বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিকল্প চিন্তা ও উদ্যোগ

Submitted by avimanyu pramanik on Thu, 03/18/2021 - 16:33

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিকল্প চিন্তা ও উদ্যোগ:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. ভারতে 'হাফটোন' প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন—     [মাধ্যমিক-২০১৭]

    (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী     (খ) সুকুমার রায়     (গ) পঞ্চানন কর্মকার     (ঘ) চার্লস উইলকিনস

২. বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন—         [মাধ্যমিক-২০১৭]

    (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর     (খ) রবীন্দ্রনাথ ঠাকুর        (গ) স্বামী বিবেকানন্দ      (ঘ) বাবা রামচন্দ্র

৩. বাংলা ভাষায় প্রথম ছাপা বই হল—            [মাধ্যমিক-২০১৮]

     (ক) বর্ণপরিচয়     (খ) এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ     (গ) মঙ্গল সমাচার মতিয়ের     (ঘ) অন্নদামঙ্গল

৪. 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স' -এর যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন—        [মাধ্যমিক-২০১৮]

    (ক) জগদীশচন্দ্র বসু       (খ) সি ভি রমন      (গ) প্রফুল্লচন্দ্র রায়      (ঘ) সত্যেন্দ্রনাথ বসু

৫. 'বর্ণপরিচয়' প্রকাশিত হয়েছিল—         [মাধ্যমিক-২০১৯]

    (ক) ১৮৪৫ খ্রিঃ      (খ) ১৮৫০ খ্রিঃ      (গ) ১৮৫৫ খ্রিঃ      (ঘ) ১৮৬০ খ্রিঃ

৬. বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট প্রতিষ্ঠিত হয়—    [মাধ্যমিক-২০১৯]

     (ক) ১৯০৫ খ্রিঃ      (খ) ১৯০৬ খ্রিঃ      (গ) ১৯১১ খ্রিঃ      (ঘ) ১৯১২ খ্রিঃ 

**********

মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন:-

১. 'আধুনিক ছাপাখানার জনক' বলে পরিচিত কে ?

    (ক) জন ম্যাক      (খ) উয়িলিয়াম কেরি     (গ) মার্শম্যান      (ঘ) গুটেনবার্গ 

২. জার্মানির জোহানেস গুটেনবার্গ কত খ্রিস্টাব্দে আধুনিক মুদ্রণযন্ত্র আবিষ্কার করেন ?

    (ক) ১৪৫৪ খ্রিস্টাব্দে      (খ) ১৫৫৬ খ্রিস্টাব্দে     (গ) ১৫৬১ খ্রিস্টাব্দে    (ঘ) ১৭৭৭ খ্রিস্টাব্দে

৩. 'বাংলার গুটেনবার্গ' বা 'বাংলার মুদ্রণ শিল্পের জনক' কাকে বলা হয় ?

    (ক) ওয়ারেন হেস্টিংস      (খ) গ্রাহাম শ      (গ) গিলক্রিস্ট      (ঘ) চার্লস উইলকিনস

৪. 'কম্পেনডিও স্পিরিচুয়াল দা ভিডা খ্রিষ্টা' বইটি কত খ্রিস্টাব্দে ছাপা হয় ?

    (ক) ১৫৬১ খ্রিস্টাব্দে      (খ) ১৭৭৭ খ্রিস্টাব্দে     (গ) ১৭৭৮ খ্রিস্টাব্দে      (ঘ) ১৭৭৯ খ্রিস্টাব্দে

৫. জন অ্যানড্রুজ হুগলিতে কত খ্রিস্টাব্দে সর্বপ্রথম ছাপাখানা গড়ে তোলেন ?

    (ক) ১৭৭৭ খ্রিস্টাব্দে      (খ) ১৭৭৮ খ্রিস্টাব্দে       (গ) ১৭৭৯ খ্রিস্টাব্দে     (ঘ) ১৭৮০ খ্রিস্টাব্দে

৬. হ্যালহেডের বাংলা ব্যাকরণ কার ছাপাখানা থেকে ছাপা হয়েছিল ?

     (ক) অ্যান্ড্রুজের ছাপাখানা    (খ) পোস্ট প্রেস থেকে    (গ) ক্রনিকল প্রেস থেকে    (ঘ) রোজারিয় প্রেস থেকে

৭. ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন কে ?

    (ক) হ্যালহেড     (খ) সুরেশচন্দ্র মজুমদার      (গ) চার্লস উইলকিনস      (ঘ) পঞ্চানন কর্মকার

৮. হ্যালহেডের বাংলা ব্যাকরণ বইটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ?

    (ক) ১৭৭৬ খ্রিস্টাব্দে      (খ) ১৭৭৭ খ্রিস্টাব্দে      (গ) ১৭৭৮ খ্রিস্টাব্দে      (ঘ) ১৭৭৯ খ্রিস্টাব্দে

৯. 'এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ' গ্রন্থটি কে লিখেছিলেন ?

    (ক) উইলিয়াম কেরি    (খ) ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেড     (গ) জন জাকারিয়া কেরনিয়ানডার    (ঘ) জেমস অগাস্টাস হিকি

১০. কার তৈরি করা অক্ষরে হ্যালহেড রচিত গ্রন্থটি মুদ্রিত হয় ?

      (ক) পঞ্চানন কর্মকার     (খ) মনোহর কর্মকার     (গ) চার্লস উইলকিনস     (ঘ) সুরেশচন্দ্র মজুমদার

১১. ১৭৭৭ খ্রিস্টাব্দে কলকাতায় কে ছাপাখানা প্রতিষ্ঠা করেন ?

      (ক) পঞ্চানন কর্মকার      (খ) উইলিয়াম ওয়ার্ড      (গ) জন অ্যানড্রুজ      (ঘ) জেমস অগাস্টাস হিকি

১২. হিকির 'বেঙ্গল গেজেট' ইংরেজি সাপ্তাহিক পত্রিকা কত খ্রিস্টাব্দ থেকে প্রকাশিত হতে শুরু করে ?

      (ক) ১৭৭৭ খ্রিস্টাব্দ      (খ) ১৭৭৮ খ্রিস্টাব্দ      (গ) ১৭৮০ খ্রিস্টাব্দ       (ক) ১৭৮২ খ্রিস্টাব্দ

১৩. কলকাতায় 'হিন্দুস্থানি প্রেস' প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?

      (ক) ১৮০২ খ্রিস্টাব্দ      (খ) ১৮০৫ খ্রিস্টাব্দ      (গ) ১৮১০ খ্রিস্টাব্দ      (ক) ১৮১৫ খ্রিস্টাব্দ   

১৪. পর্তুগীজদের প্রথম ছাপাখানা ভারতের গোয়ায় কত খ্রিস্টাব্দে স্থাপিত হয় ?

      (ক) ১৫৫৬ খ্রিস্টাব্দ      (খ) ১৫৬১ খ্রিস্টাব্দ      (গ) ১৭৭৭ খ্রিস্টাব্দ       (ক) ১৭৭৮ খ্রিস্টাব্দ

১৫. ১৮০০ খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি কোথায় ছাপাখানা স্থাপন করেন ?

      (ক) চন্দননগরে      (খ) শ্রীরামপুরে      (গ) কলকাতায়     (ঘ) হুগলিতে

১৬. ১৮০১ খ্রিস্টাব্দে কৃত্তিবাসী রামায়ণ ও ১৮০২ খ্রিস্টাব্দে কাশীদাসী মহাভারত প্রথম কোন প্রেস থেকে মুদ্রিত হয় ?

       (ক) শ্রীরামপুর মিশন প্রেস    (খ) হিন্দুস্থানি প্রেস     (গ) সংস্কৃত প্রেস      (ঘ) চন্দ্রিকা ছাপাখানা

১৭. কোন বাঙালি প্রথম কলকাতায় মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন ?

      (ক) বাবুরাম      (গ) পঞ্চানন কর্মকার      (গ) গঙ্গাকিশোর ভট্টাচার্য     (ঘ) সুকুমার রায়

১৮. উয়িলিয়াম কেরি 'ইতিহাসমালা' গ্রন্থটি কত খ্রিস্টাব্দে রচনা করেন ?

       (ক) ১৮০৫ খ্রিস্টাব্দে      (খ) ১৮১২ খ্রিস্টাব্দে       (গ) ১৮১৭ খ্রিস্টাব্দে     (ঘ) ১৮৩১ খ্রিস্টাব্দে

১৯. 'স্কুল অব ইন্ডাস্ট্রিয়াল আর্ট' কত খ্রিস্টাব্দে গড়ে ওঠে ?

      (ক) ১৮৫৪ খ্রিস্টাব্দে     (খ) ১৮৫৮ খ্রিস্টাব্দে     (গ) ১৮৬০ খ্রিস্টাব্দে     (ঘ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

২০. 'ক্যালকাটা স্কুল বুক সোসাইটি' প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে ?

      (ক) ১৮০৮ খ্রিস্টাব্দে      (খ) ১৮১২ খ্রিস্টাব্দে     (গ) ১৮১৭ খ্রিস্টাব্দে    (ঘ) ১৮৩১ খ্রিস্টাব্দে

২১. 'পি এন বাগচি অ্যাণ্ড কোম্পানি' নামে প্রকাশনা সংস্থাটির প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

     (ক) কিশোরীমোহন বাগচি     (খ) প্যারীমোহন বাগচি    (গ) যতীন্দ্রমোহন বাগচি    (ঘ) রূপঙ্কর বাগচি

২২. 'বঙ্গালি গেজেটি প্রেস' কে প্রতিষ্ঠা করেন ?

     (ক) রাজকৃষ্ণ রায়       (খ) গঙ্গাকিশোর ভট্টাচার্য       (গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী     (ঘ) কৃষ্ণগোপাল ভক্ত

২৩. 'ইউ রায় এন্ড সন্স' প্রকাশনা সংস্থাটি কে প্রতিষ্ঠা করেন ?

       (ক) সুকুমার রায়     (খ) সত্যজিৎ রায়      (গ) সন্দীপ রায়      (ঘ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

২৪. 'সন্দেশ' পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?

      (ক) সুকুমার রায়      (খ) সত্যজিৎ রায়      (গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী      (ঘ) লীলা মজুমদার

২৫. 'টুনটুনির বই' -এর রচয়িতা কে ?

      (ক) কাশীরাম দাস     (খ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী     (গ) সুকুমার রায়      (ঘ) সন্দীপ রায়

২৬. 'ইউ রায় এন্ড সন্স' থেকে প্রকাশিত প্রথম বইটির নাম কি ?

      (ক) টুনটুনির বই      (খ) মুকুল      (গ) প্রদীপ      (ঘ) ছেলেদের মহাভারত

২৭. 'টুনটুনির বই' কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ?

      (ক) ১৮৯৫ খ্রিস্টাব্দে       (খ) ১৯০০ খ্রিস্টাব্দে      (গ) ১৯১০ খ্রিস্টাব্দে    (ঘ) ১৯১৯ খ্রিস্টাব্দে

২৮. ইউ রায় এন্ড সন্স ভূমিকা নিয়েছিল—

      (ক) বাংলায় বিজ্ঞান শিক্ষার প্রসারে

      (খ) বাংলায় চিকিৎসা বিদ্যার প্রসারে

      (গ) বাংলায় পাশ্চাত্য শিক্ষার প্রসারে

      (ঘ) বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে

২৯. 'স্ক্রিন অ্যাডজাস্টমেন্ট ইন্ডিকেটর' নামে যন্ত্রটি কে উদ্ভাবন করেছিলেন ?

      (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী      (খ) সুকুমার রায়     (গ) সত্যজিৎ রায়     (ঘ) প্রফুল্লচন্দ্র রায়

৩০. ভারতে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্র কোনটি ?

      (ক) ইন্ডিয়া গেজেট      (খ) দিগদর্শন সমাচার       (গ) সমাচার দর্পণ      (ঘ) বেঙ্গল গেজেট

৩১. 'ছেলেদের রামায়ণ' বইটির জন্য কে ছবি এঁকেছিলেন ?

      (ক) নন্দলাল বসু     (খ) সুকুমার রায়     (গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী      (ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর

৩২. 'গুপি গাইন বাঘা বাইন' -এর রচয়িতা কে ?

      (ক) সুকুমার রায়      (খ) সত্যজিৎ রায়      (গ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী     (ঘ) সন্দীপ রায়

৩৩. 'আধুনিক বিজ্ঞানচর্চার জনক' কাকে বলা হয় ?

        (ক) জগদীশচন্দ্র বসু       (খ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়        (গ) আশুতোষ মুখোপাধ্যায়      (ঘ) মহেন্দ্রলাল সরকার

৩৪. 'Indian Association for the Cultivation of Science' -এর প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

      (ক) প্রফুল্ল চন্দ্র রায়      (খ) মহেন্দ্রলাল সরকার      (গ) মেঘনাথ সাহা      (ঘ) জগদীশচন্দ্র বসু

৩৫. 'ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স' (IACS) কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

       (ক) ১৮২৪ খ্রিস্টাব্দে    (ক) ১৮৩৫ খ্রিস্টাব্দে      (গ) ১৮৭৬ খ্রিস্টাব্দে     (ঘ) ১৮৯০ খ্রিস্টাব্দে

৩৬. 'A History of Hindu Chemistry' গ্রন্থের লেখক কে ?

       (ক) জগদীশচন্দ্র বসু      (খ) প্রফুল্লচন্দ্র রায়      (গ) সি ভি রমন       (ঘ) মেঘনাথ সাহা

৩৭. 'বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড' -এর প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

      (ক) প্রফুল্লচন্দ্র রায়      (খ) জগদীশচন্দ্র বসু      (গ) মেঘনাথ সাহা      (ঘ) সি ভি রমন

৩৮. 'বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড' কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

       (ক) ১৮২৪ খ্রিস্টাব্দে    (ক) ১৮৩৫ খ্রিস্টাব্দে      (গ) ১৮৭৬ খ্রিস্টাব্দে     (ঘ) ১৯০১ খ্রিস্টাব্দে

৩৯. বেঙ্গল কেমিক্যাল কোন আন্দোলনের সময়ে প্রতিষ্ঠিত হয় ?

       (ক) বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়

       (খ) অসহযোগ আন্দোলনের সময়

       (গ) মহাবিদ্রোহের সময়

       (ঘ) আইন অমান্য আন্দোলনের সময়

৪০. 'বসুবিজ্ঞান মন্দির' গবেষণা কেন্দ্রটি কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

      (ক) ১৯০১ খ্রিস্টাব্দে      (খ) ১৯১৭ খ্রিস্টাব্দে     (গ) ১৯২১ খ্রিস্টাব্দে     (ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দে

৪১. 'বসু বিজ্ঞান মন্দির' -এর প্রতিষ্ঠাতা কে ?

      (ক) জগদীশচন্দ্র বসু      (খ) সত্যেন্দ্রনাথ বসু     (গ) চন্দ্রমুখি বসু      (ঘ) আনন্দমোহন বসু

৪২. 'ক্রেসকোগ্রাফ' যন্ত্র কে আবিষ্কার করেন ?

      (ক) মেঘনাথ সাহা      (খ) জগদীশচন্দ্র বসু      (গ) সি ভি রমন      (ঘ) প্রফুল্লচন্দ্র রায়

৪৩. 'অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল এডুকেশন' কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?

      (ক) ১৯০১ খ্রিস্টাব্দে     (খ) ১৯০৪ খ্রিস্টাব্দে     (গ) ১৯১৭ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯২১ খ্রিস্টাব্দে

৪৪. 'জাতীয় শিক্ষা পরিষদ' কত খ্রিস্টাব্দে গঠিত হয় ?

      (ক) ১৯০১ খ্রিস্টাব্দে     (খ) ১৯০৪ খ্রিস্টাব্দে     (গ) ১৯০৫ খ্রিস্টাব্দে     (ঘ) ১৯০৬ খ্রিস্টাব্দে

৪৫. মার্শম্যান 'ভারতবর্ষের ইতিহাস' রচনা করেন কত খ্রিস্টাব্দে ?

      (ক) ১৮৩১ খ্রিস্টাব্দে       (খ) ১৮৩৫ খ্রিস্টাব্দে    (গ) ১৮৪২ খ্রিস্টাব্দে      (ঘ) ১৮৪৮ খ্রিস্টাব্দে  

৪৬. 'বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট' কে প্রতিষ্ঠা করেন ?

       (ক) রাসবিহারী ঘোষ     (খ) তারকনাথ পালিত      (গ) মহেন্দ্রলাল সরকার     (ঘ) নীলরতন সরকার

৪৭. 'বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট' -এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?

      (ক) রাসবিহারী ঘোষ     (খ) প্রমথনাথ বসু      (গ) প্রফুল্ল মিত্র      (ঘ) শরৎ দত্ত

৪৮. 'বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট' (BTI) কোন আন্দোলনের প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত হয় ?

       (ক) অসহযোগ আন্দোলন      (খ) আইন অমান্য আন্দোলন      (ক) বঙ্গভঙ্গ আন্দোলন     (ঘ) ভারতছাড়ো আন্দোলন

৪৯. প্রথম নোবেল পুরস্কার জয়ী ভারতীয় বিজ্ঞানী কে ছিলেন ?

       (ক) জগদীশচন্দ্র বসু       (খ) সি ভি রমন       (গ) প্রফুল্লচন্দ্র রায়       (ঘ) সত্যেন্দ্রনাথ বসু

৫০. সি ভি রমন কত খ্রিস্টাব্দে পদার্থবিদ্যায় নোবেল প্রাইজ পান ?

      (ক) ১৯১৩ খ্রিস্টাব্দে       (খ) ১৯১৪ খ্রিস্টাব্দে       (গ) ১৯২১ খ্রিস্টাব্দে     (ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দে

৫১. কলকাতা বিজ্ঞান কলেজ থেকে পদার্থবিদ্যায় গবেষণা করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন কে ?

      (ক) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী      (খ) মধুসূদন গুপ্ত       (গ) আশুতোষ মুখোপাধ্যায়      (ঘ) চন্দ্রশেখর ভেঙ্কট রমন

৫২. কালাজ্বরের ওষুধ 'ইউরিয়া স্টিবামাইন' আবিষ্কার করেন কে ?

      (ক) উপেন্দ্রনাথ ব্রহ্মচারী      (খ) প্রফুল্লচন্দ্র রায়      (গ) জগদীশচন্দ্র বসু      (ঘ) মেঘনাথ সাহা 

৫৩. 'কলকাতা বিজ্ঞান কলেজ' কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

       (ক) ১৯১৪ খ্রিস্টাব্দে      (খ) ১৯১৫ খ্রিস্টাব্দে      (গ) ১৯১৬ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯২০ খ্রিস্টাব্দে

৫৪. 'কলকাতা বিজ্ঞান কলেজ' কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল ?

      (ক) সত্যেন্দ্রনাথ বসু      (খ) আশুতোষ মুখার্জি       (গ) মহেন্দ্রলাল সরকার      (ঘ) নীলরতন সরকার

৫৫. মারকিউরাস নাইট্রাইট কে আবিষ্কার করেন ?

      (ক) জগদীশচন্দ্র বসু      (খ) আচার্য প্রফুল্লচন্দ্র রায়      (গ) মহেন্দ্রলাল সরকার     (ঘ) সুকুমার রায়

৫৬. বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ কত খ্রিস্টাব্দে শিবপুরে স্থানান্তরিত হয় ?

       (ক) ১৮৫৬ খ্রিস্টাব্দে      (খ) ১৮৭৫ খ্রিস্টাব্দে      (গ) ১৮৮০ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে

৫৭. ভারতের প্রথম আধুনিক বিজ্ঞানী হলেন—

      (ক) প্রফুল্লচন্দ্র রায়     (খ) শিশিরকুমার মিত্র       (গ) মেঘনাথ সাহা      (ঘ) জগদীশচন্দ্র বসু

৫৮. ভারতের প্রথম বিজ্ঞান পত্রিকা কোন কলেজ থেকে প্রকাশিত হয় ?

       (ক) প্রেসিডেন্সি কলেজ      (খ) শ্রীরামপুর কলেজ      (গ) আশুতোষ কলেজ      (ঘ) রাজাবাজার বিজ্ঞান কলেজ

৫৯. বাঙালি মহিলাদের মধ্যে বিজ্ঞান চর্চার প্রসার ঘটান কে ?

       (ক) রাধাকান্ত দেব      (খ) জগদীশচন্দ্র বসু      (গ) ডঃ শ্যামল ঘোষ      (ঘ) ডঃ মহেন্দ্রলাল সরকার

৬০. বিশ্বভারতী কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

       (ক) ১৯০৫ খ্রিস্টাব্দে       (খ) ১৯১১ খ্রিস্টাব্দে       (গ) ১৯১৩ খ্রিস্টাব্দে       (ঘ) ১৯২১ খ্রিস্টাব্দে

৬১. "শিশুর কাছে প্রকৃতিই হল শ্রেষ্ঠ শিক্ষক" — একথা কে মনে করতেন ?

       (ক) মহাত্মা গান্ধি     (খ) রবীন্দ্রনাথ ঠাকুর     (গ) দেবেন্দ্রনাথ ঠাকুর      (ঘ) স্বামী বিবেকানন্দ

৬২. বিশ্বভারতীর প্রথম উপাচার্য কে ছিলেন ?

       (ক) রথীন্দ্রনাথ ঠাকুর      (খ) রবীন্দ্রনাথ ঠাকুর      (গ) তারকনাথ পালিত      (ঘ) সুবোধচন্দ্র মল্লিক

৬৩. যাদবপুর বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ?

        (ক) ১৯০৬ খ্রিস্টাব্দে      (খ) ১৯২৪ খ্রিস্টাব্দে      (গ) ১৯২৮ খ্রিস্টাব্দে       (ঘ) ১৯৫৫ খ্রিস্টাব্দে

৬৪. জাতীয় শিক্ষা পরিষদের সভাপতি কে হন ?

       (ক) রাসবিহারী ঘোষ      (খ) আশুতোষ মুখোপাধ্যায়      (গ) সত্যেন্দ্রনাথ ঠাকুর       (ঘ) নীলরতন সরকার

৬৫. রাধানাথ শিকদার কোথায় কাজ করতেন ?

       (ক) হিন্দু কলেজে      (খ) জরিপ বিভাগে      (গ) ভূতত্ত্ব বিভাগে      (ঘ) প্রশাসন বিভাগে

৬৬. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কে ?

       (ক) লর্ড ওয়ারেন হেস্টিংস    (খ) লর্ড কর্নওয়ালিস    (গ) লর্ড ময়রা    (ঘ) লর্ড ওয়েলেসলি

৬৭. ভারতে প্রথম সার্ভেয়ার জেনারেল হলেন কে ?

       (ক) রবার্ট কিড      (খ) জেমস রেনেল      (গ) উইলিয়াম জোনস      (ঘ) উইলিয়াম ক্লার্ক

৬৮. মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর কে ছিলেন ?

       (ক) জেমস হিকি     (খ) জন ম্যাক     (গ) পঞ্চানন কর্মকার     (ঘ) উইলিয়াম কেরি

৬৯. প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন কে ?

       (ক) গঙ্গাকিশোর ভট্টাচার্য     (খ) রামানন্দ চট্টোপাধ্যায়      (গ) দ্বারকানাথ বিদ্যাভূষণ      (ঘ) অক্ষয়কুমার দত্ত

৭০. ক্যালকাটা গেজেট প্রকাশ করেন কে ?

       (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর     (খ) গ্লাডউইন      (গ) ব্র্যাসি হ্যালহেড      (ঘ) অগাস্টাস হিকি

৭১. বাংলায় পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয় কত খ্রিস্টাব্দে ?

       (ক) ১৮১২ খ্রিস্টাব্দে     (খ) ১৮২০ খ্রিস্টাব্দে      (গ) ১৮২৫ খ্রিস্টাব্দে       (ঘ) ১৯২৫ খ্রিস্টাব্দে

৭২.  'আধুনিক বাংলা বই ব্যবসার পথপ্রদর্শক' কাকে বলা হয় ?

       (ক) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর      (খ) রামমোহন রায়      (গ) মধুসূদন দত্ত      (ঘ) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী

৭৩.  প্রথম সচিত্র বাংলা বইয়ের নাম কি ?

       (ক) অন্নদামঙ্গল      (খ) বিল্বমঙ্গল      (গ) হিতোপদেশ      (ঘ) দ্রাঘিজ্যা

৭৪.  'লাইনো টাইপ' তৈরি করেছিলেন কে ?

       (ক) পঞ্চানন কর্মকার     (খ) চার্লস উইলকিনস    (গ) সুরেশ চন্দ্র মজুমদার    (ঘ) রামরাম বসু

৭৫. 'বাংলা মুভেবল টাইপ' -এর আবিষ্কর্তা কে ছিলেন ?

       (ক) জেমস অগাস্টাস হিকি     (খ) পঞ্চানন কর্মকার      (গ) চার্লস উইলকিনস     (ঘ) ব্রাসি হ্যালহেড

৭৬. 'সংস্কৃত প্রেস ডিপোজিটরি' কে প্রতিষ্ঠা করেন ?

       (ক) রামমোহন রায়       (খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর      (গ) ভূদেব মুখোপাধ্যায়      (ঘ) রাধাকান্ত দেব

৭৭. 'সন্দেশ' পত্রিকা প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে ?

      (ক) ১৯১২ খ্রিস্টাব্দে      (খ) ১৯১৩ খ্রিস্টাব্দে      (গ) ১৯১৪ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯১৫ খ্রিস্টাব্দে

৭৮. প্রসেস পদ্ধতিতে ক্যামেরার কাজের সহায়ক স্লাইডিং ক্যালকুলেটর উদ্ভাবন করেন কে ?

      (ক) উপেন্দ্রকিশোর রায়চৌধুরী      (খ) সুকুমার রায়     (গ) সত্যজিৎ রায়      (ঘ) সন্দীপ রায়

৭৯. বাংলা ভাষায় প্রথম সচিত্র গ্রন্থ প্রকাশের কৃতিত্ব অর্জন করেন কে ?

       (ক) ব্র্যাসি হ্যালহেড     (খ) গঙ্গাকিশোর ভট্টাচার্য      (গ) উইলিয়াম কেরি     (ঘ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

৮০. 'ইউ রায় অ্যান্ড সন্স' সংস্থাটির অবলুপ্তি ঘটে কত খ্রিস্টাব্দে ?

        (ক) ১৯১৭ খ্রিস্টাব্দে     (খ) ১৯২৭ খ্রিস্টাব্দে      (গ) ১৯৩০ খ্রিস্টাব্দে      (ঘ) ১৯৩৫ খ্রিস্টাব্দে

********

Comments

Related Items

রশিদ আলি দিবস (Rasid Ali Day)

রশিদ আলি দিবস (Rasid Ali Day) :-

১৯৪৬ খ্রিস্টাব্দের ২রা ফেব্রুয়ারি লালকেল্লার সামরিক আদালতে আজাদ হিন্দ বাহিনীর সেনা অফিসার ক্যাপ্টেন রশিদ আলিকে কোর্ট মার্শাল করে সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করলে এই অবিচারের প্রতিবাদে ও তাঁর মুক্তির দাবিতে

ভারত ছাড়ো আন্দোলন পর্বে ছাত্র আন্দোলন

ভারত ছাড়ো আন্দোলন পর্বে ছাত্র আন্দোলন (Students' Participation in the Quit India Movement) :-

দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪২ খ্রিস্টাব্দের ৯ই আগস্ট মহাত্মা গান্ধির নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেস ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনের ড

আইন অমান্য আন্দোলন পর্বে ছাত্র আন্দোলন

আইন অমান্য আন্দোলন পর্বে ছাত্র আন্দোলন (Students' Participation in the Civil Disobedience Movement):-

১৯৩০ খ্রিস্টাব্দে গান্ধিজির নেতৃত্বে ভারতের জাতীয় কংগ্রেস ব্রিটিশ অপশাসনের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলনের ডাক দিলে সেই আন্দোলনে ভারতের ছাত্রসম

অহিংস অসহযোগ আন্দোলন পর্বে ছাত্র আন্দোলন

অহিংস অসহযোগ আন্দোলন পর্বে ছাত্র আন্দোলন (Students' Participation in the Non Co-operation Movement):-

মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দমনমূলক রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড, ব্রিটিশ ঔপনিবেশিক অপশাসন প্রভৃতি বিভিন্ন কারণে গান্ধিজির নেতৃত্বে জা

অ্যান্টি সার্কুলার সোসাইটি (Anti-Circular Society)

অ্যান্টি সার্কুলার সোসাইটি (Anti-Circular Society):-

বাঙালিদের ব্রিটিশ বিরোধিতাকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসক লর্ড কার্জন প্রশাসনিক অজুহাত দেখিয়ে ১৯০৫ খ্রিস্টাব্দের ২০শে জুলাই সরকারিভাবে বঙ্গভঙ্গের পরিকল্পনা ঘোষণা কর