কৃষ্ণ মৃত্তিকা (Black soil) : দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলে এই বিশেষ মৃত্তিকা দেখা যায় । এই মাটি রেগুর (Regur) বা কৃষ্ম কার্পাস মৃত্তিকা নামেও পরিচিত । লাভা গঠিত ব্যাসল্ট শিলা থেকে এই মৃত্তিকা উৎপন্ন হওয়ার জন্য এই মৃত্তিকার রঙ কালো । তামিলনাড়ুর অংশ বিশেষে নাইস ও শিস্ট জাতীয় শিলাও এই মৃত্তিকা সৃষ্টি করেছে । এই মৃত্তিকায় চুন ও কাদার ভাগ বেশি থাকায় এর জলধারণের ক্ষমতা বেশি । এই মৃত্তিকার প্রধান উৎপন্ন ফসল হল কার্পাস ।
*****
- 14428 views