নাৎসি দলের পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য কী ছিল ?

Submitted by avimanyu pramanik on Wed, 01/12/2022 - 15:38

প্রশ্ন:- নাৎসি দলের পররাষ্ট্র নীতির মূল উদ্দেশ্য কী ছিল ?

জার্মানির নাৎসি দলের পররাষ্ট্রনীতির মূল উদ্দেশ্য —

(ক) ইউরোপ তথা সারা বিশ্বে জার্মানিকে প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠা করা ।

(খ) ভার্সাই সন্ধির অপমান জনক চুক্তিগুলি অমান্য করা ।

(গ) জার্মানির ভৌগোলিক সীমার বাইরে অবস্থিত মধ্য ও পূর্ব ইউরোপের জার্মান ভাষাভাষী অঞ্চলকে জার্মানির অন্তর্ভুক্ত করে একটি বৃহৎ জার্মান রাষ্ট্র গঠন করা ।

(ঘ) ভার্সাই সন্ধিতে বলা জার্মানির নিরস্ত্রীকরণ ব্যবস্থাকে উপেক্ষা করে অস্ত্রসজ্জায় সুসজ্জিত করা ।

*****

Comments

Related Items

উনিশ শতকে দেশীয় শিল্পের অবক্ষয়ের কারণগুলি ব্যাখ্যা কর এবং এই অবক্ষয়ের অর্থনৈতিক ফলাফল কী হয় ?

প্রশ্ন:- উনিশ শতকে দেশীয় শিল্পের অবক্ষয়ের কারণগুলি ব্যাখ্যা কর এবং এই অবক্ষয়ের অর্থনৈতিক ফলাফল কী হয় ?

উনিশ শতকে ইংল্যান্ডের সঙ্গে ভারতের বাণিজ্যের প্রকৃতিতে কী কী পরিবর্তন ঘটে ? এই পরিবর্তনের দুটি কারণ দেখাও । পরিবর্তনের ফলাফল কী হয়ে ছিল ?

প্রশ্ন:- উনিশ শতকে ইংল্যান্ডের সঙ্গে ভারতের বাণিজ্যের প্রকৃতিতে কী কী পরিবর্তন ঘটে ? এই পরিবর্তনের দুটি কারণ দেখাও । পরিবর্তনের ফলাফল কী হয়ে ছিল ?

লর্ড কর্নওয়ালিসের প্রশাসনিক সংস্কারসমূহ উল্লেখ কর ।

প্রশ্ন:- লর্ড কর্ণওয়ালিসের প্রশাসনিক সংস্কারসমূহ উল্লেখ কর ।

লর্ড কর্নওয়ালিসের প্রশাসনিক সংস্কার :

ভারতীয় সিভিল সার্ভিস কী ? ভারতীয় সিভিল সার্ভিসের গুরুত্ব কী ছিল ?

প্রশ্ন:- ভারতীয় সিভিল সার্ভিস কী ? ভারতীয় সিভিল সার্ভিসের গুরুত্ব কী ছিল ?

বাংলার দ্বৈতশাসনের অবসান কোন্‌ সালে ঘটে ? কী কী কারণে ব্রিটিশরা ভারতের শাসনব্যবস্থার দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন ?

প্রশ্ন:- বাংলার দ্বৈতশাসনের অবসান কোন্‌ সালে ঘটে ? কী কী কারণে ব্রিটিশরা ভারতের শাসনব্যবস্থার দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন ?

১৭৭২ খ্রিস্টাব্দে বাংলার দ্বৈতশাসনের অবসান ঘটে ।