বালুকাময় মরু মৃত্তিকা (Sandy desert soil) : এই মৃত্তিকায় বালি, নুড়ি ও কাঁকর এবং পাথরের ভাগ বেশি, কিন্তু জৈব পদার্থের ভাগ কম । ফলে মৃত্তিকাটি কিছু পরিমাণে অনুর্বর । তাছাড়া এখানে বৃষ্টিপাত কম হওয়ায় মৃত্তিকার উপরের খনিজ লবণ দ্রবীভূত হয়ে নিচে নেমে যায় না । সেজন্য এই মৃত্তিকায় লবণের ভাগ তুলনামূলকভাবে বেশি । রাজস্থান, গুজরাট ও কচ্ছের অংশ বিশেষে এই মৃত্তিকা দেখা যায় ।
*****
- 2424 views