ছোটো প্রশ্ন ও উত্তর : বিশ্বযুদ্ধের প্রেক্ষিত ও স্বাধীনতা আন্দোলন
প্রশ্ন:- কবে থেকে জার্মানি ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে ?
উত্তর:- ১৮৭১ খ্রিষ্টাব্দে জার্মানি ফ্রান্সকে পরাস্ত করার পর থেকে জার্মানি ইউরোপের অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে ।
প্রশ্ন:- প্রথম বিশ্বযুদ্ধের সময় ইউরোপের কোন কোন দেশ দুটি পরস্পর-বিরোধী সামরিক শক্তিজোটে বিভক্ত হয়ে যায় ?
উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধের সময় ইউরোপের দুটি পরস্পর-বিরোধী সামরিক শক্তিজোটের একদিকে জার্মানি, অস্ট্রিয়া ও ইতালির মধ্যে গড়ে ওঠা ত্রিশক্তি মৈত্রী জোট এবং অন্যদিকে ছিল ইংল্যান্ড, ফ্রান্স ও রাশিয়ার মধ্যে গড়ে ওঠা ত্রিশক্তি আঁতাত জোট ।
প্রশ্ন:- ১৯১৪ খ্রিস্টাব্দে কোন দেশ সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ?
উত্তর:- ১৯১৪ খ্রিস্টাব্দে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল অস্ট্রিয়া ।
প্রশ্ন:- প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কবে ?
উত্তর:- ১৯১৪ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় ।
প্রশ্ন:- লক্ষ্মৌ চুক্তি কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?
উত্তর:- ১৯১৬ খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লক্ষ্মৌ চুক্তি স্বাক্ষরিত হয় ।
প্রশ্ন:- প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানি কবে যুদ্ধ বিরোধী চুক্তি স্বাক্ষর করে ?
উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত জার্মানি ১৯১৯ খ্রিস্টাব্দের ১১ই নভেম্বর যুদ্ধ বিরোধী চুক্তি স্বাক্ষর করে ।
প্রশ্ন:- কোন চুক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল ?
উত্তর:- ভার্সাই চুক্তির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ নিহিত ছিল ।
প্রশ্ন:- কবে এবং কার সঙ্গে মিত্রপক্ষের ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় ?
উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দে ফ্রান্সের ভার্সাই নগরে জার্মানির সঙ্গে মিত্রপক্ষের ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় ।
প্রশ্ন:- প্রথম বিশ্বযুদ্ধের ফলে কোন চারটি বড়ো সাম্রাজ্যের অবসান ঘটে ?
উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধের ফলে (১) অস্ট্রিয়া-হাঙ্গেরি (২) তুরস্ক (৩) রাশিয়া এবং (৪) জার্মানি —এই চারটি বড়ো সাম্রাজ্যের অবসান ঘটে ।
প্রশ্ন:- প্রথম বিশ্বযুদ্ধের পর সৃষ্টি হওয়া তিনটি নতুন রাষ্ট্রের নাম উল্লেখ করো ?
উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধের পর সৃষ্টি হওয়া তিনটি নতুন রাষ্ট্রের নাম হল — (১) চেকোশ্লোভাকিয়া (২) যুগোশ্লাভিয়া ও (৩) পোল্যান্ড ।
প্রশ্ন:- প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শক্তি রক্ষার জন্য কোন সংস্থার প্রতিষ্ঠা কারা হয় ?
উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শক্তি রক্ষার জন্য জাতিসংঘ (লিগ-অফ-নেশনস) নামক সংস্থার প্রতিষ্ঠা কারা হয় ।
প্রশ্ন:- জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮শে এপ্রিল আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় ।
প্রশ্ন:- রাওলাট আইন কবে প্রবর্তিত হয় ?
উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দের মার্চ মাসে রাওলাট আইন প্রবর্তিত হয় ।
প্রশ্ন:- রাওলাট আইন কী ?
উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দের মার্চ মাসে রাওলাট আইন প্রবর্তিত হয় । এই আইন ছিল একটি দমনমূলক আইন । এই আইনের উদ্দেশ্য ছিল ভারতবর্ষে সমস্ত রকম ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী কার্যকলাপ, বিপ্লবী কার্যকলাপ ও রাজনৈতিক আন্দোলন দমন করা ।
প্রশ্ন:- জালিয়ানওয়ালাবাগ কোন শহরে অবস্থিত ?
উত্তর:- ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর শহরে জালিয়ানওয়ালাবাগ অবস্থিত ।
প্রশ্ন:- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে ঘটে ?
উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দের ১৩ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল ।
প্রশ্ন:- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কে নাইট উপাধি ত্যাগ করেন ?
উত্তর:- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন ।
প্রশ্ন:- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় পাঞ্জাবের শাসনকর্তা কে ছিলেন ?
উত্তর:- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় পাঞ্জাবের শাসনকর্তা ছিলেন লেফটেন্যান্ট গভর্নর জেনারেল ও ডায়ার ।
প্রশ্ন:- এডুইন মন্টেগু কে ছিলেন ?
উত্তর:- এডুইন মন্টেগু ছিলেন ভারত সচিব । তার উদ্যোগে ১৯১৯ খ্রিস্টাব্দের শাসন-সংস্কার আইন বলবৎ হয় ।
প্রশ্ন:- মন্টেগু-চেমসফোর্ড সংস্কার কবে কার্যকর হয় ?
উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে মন্টেগু-চেমসফোর্ড সংস্কার কার্যকর হয় ।
প্রশ্ন:- গান্ধীজির পুরো নাম কী ?
উত্তর:- গান্ধীজির পুরো নাম হল —মোহনদাস করমচাঁদ গান্ধী ।
প্রশ্ন:- গান্ধীজি ভারতের কোন অঞ্চলে প্রথম 'সত্যাগ্রহ' অনুষ্ঠিত করেন ?
উত্তর:- ১৯১৭ খ্রিস্টাব্দে বিহারের চম্পারণ অঞ্চলে গান্ধীজি প্রথম 'সত্যাগ্রহ' অনুষ্ঠিত করেন ।
প্রশ্ন:- ব্রিটিশ সরকার গান্ধিজিকে কী উপাধিতে ভূষিত করেছিলেন ?
উত্তর:- ব্রিটিশ সরকার গান্ধিজিকে কাইজার-ই-হিন্দ উপাধিতে ভূষিত করেছিলেন ।
প্রশ্ন:- খিলাফত আন্দোলনের দু-জন নেতার নাম উল্লেখ করুন ?
উত্তর:- খিলাফত আন্দোলনের দু-জন নেতার নাম হল —মহম্মদ আলি ও সওকত আলি ।
প্রশ্ন:- অসহযোগ আন্দোলন কবে শুরু হয় ?
উত্তর:- ১৯২০ খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে অসহযোগ আন্দোলন শুরু হয় ।
প্রশ্ন:- স্বরাজ দলের দু-জন নেতার নাম কী ?
উত্তর:- স্বরাজ দলের দু-জন নেতার নাম হল — চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহরু ।
প্রশ্ন:- কলকাতা কার্পোরেশনের প্রথম মেয়র কে ছিলেন ?
উত্তর:- কলকাতা কার্পোরেশনের প্রথম মেয়র ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ।
প্রশ্ন:- সাইমন কমিশন কবে নিযুক্ত হয় ?
উত্তর:- ১৯২৭ খ্রিস্টাব্দে সাইমন কমিশন নিযুক্ত হয় ।
প্রশ্ন:- সাইমন কমিশনের প্রতিবেদন কবে পেশ করা হয় ?
উত্তর:- ১৯৩০ খ্রিস্টাব্দের মে মাসে সাইমন কমিশনের প্রতিবেদন পেশ করা হয় ।
প্রশ্ন:- সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে কোন আইন রচিত হয় ?
উত্তর:- সাইমন কমিশনের রিপোর্টের ভিত্তিতে ১৯৩৫ খ্রিস্টাব্দের ভারত-শাসন আইন রচিত হয় ।
প্রশ্ন:- লাহোর কংগ্রেসের সভাপতিত্ব কে করেন ?
উত্তর:- লাহোর কংগ্রেসের সভাপতিত্ব করেন পন্ডিত জওহরলাল নেহরু ।
প্রশ্ন:- খোদা-ই-খিদমৎগার কথাটির অর্থ কী ?
উত্তর:- খোদা-ই-খিদমৎগার কথাটির অর্থ হল ঈশ্বরের সেবক ।
প্রশ্ন:- 'অর্ধনগ্ন ফকির' কাকে বলা হয় ?
উত্তর:- গান্ধিজিকে 'অর্ধনগ্ন ফকির' বলা হয় ।
প্রশ্ন:- গান্ধীজির কাছে চরকা কিসের প্রতীক ছিল ?
উত্তর:- গান্ধীজির কাছে চরকা ছিল 'অর্থনৈতিক আত্মনির্ভরশীলতার' প্রতীক ।
প্রশ্ন:- 'খলিফা শব্দের অর্থ কী ?
উত্তর:- 'খলিফা শব্দের অর্থ হল ধর্মগুরু ।
প্রশ্ন:- খিলাফত আন্দোলন কবে হয়েছিল ?
উত্তর:- ১৯১৮ থেকে ১৯২২ খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন হয়েছিল ।
প্রশ্ন:- খিলাফৎ আন্দোলনের দু-জন নেতার নাম কর ?
উত্তর:- খিলাফত আন্দোলনের দু-জন নেতার নাম হল— মহম্মদ আলি এবং সওকত আলি ।
প্রশ্ন:- হোমরুল কথার অর্থ কী ?
উত্তর:- হোমরুল কথার অর্থ হল স্বায়ত্তশাসন ।
প্রশ্ন:- হোমরুল লীগের দু-জন প্রতিষ্ঠাতার নাম উল্লেখ করুন ?
উত্তর:- হোমরুল লীগের দু-জন প্রতিষ্ঠাতার নাম হল —শ্রীমতী অ্যানি ব্যাসান্ত ও বালগঙ্গাধর তিলক ।
প্রশ্ন:- নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কবে গঠিত হয় ?
উত্তর :- ১৯২০ খ্রিস্টাব্দের ৩১শে অক্টোবর বোম্বাই নগরে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস নামে একটি সর্বভারতীয় কেন্দ্রীয় শ্রমিক সংগঠন গঠিত হয় ।
প্রশ্ন :- নিখিল ভারত ট্রেড ইউনিয়নের প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
উ:- লালা লাজপত রায় নিখিল ভারত ট্রেড ইউনিয়নের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ।
প্রশ্ন:- প্রথম বিশ্বযুদ্ধের পরে ইতালিতে কোন দল রাজনৈতিক ক্ষমতা লাভ করে ?
উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধের পরে মুসোলিনির নেতৃত্বাধীন ফ্যাসিস্ট দল ইতালিতে রাজনৈতিক ক্ষমতা লাভ করে ।
প্রশ্ন :- ‘মিরাট ষড়যন্ত্র মামলা’ কার বিরুদ্ধে কী উদ্দেশ্যে দায়ের করা হয় ?
উত্তর :- ১৯২৯ খ্রিস্টাব্দের ২০শে মার্চ ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ৩৩জন কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করা হয় এবং তাঁদের বিরুদ্ধে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করা হয় ।
প্রশ্ন:- প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট কে ছিলেন ?
উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির সম্রাট ছিলেন কাইজার দ্বিতীয় উইলিয়াম ।
প্রশ্ন:- জাতি সংঘ বা ‘লিগ অফ নেশনস্’ কেন প্রতিষ্ঠি হয় ?
উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি রক্ষার উদ্দেশ্যে ১৯১৯ খ্রিস্টাব্দে জাতিসংঘ বা লিগ অফ নেশনস্ প্রতিষ্ঠা করা হয় ।
*****
- 9023 views