উপকূলীয় মৃত্তিকা (Coastal soil) : পূর্ব-উপকূলের বদ্বীপ অঞ্চলে এবং নদী-মোহনায় এই পলি মৃত্তিকার সৃষ্টি হয়েছে । সমুদ্রের কাছাকাছি অঞ্চলের মৃত্তিকা সাধারণত লবণাক্ত হয় । এই মৃত্তিকায় বালির ভাগ বেশি থাকে । নারিকেল, সুপারি প্রভৃতি গাছ এই মৃত্তিকায় ভালো জন্মায় । উপকূল অঞ্চলের জলাভূমিতে ও শুষ্ক হ্রদে লবণ ও জৈব পদার্থ যুক্ত পিট জাতীয় কালো মৃত্তিকা দেখা যায় । কেরালা, পশ্চিমবঙ্গ, ওড়িশা, তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূল অংশে এই মৃত্তিকা দেখা যায় ।
*****
- 2665 views