গিনিপিগের দ্বি-সংকর জননের পরীক্ষা (Dihybrid cross in Guineapig)
মেন্ডেলের দ্বি-সংকর জনন প্রক্রিয়াটি প্রাণীদেহেও ঘটানো যেতে পারে । একটি বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত কালো (রঙ) ও অমসৃণ (রোম) গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ প্রলক্ষণযুক্ত সাদা (রঙ) ও মসৃণ (রোম) গিনিপিগের (P জনু) সংকরায়ণ ঘটালে প্রথম অপত্য (F1) জনুতে সব কালো ও অমসৃণ গিনিপিগ সৃষ্টি হবে; কারণ কালো এবং অমসৃণ প্রকট গুণসম্পন্ন । F1 জনুর দু'টি গিনিপিগের মধ্যে আবার সংকরায়ণ ঘটালে দ্বিতীয় অপত্য জনু বা F2 জনুতে 9 ভাগ কালো ও অমসৃণ, 3 ভাগ কালো ও মসৃণ, 3 ভাগ সাদা ও অমসৃণ এবং 1 ভাগ সাদা ও মসৃণ গিনিপিগের সৃষ্টি হবে ।
কালো রং -এর জন্য B এবং অমসৃণের জন্য R ধরা হলে কালো ও অমসৃণ গিনিপিগের জিনোটাইপ হবে BBRR; একই ভাবে সাদা রং -এর জন্য b এবং মসৃণের জন্য r ধরা হলে সাদা ও মসৃণ গিনিপিগের জিনোটাইপ হবে bbrr (P জনু) । উভয় গিনিপিগের সংকরায়ণ ঘটানোর ফলে F1 জনুতে যে সংকর কালো ও অমসৃণ গিনিপিগ সৃষ্টি হয়েছিল তাদের জিনোটাইপ ছিল BbRr । F1 জনুর গিনিপিগগুলো হেটেরোজাইগাস এবং এদের থেকে চার রকমের করে গ্যামেট সৃষ্টি হয় । এই গ্যামেটগুলি হ'ল —BR, Br, bR এবং br । F1 জনুতে উদ্ভুত চার রকমের পুং ও স্ত্রী-গ্যামেটের মিলনের ফলে 16 রকমের গিনিপিগ সৃষ্টি হবে ।
দ্বিতীয় অপত্য জনুর (F2) ফিনোটাইপগত অনুপাত:-
দ্বিতীয় অপত্য জনুর (F2) ফিনোটাইপগত অনুপাত হল কালো অমসৃণ : কালো মসৃণ : সাদা অমসৃণ : সাদা মসৃণ = 9 : 3 : 3 : 1
দ্বিতীয় অপত্য জনুর (F2) জিনোটাইপগত অনুপাত:-
দ্বিতীয় অপত্য জনুর (F2) জিনোটাইপগত অনুপাত হল BBRR : BBRr : BbRR : BbRr : BBrr : Bbrr : bbRR :bbRr : bbrr = 1 : 2 : 2 : 4 : 1 : 2 : 1 : 2 : 1
জনু | সংখ্যা | ফিনোটাইপ | জিনোটাইপ |
জিনোটাইপগত অনুপাত |
ফিনোটাইপগত অনুপাত |
F2 | 1. | কালো, অমসৃণ |
BBRR BBRr BbRR BbRr |
1 2 2 4 |
9 |
2. | কালো, মসৃণ |
BBrr Bbrr |
1 2 |
3 | |
3. | সাদা, অমসৃণ |
bbRR bbRr |
1 2 |
3 | |
4 | সাদা, মসৃণ | bbrr | 1 | 1 |
*****
- 13273 views