অযৌন জনন

Submitted by arpita pramanik on Sat, 12/15/2012 - 10:19

অযৌন জনন (Asexual Reproduction)

সংজ্ঞা:-  যে পদ্ধতিতে কোনো কোনো পুর্নাঙ্গ জীব, নিজের দেহাংশ থেকে সমপ্রকৃতি সম্পন্ন অপত্য জীবের সৃষ্টি করে, তাকে অযৌন জনন বলে । অর্থাৎ যে জনন প্রক্রিয়ায় গ্যামোট উত্পাদন ছাড়াই সরাসরি কোশবিভাজনের মাধ্যমে অথবা 'স্পোর' বা রেণুর সাহায্যে সদৃশ অপত্য জীব সৃষ্টি হয়, তাকে অযৌন জনন বলে । অযৌন জনন প্রক্রিয়ায় জনন কোশের মিলন ঘটে না ।

উদাহরণ:- অ্যামিবা, ব্যাকটিরিয়া, মিউকর প্রভৃতি জীবেরা অযৌন জনন প্রক্রিয়ায় বংশ বিস্তার করে ।

অযৌন জননের প্রকারভেদ ও উদাহরণ (Types and examples of asexual Reproduction)

জীবদেহে পাঁচটি পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন হতে দেখা যায়, যেমন: [i] বিভাজন,  [ii] কোরকোদগম,  [iii] গেমিউল গঠন,   [iv] পুনরুত্পাদন  এবং [v] রেণু উত্পাদন

[i] বিভাজন [Fission]:- বেশির ভাগ এককোশী প্রাণী বিভাজন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে । এই পদ্ধতিতে মাতৃ-কোশের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সম্পূর্ণভাবে বিভাজিত হয়ে দুই বা ততোধিক অপত্য কোশ সৃষ্টি করে ।

উদাহরণ:-  এককোশী প্রাণী অ্যামিবা, প্যারামিসিয়াম, ইউগ্লিনা ইত্যাদির ক্ষেত্রে এই রকম বিভাজন দেখা যায় ।

 

[ii] কোরকোদগম [Budding]:- এক্ষেত্রে প্রথমে দেহের কোনো একটি স্থানে একটি উপবৃদ্ধি দেখা যায়, যাকে কোরক বা বাড [bud] বলে ।  কোরক মাতৃদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে বৃদ্ধি পায় । কোরকটি পরিণত হলে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন প্রাণীরূপে বসবাস করে ।

উদাহরণ:- হাইড্রা, এবং কয়েক রকম টিউনিকেটের [tunicates] ক্ষেত্রে কোরকোদগম পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন হয় ।

[iii] গেমিউল গঠন [ Gemmule formation]:-  মিঠে জলে বসবাসকারী স্পঞ্জের দেহে গেমিউল গঠিত হয় । গেমিউল পরে মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন প্রাণীদেহ সৃষ্টি করে ।

[iv] পুনরুত্পাদন [Regeneration]:-  স্পাইরোগাইরা নামক শৈবালে এবং স্পঞ্জ, চ্যাপ্টা কৃমি ও একনালিদেহী প্রাণীদের পুনরুত্পাদন বা রিজেনারেশন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন হয় ।

[v] রেণু উত্পাদন [Spore formation or Sporulation]:-  বেশিরভাগ অপুষ্পক উদ্ভিদের অযৌন জনন রেণু উত্পাদনের দ্বারা সম্পন্ন হয় । উদ্ভিদদেহের থলির মতো আকৃতির যে অঙ্গের মধ্যে রেণু গঠিত হয়, তাকে রেণুস্থলী বা স্পোরাঞ্জিয়াম [sporangium] বলে । রেণু চলমান হলে (সিলিয়া বা ফ্লাজেলবিশিষ্ট রেণু চলমান হয়) তাকে চলরেণু অর্থাৎ জুস্পোর [zoospore] বলে, যেমন : ইউলোথিক্স -এর চলরেণু । রেণু নিশ্চল অর্থাৎ চলমান না হলে তাকে অচলরেণু অথবা অ্যাপ্লানোস্পোর [aplanospore],  স্পোরাঞ্জিওস্পোর [sporangiospores] প্রভৃতি বলে । মিউকর, পেনিসিলিয়াম ইত্যাদি ছত্রাকের রেণু অচলরেণু । রেণুস্থলী থেকে পরিণত রেণু নির্গত হয়ে বাতাসের সাহায্যে ছড়িয়ে পড়ে এবং অনুকূল পরিবেশে প্রতিটি রেণু অঙ্কুরিত হয়ে নতুন উদ্ভিদ-দেহ সৃষ্টি করে ।

অযৌন জননের গুরুত্ব (Importance of asexual Reproduction)

অযৌন জননের প্রধান সুবিধা হল এই যে,

[i] এই রকম জননে কম সময়ে বেশি সংখ্যায় জীব সৃষ্টি হয় ।

[ii] এই রকম জননে জনিতৃ জীব ও অপত্য জীব সমবৈশিষ্ট্যসম্পন্ন হয় ।

কিন্তু অযৌন জননের প্রধান অসুবিধা হল এই যে, এই জননে উত্পন্ন জীবগুলির মধ্যে ভেদ [variation] দেখা না দেওয়ায়, পরিবেশের কোনোরকম বিরাট পরিবর্তন ঘটলে এরা সহজেই অবলুপ্ত হয়ে যেতে পারে ।

অঙ্গজ জনন ও অযৌন জননের পার্থক্য

বৈশিষ্ট্য অঙ্গজ জনন অযৌন জনন
১. জনন কোথায় দেখা যায় এই রকম জনন সাধারণত উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় । এই রকম জনন উদ্ভিদ ও প্রাণী উভয় ক্ষেত্রেই দেখা যায় ।
২. জনন পদ্ধতি এই রকম জননে উদ্ভিদ দেহের কোনও অংশ বিচ্ছিন্ন হয়ে অপত্য উদ্ভিদ সৃষ্টি করে । এই রকম জননে দেহের নির্দিষ্ট অঙ্গে উত্পন্ন অযৌন জননের এককের (অর্থাৎ 'স্পোর' বা রেণুর) সাহায্যে অপত্য জীব সৃষ্টি হয় ।
৩. স্পোর বা রেণুর ভূমিকা অঙ্গজ জনন প্রধানত কোশ বিভাজনের মাধ্যমেই ঘটে । এখানে স্পোর বা রেণুর কোনও ভূমিকা নেই । প্রধানত স্পোর বা রেণুর নামে অযৌন জননের এককের দ্বারাই এই রকম জনন ঘটে ।
৪. মাইটোসিস / মিয়োসিস কোশ বিভাজন অঙ্গজ জননে প্রধানত মাইটোসিস কোশ বিভাজন লক্ষ করা যায় । অযৌন জননে মাইটোসিস ও মিয়োসিস উভয় রকম কোশ বিভাজনই লক্ষ করা যায় ।

 ৫. জনুক্রম

জনুক্রম দেখা যায় না ।

কখনও কখনও জনুক্রম দেখা যায় ।

*****

Related Items

ভাইরাস ও ভাইরাসের বৈশিষ্ঠ্য

ভাইরাস কথার শব্দতত্ত্বগত অর্থ বিষ। 1796 খ্রিস্টাব্দে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার সর্বপ্রথম ভাইরাস আক্রান্ত বসন্ত রোগের কথা উল্লেখ করেন । 1936 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ব্যাডেন এবং পিরী পরীক্ষা করে দেখান যে, ভাইরাসে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন আছে এবং ভাইরাসগুলো নিউক্লিও ...

মাছ ও পায়রার অভিযোজন বৈশিষ্ট্যের পার্থক্য

মাছ জলচর প্রাণী। পায়রা খেচর প্রাণী। মাছের দেহ আঁশ অথবা পিচ্ছিল মিউকাস দিয়ে আবৃত । পায়রার দেহ পালক দ্বারা আবৃত । মাছের গমন অঙ্গ হল পাখনা । পায়রার গমন অঙ্গ হল একজোড়া ডানা এবং একজোড়া পা। মাছের মেরুদন্ডের দু'পাশে মায়োটোম পেশি থাকে, যা মেরুদন্ডকে ...

পায়রার অভিযোজন

পায়রা খেচর প্রাণী । আকাশে ওড়ার জন্য পায়রার নিম্নলিখিত অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি লক্ষ করা যায় । পায়রার উড্ডয়নে সাহায্যকারী অভিযোজনগত বৈশিষ্ট্য দেহের তাপ সংরক্ষণে সাহায্য করে । দেহের আপেক্ষিক গুরুত্ব হ্রাস করে । পায়রার পালকগুলি বার্ব, বার্বিউল ও ...

রুই মাছের অভিযোজন

রুই মাছ মুখ্য জলজ প্রাণী । জলে বসবাস করার জন্য এদের দেহে নিম্নলিখিত অভিযোজনগুলি দেখা যায় । রুই মাছের দেহ বেম বা মাকুর মতো । দেহ দু'পাশ থেকে চ্যাপ্টা এবং দেহ থেকে কোনো প্রবর্ধক বেরিয়ে থাকে না । জলে সাঁতার কাটার সময় জলের গতি রোধ করার জন্য দেহের গঠন ...

সুন্দরী বা সুঁদরী গাছের অভিযোজন

সুন্দরী এক রকমের লবণাম্বু উদ্ভিদ । এরা সমুদ্র উপকূলবর্তী এলাকার কর্দমাক্ত ও লবণাক্ত মাটিতে জন্মায় । এর অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি হল - মাটি লবণাক্ত থাকায় মূল মাটির গভীরে প্রবেশ করে না, মূল মাটির অল্প নীচে বিস্তৃত থাকে । মাটি কর্দমাক্ত ও রন্ধ্রবিহীন ...