) জুলাই ১৯৭৯ খ্রি. ছাড়া একটানা ৩৭ বছর ধরে কেন্দ্রীয় সরকারে ভারতীয় জাতীয় কংগ্রেস দলের একক আধিপত্য বজায় ছিল ।

(৪) সাম্প্রতিক কালে ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় প্রকৃতিগতভাবে মৌলিক পরিবর্তন, ঘটতে দেখা যাচ্ছে । সত্তরের দশকের শেষে ভাগ থেকে ভারতে যে বহুদলীয় জোট রাজনীতির সূত্রপাত হয়েছিল, সর্বভারতীয় রাজনীতিতে তা আজ প্রায় অপরিহার্য হয়ে উঠেছে ।

(৫) সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে ভারত হল বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ । তাছাড়া এই উপমহাদেশে ভারতই হল একমাত্র গণতান্ত্রিক দেশ, যার শাসনতান্ত্রিক কর্তৃত্ব স্বাধীনতা লাভের পর থেকে আজ পর্যন্ত কখনও সামরিক বাহিনীর হস্তগত হয়নি এবং দুই একটি ব্যাতিক্রমী নজির ছাড়া জনসাধারণের মৌলিক অধিকারগুলিকে কেড়ে নেওয়া হয়নি । নানান পরীক্ষা-নিরীক্ষা ও উত্থান পতনের মধ্য দিয়ে ভারতীয় গণতন্ত্রের বিকাশ ঘটেছে এবং তা দিনে দিনে আরও সমৃদ্ধশালী হয়ে উঠছে ।

*****

Comments

Related Items

প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে কী কী পরিবর্তন ঘটেছিল ?

প্রশ্ন:- প্রথম বিশ্বযুদ্ধের পর ইউরোপে কী কী পরিবর্তন ঘটেছিল ?

প্রথম বিশ্বযুদ্ধের পরে ইউরোপীয় দেশগুলির অর্থনৈতিক অবস্থা কীরূপ ছিল ? ইতালিতে ও জার্মানিতে গণতন্ত্রের পতন হয় কেন ?

প্রশ্ন:- প্রথম বিশ্বযুদ্ধের পরে ইউরোপীয় দেশগুলির অর্থনৈতিক অবস্থা কীরূপ ছিল ?  ইতালি ও জার্মানিতে গণতন্ত্রের পতন হয় কেন ?

মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনে আর্যবান্ধব সমাজ ও অভিনব ভারতের ভূমিকা আলোচনা কর ।

প্রশ্ন:-  মহারাষ্ট্রের বিপ্লবী আন্দোলনে আর্যবান্ধব সমাজ ও অভিনব ভারতের ভূমিকা আলোচনা কর ।

ক্ষুদিরাম বসু ও লালা হরদয়ালকে মনে রাখা হয় কেন ?

প্রশ্ন :-  ক্ষুদিরাম বসু ও লালা হরদয়ালকে মনে রাখা হয় কেন ?

ক্ষুধিরাম বসুকে মনে রাখার কারণ :

ভারতের সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলনে অরবিন্দ ঘোষের ভূমিকা আলোচনা কর ।

প্রশ্ন:  ভারতের সংগ্রামশীল জাতীয়তাবাদী আন্দোলনে অরবিন্দ ঘোষের ভূমিকা আলোচনা কর ।