অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি

Submitted by avimanyu pramanik on Thu, 04/26/2012 - 15:36

বর্তমানে ভারতের রাষ্ট্রীয় কাঠামোয় ভারতে মোট ২৮টি অঙ্গরাজ্য, ৯ টি কেন্দ্র শাসিত অঞ্চল আছে । প্রতিটি অঙ্গরাজ্যের রাজ্যপালকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি ।

ভারতের বর্তমান রাজ্য সমূহ (২০২১ সাল পর্যন্ত ) :

(১) অন্ধ্রপ্রদেশ,  (২) অরুণাচল প্রদেশ, (৩) আসাম, (৪) বিহার, (৫) ছত্রিশগড়, (৬) গোয়া, (৭) গুজরাট, (৮) হরিয়ানা, (৯) হিমাচল প্রদেশ, (১০) ঝাড়খন্ড, (১১) কর্ণাটক, (১২) কেরালা, (১৩) মধ্যপ্রদেশ, (১৪) মহারাষ্ট্র, (১৫) মণিপুর, (১৬) মেঘালয়, (১৭) মিজোরাম, (১৮) নাগাল্যান্ড, (১৯) ওড়িশা, (২০) পাঞ্জাব, (২১) রাজস্থান, (২২) সিকিম, (২৩) তামিলনাড়ু, (২৪) তেলেঙ্গানা, (২৫) ত্রিপুরা, (২৬) উত্তরপ্রদেশ, (২৭) উত্তরাখণ্ড, (২৮) পশ্চিমবঙ্গ ।

ভারতের বর্তমান কেন্দ্রশাসিত অঞ্চল সমূহ :

(১) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ,  (২) চন্ডিগড়, (৩) দিল্লি, (৪) দাদরা ও নগর হাভেলি, (৫) দমন ও দিউ, (৬) লাক্ষাদ্বীপ, (৭) পন্ডিচেরি, (৮) জম্মু ও কাশ্মীর, (৯) লাদাখ ।

*****

Related Items

বাংলার দ্বৈতশাসনের অবসান কোন্‌ সালে ঘটে ? কী কী কারণে ব্রিটিশরা ভারতের শাসনব্যবস্থার দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন ?

প্রশ্ন:- বাংলার দ্বৈতশাসনের অবসান কোন্‌ সালে ঘটে ? কী কী কারণে ব্রিটিশরা ভারতের শাসনব্যবস্থার দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন ?

১৭৭২ খ্রিস্টাব্দে বাংলার দ্বৈতশাসনের অবসান ঘটে ।

আইনের শাসন (Rule of law) কী ?

প্রশ্ন : আইনের শাসন (Rule of law) কী ?

পিটস আইন কী ? চার্টার সনদ আইন বলতে কী বোঝায় ?

প্রশ্ন:- পিটস আইন কী ? চার্টার সনদ আইন বলতে কী বোঝায় ?

ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে মারাঠা শক্তির পতনের গুরুত্ব কী ছিল ? কীভাবে মারাঠারা ইংরেজদের পদানত হয় সংক্ষেপে তার বর্ণনা দাও ।

প্রশ্ন:-  ভারতে ব্রিটিশ সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে মারাঠা শক্তির পতনের গুরুত্ব কী ছিল ? কীভাবে মারাঠারা ইংরেজদের পদানত হয় সংক্ষেপে তার বর্ণনা দাও ।

‘স্বত্ববিলোপ নীতি’ কে প্রবর্তন করেন ? এই নীতির মূলকথা কী ছিল ? এই নীতি প্রয়োগ করে সর্বপ্রথম এবং কোন কোন দেশীয় রাজ্যকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় ?

প্রশ্ন:-  ‘স্বত্ববিলোপ নীতি’ কে প্রবর্তন করেন ? এই নীতির মূলকথা কী ছিল ? এই নীতি প্রয়োগ করে সর্বপ্রথম এবং কোন কোন দেশীয় রাজ্যকে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করা হয় ?