মৌসুমি বায়ু পৃথিবীর কোন কোন অঞ্চলে প্রবাহিত হয় এবং স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য কী ?

Submitted by avimanyu pramanik on Fri, 12/31/2021 - 20:55

প্রশ্ন : মৌসুমি বায়ু পৃথিবীর কোন কোন অঞ্চলে প্রবাহিত হয় ? স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য কী ?

প্রধানত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে যেমন ভারত, বাংলাদেশ, চিন, জাপান, উত্তর শ্রীলঙ্কা, কোরিয়া, ইন্দোচিন, থাইল্যান্ড, প্রভৃতি দেশে মৌসুমি বায়ু প্রবাহিত হয় । এছাড়া উত্তর আফ্রিকা, উত্তর আমেরিকার মেক্সিকো, উত্তর অস্ট্রেলিয়া প্রভৃতি অঞ্চলেও মৌসুমি বায়ুর প্রভাব দেখা যায় ।
স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য :

স্থলবায়ু

সমুদ্রবায়ু

(১) স্থলবায়ু স্থলভাগ থেকে সমুদ্র, হ্রদ অথবা বিস্তৃত জলভাগের দিকে প্রবাহিত হয় ।

(১) সমুদ্রবায়ু সমুদ্র, হ্রদ বা বিস্তৃত জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় ।

(২) স্থলবায়ু সাধারণত সন্ধ্যার মধ্যে সবচেয়ে বেশি বেগে প্রবাহিত হয় ।

(২) সমুদ্রবায়ু সাধারণত দিনের বেলায় প্রবাহিত হয় ।

(৩) স্থলবায়ু মধ্যরাত্রি থেকে ভোররাত্রির মধ্যে সবচেয়ে বেশি বেগে প্রবাহিত হয় ।

(৩) সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় সবচেয়ে বেশি বেগে প্রবাহিত হয় ।


*****

Comments

Related Items

প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের স্রোতের সাদৃশ্য বর্ণনা কর ।

প্রশ্ন : প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের স্রোতের সাদৃশ্য বর্ণনা কর ।

দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বিভিন্ন স্রোতের বর্ণনা দাও ।

প্রশ্ন : দক্ষিণ আটলান্টিক মহাসাগরের বিভিন্ন স্রোতের বর্ণনা দাও

উত্তর প্রশান্ত মহাসাগরের প্রধান স্রোতসমূহের পরিচয় দাও ।

প্রশ্ন : উত্তর প্রশান্ত মহাসাগরের প্রধান স্রোতসমূহের পরিচয় দাও

বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কী বোঝায় ?

প্রশ্ন : বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কী বোঝায় ?

নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত বেশি হওয়ার কারণ কী ?

প্রশ্ন : নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত বেশি হওয়ার কারণ কী ?

(১) নিরক্ষরেখার উভয় পাশে ৫ - ১০ উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে সূর্য প্রায় সারা বছর ধরে লম্বভাবে প্রখর কিরণ দেয় ।