সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - পুষ্টি (Nutrition)

Submitted by arpita pramanik on Wed, 02/08/2012 - 10:21

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর - পুষ্টি (Nutrition) 

1.  পুষ্টি (nutrition) উপচিতি ধরণের বিপাক (Metabolic metabolism) ।

2.  জীবদেহে শক্তির উৎস হল খাদ্য

3.  ভিটামিন ও খনিজ লবণ হল খাদ্য উপাদন এরা শক্তি সরবরাহ করে না  ।

4.  যেসব উপাদন পুষ্টিতে অংশ নেয় তাদের পরিপোষক বলে  ।

5.  শর্করা জাতীয় খাদ্যের উৎস হল ভাত, আটা, আলু, চিনি, গুড় ইত্যাদি ।

6.  প্রোটিন জাতীয় খাদ্যের উদাহরণ হল মাছ, মাংস, ডিম, ছানা, সয়াবিন ইত্যাদি ।

7.  কার্বোহাইড্রেটকে প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে ।

8.  শর্করা উদ্ভিদে স্টার্চ বা শ্বেতসার হিসাবে এবং প্রাণীদেহে গ্লাইকোজেন হিসাবে সঞ্চিত থাকে ।

9.  ফ্যাট জাতীয় খাদ্যের উৎস হল তেল, ঘি, মাখন, চর্বি ইত্যাদি ।

10.  কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের মৌলিক উপাদনগুলি হল কার্বন (C) , হাইড্রোজেন (H), ও অক্সিজেন (O)

11.  কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যে হাইড্রোজেন (H), ও অক্সিজেনের অনুপাত 2 : 1

12.  কার্বন (C), হাইড্রোজেন (H), ও অক্সিজেন (O) দ্বারা গঠিত ফ্যাট জাতীয় খাদ্যে হাইড্রোজেন ও অক্সিজেন 2 : 1 অনুপাতে থাকে না ।

13. এক গ্রাম প্রোটিনের দহনের ফলে 4.2 K.Cal তাপশক্তি উৎপন্ন হয় ।

14.  একটি স্নেহভঙ্গক উৎসেচকের নাম হল লাইপেজ

15. ফ্যাট জাতীয় খাদ্যে তাপমূল্য সবচেয়ে বেশি  ।

16.  শ্বেতসার বা স্টার্চ সমৃদ্ধ কয়েকটি খাদ্য বস্তুর উদাহরণ হল আলু, চল, আটা প্রভৃতি ।

17.  পাঁঠার যকৃত শর্করা জাতীয় খাদ্যের একটি প্রাণীজ উৎস, এতে গ্লাইকোজেন নামক বহু শর্করা থাকে ।

18.  যকৃতে গ্লাইকোজেন নামক বহু শর্করা জাতীয় কার্বোহাইড্রেট সঞ্চিত হয় ।

19.  ফ্যাট বা স্নেহজাতীয় খাদ্যের তাপমূল্য 9.3 K.Cal  ।

20.  কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের তাপমূল্য 4.1 K.Cal  ।

21.  প্রোটিন জাতীয় খাদ্যের তাপমূল্য 4.2 K.Cal

22.  দুটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম হল লাইসিন ও লিউসিন

23. দুধে যে শর্করা পাওয়া যায় তার নাম ল্যাকটোজ  ।

24.  প্রাণীদেহে নাইট্রোজেনের চাহিদা পূরণে সাহায্য করে প্রোটিন জাতীয় খাদ্য

25.  প্রোটিন জাতীয় খাদ্যের অন্তঃজাত পদার্থের নাম অ্যামাইনো অ্যাসিড । বা প্রোটিন পরিপাকশেষে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয় । বা প্রোটিনের ক্ষুদ্রতম এককের নাম অ্যামাইনো অ্যাসিড

26. শর্করার সরল রূপ হল মনোস্যাকারাইড (গ্লুকোজ, ফ্রুক্টোজ ও গ্যালাকটোজ)  ।

27. ফ্যাটের সরল রূপ হল ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল । বা চর্বি পরিপাকের পর  ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল এ পরিণত হয় ।

*****

Related Items

অধ্যায় ভিত্তিক প্রশ্নোত্তর : সালোকসংশ্লেষ

সালোকসংশ্লেষ বিষয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হলো । আরও নতুন প্রশ্ন সংযোজিত হতে থাকবে । বিভিন্ন বোর্ডের পরীক্ষা ও কম্পেটেটিভে এক্সাম এ এসেছে এমন প্রশ্ন গুলি তুলে ধরা হল ...

পরিবেশ, বাস্তুতন্ত্র ও সংরক্ষণ

কোনো জীবের পারিপার্শ্বিক ভৌত ও রাসায়নিক অবস্থা এবং সজীব উপাদানকে সামগ্রিক ভাবে পরিবেশ বলে। বায়ুর উপাদান, জৈব ভূ-রাসায়নিক চক্র, পরিবেশে মৌল উপাদানের ঘাটতি ঘটে, জৈব ভূ-রাসায়নিক চক্রের প্রকারভেদ, অক্সিজেন চক্রের তাৎপর্য, নাইট্রোজেনের তাৎপর্য

চলন ও গমন

বাহ্যিক উদ্দীপকের উপস্থিতিতে বা অনুপুস্থিতিতে জৈবিক প্রয়োজনের অভ্যন্তরীণ তাগিদে কোনও নির্দিষ্ট জায়গায় স্থির থেকে জীবের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনকে চলন বলে। বাহ্যিক উদ্দীপকের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জৈবিক প্রয়োজনের অভ্যন্তরীণ তাগিদে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের ...

পুষ্টি, বিপাক ও পরিপাক

বিষয়ের আলোচনা - পুষ্টি, উদ্ভিদ ও প্রাণীর পুষ্টির পর্যায়ক্রম, উদ্ভিদ পুষ্টির পর্যায়, প্রাণীর পুষ্টির পর্যায়, পুষ্টির প্রয়োজনীয়তা, খাদ্যের পরিপাক পদ্ধতি,পাঁচটি অধাতব মৌল উপাদানের নাম ও তাদের উৎস -কার্বন (C), হাইড্রোজেন(H), অক্সিজেন(O), সালফার(S), ফসফরাস(P) ...

সালোকসংশ্লেষ ও শ্বসন

যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত কোষে আলোর উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল ও গৃহিত কার্বন ডাই-অক্সাইডের আলোক রাসায়নিক ও জৈব রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা (গ্লুকোজ) সংশ্লেষিত হয় ও উৎপন্ন খাদ্যে সৌরশক্তি স্থিতিশক্তি রূপে আবদ্ধ হয় ...