Submitted by avimanyu pramanik on Tue, 01/04/2022 - 10:13

প্রশ্ন : উপসাগরীয় স্রোত কী ?

আটলান্টিক মহাসাগরের মাঝখানে উত্তর ও দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মিলিত জলরাশি মেক্সিকো উপসাগরে প্রবেশ করে তার জলের পরিমাণ বাড়ায় । মেক্সিকো উপসাগর থেকে প্রচুর জলরাশি নিয়ে বেরোবার সময় এই স্রোত সংকীর্ণ ফ্লোরিডা প্রণালীতে প্রবাহিত হয়ে যে উষ্ণ স্রোতের সৃষ্টি করে সেই স্রোতই বিখ্যাত 'উপসাগরীয় স্রোত' নামে পরিচিত । এই স্রোত সংকীর্ণ ফ্লোরিডা প্রণালী দিয়ে ঘন্টায় ৮ কিমি বেগে প্রবাহিত হয় । পৃথিবীর অন্যতম প্রবল সমুদ্রস্রোত, উপসাগরীয় স্রোতের রং গাঢ় নীল, প্রকৃতিতে বেশ উষ্ণ (উষ্ণতা ২৭.০২° সেলসিয়াস), বিস্তার ৬৪ কিলোমিটার ও গভীরতা ৯১৪ মিটার ।

উপসাগরীয় স্রোতের উত্তর শাখা উত্তর আটলান্টিক স্রোত নামে উত্তর-পূর্ব দিকে প্রবাহিত হয় এবং দক্ষিণ শাখাটি পোর্তুগালের উপকূলে বাধা পেয়ে ক্যানারি স্রোত নামে উত্তর নিরক্ষীয় স্রোতের সঙ্গে মেশে । উপসসাগরীয় স্রোত এবং উত্তর স্রোতের মিলিত প্রবাহের উত্তর শাখা ইরমিঙ্গার স্রোত নামে উত্তরে প্রবাহিত শীতল লাব্রাডর স্রোতের সঙ্গে মিলিত হয় ।

*****

Comments

Related Items

স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার উৎপত্তি পরস্পর সংযুক্ত কেন ?

প্রশ্ন:- স্তূপ পর্বত ও গ্রস্ত উপত্যকার উৎপত্তি পরস্পর সংযুক্ত কেন ?

উদাহরণ সহ স্তূপ পর্বতের বৈশিষ্ট্য আলোচনা কর ।

প্রশ্ন:- উদাহরণ সহ স্তূপ পর্বতের বৈশিষ্ট্য আলোচনা কর ।

উত্তর : স্তূপ পর্বতের প্রধান বৈশিষ্ট্যগুলি হল—

১) স্তূপ পর্বতের [Block Mountain] মাথা কিছুটা চ্যাপ্টা হয়;

২) এই পর্বতের ঢাল বেশ খাড়া হয়;

ভঙ্গিল পর্বতের (Fold Mountain) বৈশিষ্ট্য কী কী ?

প্রশ্ন:- ভঙ্গিল পর্বতের [Fold Mountain] বৈশিষ্ট্য কী কী ?

উত্তর:  ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্যগুলি হল—

ভঙ্গিল পর্বতের উৎপত্তির পাতসঞ্চালন তত্ত্ব ব্যাখ্যা কর

প্রশ্ন:- ভঙ্গিল পর্বতের (Fold Mountain) উৎপত্তির পাতসঞ্চালন তত্ত্ব ব্যাখ্যা করো ।

ভঙ্গিল পর্বতের উৎপত্তির মহীখাত তত্ত্ব ব্যাখ্যা কর

প্রশ্ন:- ভঙ্গিল পর্বতের (Fold Mountain) উৎপত্তির মহীখাত তত্ত্ব বা জিওসিনক্লাইন থিয়োরি (Geosyncline Theory) ব্যাখ্যা করো ।