কোন সময়কে গান্ধী যুগ বলা হয় ? অসহযোগ আন্দোলনের মুল লক্ষ্য কী ছিল ?

Submitted by avimanyu pramanik on Tue, 01/11/2022 - 20:59

প্রশ্ন:-  কোন সময়কে গান্ধী যুগ বলা হয় ? অসহযোগ আন্দোলনের মুল লক্ষ্য কী ছিল ?

১৯১৯ খ্রিস্টাব্দ থেকে ১৯৪৭ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে গান্ধী যুগ বলা হয় ।

১৯২০ খ্রিস্টাব্দের আগষ্ট মাসে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের বিশেষ অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয় । গান্ধিজিকে এই আন্দোলন পরিচালনার দায়িত্ব দেওয়া হয় । নিম্নলিখিত উদ্দেশ্যগুলি পূরণের জন্য গান্ধিজি অসহযোগ আন্দোলন শুরু করেন—

(i) ব্রিটিশ সরকারের দমনমূলক আইনগুলি, বিশেষভাবে কুখ্যাত রাওলাট আইনের বিরোধিতা করা ।

(ii) খিলাফৎ সমস্যার যথাযত সমাধানের দাবি জানানো ।

(iii) এক বছরের মধ্যে স্বরাজ অর্জন করা এবং

(iv) জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো ।

সংক্ষেপে বলা যায় যে, সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে সরকারের সঙ্গে অসহযোগিতা করে ভারতের ব্রিটিশ শাসনকে ব্যর্থ করে দেওয়াই ছিল গান্ধিজির ১৯২০ খ্রিস্টাব্দের অসহযোগ আন্দোলনের মূল লক্ষ্য ।

*****

Comments

Related Items

পরিবেশের ইতিহাস (History of Environment)

পরিবেশের ইতিহাস (History of Environment) : যুদ্ধ, নগরায়ণ, শিল্পায়ন প্রভৃতির ফলে বর্তমানকালে বিশ্বের প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য ক্রমে ধ্বংসের দিকে এগিয়ে চলেছে । এই পরিস্থিতিতে সাম্প্রতিককালে মানুষ নিজেদের সুষ্ঠভাবে বেঁচে থাকার তাগিদে পর

শহরের ইতিহাস (History of the City)

শহরের ইতিহাস (History of the City) : প্রাচীনকাল থেকে গ্রামগুলি ধারাবাহিক বিবর্তনের মধ্য দিয়ে শহরে পরিণত হয়েছে । তাই প্রতিটি শহরের বিবর্তনের একটি নির্দিষ্ট ইতিহাস থাকে । বিভিন্ন শহরের এই বিবর্তনের ইতিহাস নিয়ে আজকাল বিভিন্ন গবেষক গবেষনার

স্থানীয় ইতিহাস (Local History)

স্থানীয় ইতিহাস (Local History) : বিগত শতক পর্যন্ত বিভিন্ন দেশের ইতিহাস রচনায় জাতীয় স্তরের ইতিহাসের আলোচনাই শুধু গুরুত্ব পেয়ে এসেছে । স্থানীয় ইতিহাসের চর্চার তেমন সেভাবে প্রসার ঘটেনি । আধুনিককালে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন স্থানের স্থানীয় ইতিহাসের চর্চা শু

স্থাপত্যের ইতিহাস (History of Architecture)

স্থাপত্যের ইতিহাস (History of Architecture) : প্রাচীন কালের গুহায় বসবাসকারী মানুষ যখন থেকে ঘরবাড়ি তৈরি করতে শিখেছে, সেদিন থেকেই স্থাপত্য শিল্পের সূত্রপাত ঘটেছে । আধুনিক ইতিহাস চর্চায় স্থাপত্যের ইতিহাসচর্চা প্রাসঙ্গিক হয়ে উঠেছে । স্থাপত্

বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাস

বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাস : আদিম যুগে মানুষ যখন থেকে চাকার আবিষ্কার করতে শিখেছে এবং পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাতে শিখেছে তখন থেকেই বিবর্তনের পথ বেয়ে বিজ্ঞান, প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যা ধাপে ধাপে উন্নতির শিখরে পৌঁছেছে । সভ্যতার বিকাশে, জা