অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি

Submitted by avimanyu pramanik on Thu, 04/26/2012 - 15:36

বর্তমানে ভারতের রাষ্ট্রীয় কাঠামোয় ভারতে মোট ২৮টি অঙ্গরাজ্য, ৯ টি কেন্দ্র শাসিত অঞ্চল আছে । প্রতিটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি ।

ভারতের বর্তমান রাজ্য সমূহ (২০২১ সাল পর্যন্ত ) :

(১) অন্ধ্রপ্রদেশ,  (২) অরুণাচল প্রদেশ, (৩) আসাম, (৪) বিহার, (৫) ছত্রিশগড়, (৬) গোয়া, (৭) গুজরাট, (৮) হরিয়ানা, (৯) হিমাচল প্রদেশ, (১০) ঝাড়খন্ড, (১১) কর্ণাটক, (১২) কেরালা, (১৩) মধ্যপ্রদেশ, (১৪) মহারাষ্ট্র, (১৫) মণিপুর, (১৬) মেঘালয়, (১৭) মিজোরাম, (১৮) নাগাল্যান্ড, (১৯) ওড়িশা, (২০) পাঞ্জাব, (২১) রাজস্থান, (২২) সিকিম, (২৩) তামিলনাড়ু, (২৪) তেলেঙ্গানা, (২৫) ত্রিপুরা, (২৬) উত্তরপ্রদেশ, (২৭) উত্তরাখণ্ড, (২৮) পশ্চিমবঙ্গ ।

ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ :

(১) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ,  (২) চন্ডিগড়, (৩) দিল্লি, (৪) দাদরা ও নগর হাভেলি, (৫) দমন ও দিউ, (৬) লাক্ষাদ্বীপ, (৭) পন্ডিচেরি, (৮) জম্মু ও কাশ্মীর, (৯) লাদাখ ।

*****

Related Items

'হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় ?

প্রশ্ন : 'হুতোম প্যাঁচার নকশা' গ্রন্থে উনিশ শতকের বাংলার কীরূপ সমাজচিত্র পাওয়া যায় ?

স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল ?

প্রশ্ন : স্বাধীনতার পরে ভাষার ভিত্তিতে ভারত কীভাবে পুনর্গঠিত হয়েছিল ?

দলিত আন্দোলন বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টীকা লেখ ।

প্রশ্ন : দলিত আন্দোলন বিষয়ে গান্ধি-আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টীকা লেখ ।

কারিগরি শিক্ষার বিকাশে 'বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট' -এর কী ভূমিকা ছিল ?

প্রশ্ন : কারিগরি শিক্ষার বিকাশে 'বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট' -এর কী ভূমিকা ছিল ?

ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ কর ।

প্রশ্ন : ছাপা বইয়ের সঙ্গে শিক্ষাবিস্তারের সম্পর্ক বিশ্লেষণ কর ।