ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণ

Submitted by avimanyu pramanik on Sat, 11/22/2014 - 15:35

ভারতের মৃত্তিকা ক্ষয়ের কারণ (Cause of Soil Erosion in India) : মৃত্তিকা ক্ষয় ভারতের একটি অন্যতম প্রধান সমস্যা । ভারতে ভুমি ক্ষয় সাধারণত দুই ধরনের হয়ে থাকে । যথা— (ক) প্রাকৃতিক কারণে ভূমিক্ষয় ও (খ) মানবিক কারণে ভূমিক্ষয় ।

(ক) প্রাকৃতিক কারণে ভূমিক্ষয় : (১) বায়ুপ্রবাহ, (২) ঝড়, (৩) বৃষ্টিপাত, (৪) নদী-প্রবাহ, (৫) বন্যা, (৬) নদী ও সমুদ্র স্রোতের পরিবর্তন প্রভৃতি প্রাকৃতিক কারণের ফলে ভূমিক্ষয় হয় ।

(খ) মানবিক কারণে ভূমিক্ষয় :- 

(১) নির্বিচারে গাছপালা কাটা : নির্বিচারে গাছ কাটার ফলে মাটি আলগা হয়ে যায় এবং সহজেই মৃত্তিকা ক্ষয় প্রাপ্ত হয়;

(২) অতিরিক্ত পশুচারণ : কোনও স্থানে অতিরিক্ত পশুচারণের জন্য সেই স্থানের মাটি আলগা হয়ে যায় এবং সহজেই মৃত্তিকা ক্ষয় প্রাপ্ত হয়;

(৩) অবৈজ্ঞানিক ঝুম চাষ : অবৈজ্ঞানিক ঝুমচাষের ফলেও বনভূমি পরিষ্কার হয়ে মৃত্তিকা ক্ষয় প্রাপ্ত হয় ।

উপরোক্ত কারণগুলি মানবিক কারণে ভূমিক্ষয় -এর উদাহরণ ।  

*****

Related Items

হিমশৈল এবং হিমপ্রাচীর কী ?

প্রশ্ন : হিমশৈল এবং হিমপ্রাচীর কী ?

উপসাগরীয় স্রোত কী ?

প্রশ্ন : উপসাগরীয় স্রোত কী ?

শৈবাল সাগর কীভাবে সৃষ্টি হয় ?

প্রশ্ন : শৈবাল সাগর কীভাবে সৃষ্টি হয় ?

গ্র্যাণ্ড ব্যাঙ্ক মৎস্যচাসের জন্য অনুকূল কেন ?

প্রশ্ন : গ্র্যাণ্ড ব্যাঙ্ক মৎস্যচাসের জন্য অনুকূল কেন ?

মগ্নচড়া কীভাবে সৃষ্টি হয় ? মগ্নচড়াগুলি মৎস্য চাষের অনুকূল কেন ?

প্রশ্ন : মগ্নচড়া কীভাবে সৃষ্টি হয় ? মগ্নচড়াগুলি মৎস্য চাষের অনুকূল কেন ?