ছোটো প্রশ্ন ও উত্তর : দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমি ও বিস্তার
প্রশ্ন:- ফ্যাসিবাদ কী ?
উত্তর:- 'রাষ্ট্রই সব শক্তির উৎস, রাষ্ট্রকে বাদ দিয়ে ব্যক্তির আলাদা কোনো অস্তিত্ব নেই'—এটাই হল ফ্যাসিবাদের মূল বক্তব্য । ল্যাটিন ভাষা 'ফেসেস' শব্দ থেকে ফ্যাসিস্ট কথাটি এসেছে । ফেসেস কথার অর্থ একগুচ্ছ শলাকা বা ঐক্যবদ্ধ শক্তি ।
প্রশ্ন:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির প্রধান ফ্যাসিস্ট নেতা কে ছিলেন ?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির প্রধান ফ্যাসিস্ট নেতা ছিলেন বেনিটো মুসোলিনি ।
প্রশ্ন:- ইতালিতে ফ্যাসিস্ট দল কে গঠন করেন ?
উত্তর:- ইতালিতে ফ্যাসিস্ট দল গঠন করেন বেনিটো মুসোলিনি ।
প্রশ্ন:- ভাইমার প্রজাতন্ত্র কোথায় গঠিত হয় ?
উত্তর:- জার্মানির রাজধানী বার্লিনের নিকটবর্তী ভাইমার শহরে ভাইমার প্রজাতন্ত্র গঠিত হয় ।
প্রশ্ন:- হিটলার প্রথমে কোন দলে যোগ দিয়েছিলেন ?
উত্তর:- হিটলার প্রথমে জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দিয়েছিলেন ।
প্রশ্ন:- জার্মানির সংসদ ভবনের নাম কী ছিল ?
উত্তর:- জার্মানির সংসদ ভবনের নাম ছিল রাইখস্ট্যাগ ।
প্রশ্ন:- হিটলারের নাৎসী দলের নাম কী ?
উত্তর:- হিটলারের নাৎসী দলের নাম ছিল ন্যাশনাল সোসালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টি বা নাজি পার্টি ।
প্রশ্ন:- হিটলারের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কী ?
উত্তর:- হিটলারের লেখা আত্মজীবনীমূলক গ্রন্থের নাম মেইনক্যাম্প (আমার সংগ্রাম) ।
প্রশ্ন:- কোন নেতা জার্মানিতে ফুয়েরার নামে পরিচিত ছিলেন ?
উত্তর:- অ্যাডলফ হিটলার জার্মানিতে ফুয়েরার নামে পরিচিত ছিলেন ।
প্রশ্ন:- হিটলারের ফ্যাসিবাদী আগ্রাসন নীতির মূল উপকরণ কী ছিল ?
উত্তর:- হিটলারের ফ্যাসিবাদী আগ্রাসন নীতির মূল উপকরণ ছিল জাতিতত্ত্ব এবং ভুখন্ড ।
প্রশ্ন:- জাপান কবে মাঞ্চুরিয়া আক্রমণ করে ?
উত্তর:- ১৯৩১ খ্রিস্টাব্দে জাপান মাঞ্চুরিয়া আক্রমণ করে ।
প্রশ্ন:- জার্মানি কবে জাতিসংঘ ত্যাগ করে ?
উত্তর:- ১৯৩৩ খ্রিস্টাব্দের ১৪ই অক্টোবর জার্মানি জাতিসংঘ ত্যাগ করে ।
প্রশ্ন:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোম-বার্লিন-টোকিও অক্ষ কাকে বলা হত ?
উত্তর:- ইতালি, জার্মানি ও জাপানের মধ্যে হওয়া সামরিক ও কূটনৈতিক শক্তিজোটকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোম-বার্লিন-টোকিও অক্ষ বলা হত ।
প্রশ্ন:- জার্মানি ও ইতালি ছাড়া কোন রাষ্ট্র অক্ষজোটের সদস্য ছিল ?
উত্তর:- জার্মানি ও ইতালি ছাড়া জাপানও অক্ষজোটের সদস্য ছিল ।
প্রশ্ন:- নিরস্ত্রীকরণ সম্মেলন কবে হয়েছিল ?
উত্তর:- ১৯৩৩ খ্রিস্টাব্দে নিরস্ত্রীকরণ সম্মেলন হয়েছিল ।
প্রশ্ন:- কোন খ্রিস্টাব্দে ইতালি ইথিওপিয়া দখল করে ?
উত্তর:- ১৯৩৬ খ্রিস্টাব্দের মে মাসে ইতালি ইথিওপিয়া দখল করে ।
প্রশ্ন:- মিউনিখ চুক্তিকে 'সম্মানজনক শান্তি' কে বলেছিলেন ?
উত্তর:- ব্রিটিশ প্রধানমন্ত্রী মিউনিখ চুক্তিকে 'সম্মানজনক শান্তি' বলেছিলেন ।
প্রশ্ন:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ কী ছিল ?
উত্তর:- জার্মানির পোল্যান্ড আক্রমণ করাই ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রত্যক্ষ কারণ ।
প্রশ্ন:- মিউনিখ চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
উত্তর:- ১৯৩৮ খ্রিস্টাব্দের ২৯শে সেপ্টেম্বর মিউনিখ চুক্তি স্বাক্ষরিত হয় ।
প্রশ্ন:- রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল ?
উত্তর:- ১৯৩৯ খ্রিস্টাব্দের ২৩শে আগস্ট -এর মধ্যরাত্রে রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল ।
প্রশ্ন:- দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয় ?
উত্তর:- ১৯৩৯ খ্রিস্টাব্দের ৩রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ।
প্রশ্ন:- রুশ-জার্মান অনাক্রমণ চুক্তিকে অগ্রাহ্য করে কবে জার্মানি রাশিয়া আক্রমণ করে ?
উত্তর:- ১৯৪১ খ্রিস্টাব্দের ২২শে জুন রুশ-জার্মান অনাক্রমণ চুক্তিকে অগ্রাহ্য করে জার্মানি রাশিয়া আক্রমণ করে ।
প্রশ্ন:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল ।
প্রশ্ন:- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন ফ্রাঙ্কলিন রুজভেল্ট ।
প্রশ্ন:- কোন যুদ্ধে জার্মানি রাশিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয় ?
উত্তর:- স্টালিনগ্রাডের যুদ্ধে জার্মানি রাশিয়ার কাছে চূড়ান্তভাবে পরাজিত হয় ।
প্রশ্ন:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে কবে ইতালি আত্মসমর্পণ করতে বাধ্য হয় ?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ১৯৪৩ খ্রিস্টাব্দে ইতালি আত্মসমর্পণ করতে বাধ্য হয় ।
প্রশ্ন:- কবে জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে ?
উত্তর:- ১৯৪৫ খ্রিস্টাব্দের ৭ই মে জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে ।
প্রশ্ন:- জাপান কবে আত্মসমর্পণ করে ?
উত্তর:- জাপান ১৯৪৫ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে আত্মসমর্পণ করে ।
প্রশ্ন:- সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৯৪৫ খ্রিস্টাব্দের ২৪শে অক্টোবর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় ।
প্রশ্ন:- কোন সম্মেলনে জাতিপুঞ্জ সনদ গৃহিত হয় ?
উত্তর:- সানফ্রান্সিসকো সম্মেলনে জাতিপুঞ্জ সনদ গৃহিত হয় ।
প্রশ্ন:- আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত ?
উত্তর:- নেদার ল্যান্ডের হেগ শহরে আন্তর্জাতিক বিচারালয় অবস্থিত ।
প্রশ্ন:- ইতালিতে ফ্যাসিস্ট দলের নেতার নাম কী ?
উত্তর:- ইতালির ফ্যাসিস্ট দলের নেতার নাম ছিল বেনিটো মুসোলিনি ।
প্রশ্ন:- জার্মানির নাৎসি দলের নেতা কে ছিলেন ?
উত্তর:- জার্মানির নাৎসি দলের প্রধান নেতা ছিলেন অ্যাডলফ হিটলার ।
প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- প্রথম বিশ্ব যুদ্ধের পরবর্তী কালে ১৯১৯ খ্রিস্টাব্দে জাতি সংঘ প্রতিষ্ঠিত হয় ।
প্রশ্ন:- কোন্ ঘটনাকে কেন্দ্র করে এবং কবে দ্বিতীয় বিশ্ব যুদ্ধ শুরু হয় ?
উত্তর :- জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে তার দু’দিন পরে, ১৯৩৯ খ্রিস্টাব্দের ৩রা সেপ্টেম্বর ইংল্যান্ড ও ফ্রান্স তাদের পূর্ব ঘোষণা অনুসারে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এইভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ।
*****
- 8490 views