কেঁচোর গমন

Submitted by arpita pramanik on Thu, 05/23/2013 - 20:54

কেঁচোর গমন (Locomotion of Earthworm) :

 

Locomotion of Earthwormপ্রাণীর নাম – কেঁচো

গমন অঙ্গের নাম – সিটি

গমনে সাহায্যকারী পেশীর নাম – অনুদৈর্ঘ্য, বৃত্তাকার পেশী ।

গমন পদ্ধতির নাম – ক্রিপিং

গমন পদ্ধতি

১৷ কেঁচোর দেহ খণ্ডতলের অঙ্গীয় তলে অবস্থিত আণুবীক্ষণিক এক আয়তন কণ্টক সদৃশ্য অঙ্গ হল সিটি ।

২৷ সিটির এক প্রান্ত দেহ অভ্যন্তরস্ত থলির মধ্যে থাকে ।

৩৷ গমন পদ্ধতির সময় কেঁচোর সামনের দিকের কয়েকটি দেহ খণ্ডকে বৃত্তাকার পেশীর সংকোচন ঘটে ।

৪৷ এর ফলে দেহের সামনের দিকের অংশটি সরু ও লম্বা হয় । এই সংকোচন প্রবাহক্রমে কেঁচোর দেহের পশ্চাৎ ভাগে প্রবাহিত হয় । 

৫৷ এই অবস্থায় কেঁচোর দেহের প্রসারিত অগ্রভাগ গমন ক্ষেত্রে সিটির সাহায্যে দৃঢ় ভাবে সুদৃঢ় লগ্ন হয় ।

৬৷ এর পর অনুদৈর্ঘ্য পেশীর সংকোচনের ফলে সম্মুখভাগের খণ্ড গুলি পুনরায় স্থুল ও ছোটো হতে থাকে ।

৭৷ এই ভাবে সিটি, অনুদৈর্ঘ্য পেশী ও বৃত্তাকার পেশীর সম্মিলিত ক্রিয়ায় কেঁচোর গমন সংগঠিত হয় ।

কেঁচো মিনিটে প্রায় 25 cm পথ অতিক্রম করতে পারে ।

*****

Related Items

জীবদেহে জলের প্রয়োজনীয়তা

জীবদেহে জলের প্রয়োজনীয়তা, উদ্ভিদ দেহে জলের প্রয়োজনীয়তা, প্রাণীদেহে জলের প্রয়োজনীয়তা, জীবন ধারনের জন্য জল একান্ত প্রয়োজন। জীবদেহের ওজনের 60%-90% জলের প্রয়োজন। জল খাদ্য নয় কেন? জলের কোন তাপন মূল্য নেই বলে জলকে খাদ্য বলা হয় না।

ভিটামিনের কাজ ও গুরুত্ব

যে বিশেষ জৈব পরিপোষক সাধারণ খাদ্য অতি অল্প পরিমানে থেকে দেহের স্বাভাবিক পুষ্টি ও বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধে শক্তি বৃদ্ধি করে, তাকে ভিটামিন বলে। ভিটামিনের বৈশিষ্ট্য, ভিটামিনের প্রয়োজনীয়তা, নিম্নলিখিত রোগ গুলি কোন ভিটামিনের অভাবে হয়।...

ফ্যাটের কাজ ও গুরুত্ব

যে জৈব যৌগ কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত এবং যার মধ্যে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে থাকে না, তাদের ফ্যাট জাতীয় খাদ্য বলে। ফ্যাটের বৈশিষ্ট্য, ফ্যাটের উৎস, ফ্যাটের গুরুত্ব, অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, লিনোলেয়িক অ্যাসিড।...

প্রোটিনের কাজ ও গুরুত্ব

প্রোটিন, প্রোটিনের উৎস, প্রোটিনের কাজ ও গুরুত্ব, প্রোটিনের শ্রেণীবিভাগ, অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনের অভাবজনিত রোগ, প্রোটিনের উৎস- বিভিন্ন ধরনের ডাল, সয়াবিন, বীন, গম ইত্যাদি মাছ, মাংস, দুধ, ডিমের সাদা অংশ, ছানা ইত্যাদি ...

মানব দেহে কার্বোহাইড্রেটের কাজ ও গুরুত্ব

কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের সমন্বয়ে গঠিত যে জৈব যৌগে হাইড্রোজেন ও অক্সিজেন 2:1 অনুপাতে থাকে তাকে কার্বোহাইড্রেট বলে। কার্বোহাইড্রেটের বৈশিষ্ট্য, কার্বোহাইড্রেটের শ্রেণীবিভাগ, কার্বোহাইড্রেটের উদ্ভিদজ্য উৎস, কার্বোহাইড্রেটের প্রাণীজ উৎস, শর্করা খাদ্যের গুরুত্ব