প্রশ্ন:- ফ্রাঙ্কো কে ? স্পেনে গৃহযুদ্ধের সূচনা হয়েছিল কেন ? এই গৃহযুদ্ধের গুরুত্ব কী ?
স্পেনের গৃহযুদ্ধের অন্যতম নেতা ছিলেন জেনারেল ফ্রাঙ্কো । তিনি স্পেনের প্রজাতন্ত্রী সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ।
স্পেনের গৃহযুদ্ধের কারণ :- প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে স্পেনের রাজতন্ত্রী, প্রজাতন্ত্রী, সমাজতন্ত্রী প্রভৃতি দলগুলি রাজনৈতিক আধিপত্য বিস্তারের জন্য স্পেনে যে গৃহ যুদ্ধ শুরু করে তা ‘স্পেনের গৃহযুদ্ধ’ নামে পরিচিত ।
স্পেনের গৃহযুদ্ধ যে কেবল স্পেনের ভিতরেই সীমাবদ্ধ ছিল তা নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও এর বিশেষ গুরুত্ব ছিল, যেমন—
(ক) হিটলার ও মুসোলিনির শক্তি বৃদ্ধি : ফ্রাঙ্কোর অধিনায়কত্বে স্পেনে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হওয়ার ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে হিটলার-মুসোলিনি জোটের শক্তি ও প্রভাব বৃদ্ধি পায় ।
(খ) ফ্যাসিবাদি শক্তির জয় : স্পেনে গণতান্ত্রিক সরকারের পরাজয়ের মাধ্যমে আদর্শগত দ্বন্দ্বে গণতন্ত্র সাময়িকভাবে পশ্চাদপসরণ করে এবং ফ্যাসিবাদী শক্তি জয়যুক্ত হয় ।
(গ) ব্রিটেন ও ফ্রান্সের রুশভীতি ও ফ্যাসিস্ট তোষণ নীতি গ্রহণ : স্পেনের গৃহযুদ্ধের মধ্য দিয়ে ব্রিটিশ ও ফরাসি সরকারের হিটলার ও মুসোলিনিকে তোষণ করবার নীতি অত্যন্ত ঘৃণ্যভাবে ভাবে প্রকটিত হয় ।
(ঘ) জার্মানির লাভ : স্পেনের গৃহযুদ্ধের ফলে সবচেয়ে লাভবান হয় জার্মানি, কারণ-
(i) স্পেনের গৃহযুদ্ধের ফলে একদিকে যেমন ব্রিটেন, ফ্রান্স ও অন্যান্য গণতান্ত্রিক দেশগুলির রাজনৈতিক ও কূটনৈতিক পরাজয় ঘটে, অন্যদিকে স্পেনে ইতালির ব্যস্ততার সুযোগ নিয়ে হিটলার দক্ষিণ-পূর্ব ইউরোপে জার্মানির প্রভাব বিস্তারের সুযোগ পেয়ে যান ।
(২) স্পেনের গৃহযুদ্ধের মধ্য দিয়ে হিটলার তাঁর স্থল, নৌ ও বিমানবাহিনীর দক্ষতা এবং বিভিন্ন মারণাস্ত্রের ক্ষমতা যাচাই করার সুযোগ পান । সেই অনুসারে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের উপযোগী অস্ত্রশস্ত্র তৈরি করার দিকে মন দেন ।
স্পেনের গৃহযুদ্ধের সমস্ত দিক বিচারবিবেচনা করে একথা বলা যায় যে, এই গৃহযুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি মহড়া (Stage rehearsal of the Second World War) বিশেষ ।
*****