WBCS(Main)-2002 Bengali Paper-I Question Paper

Submitted by Anonymous (not verified) on Tue, 12/21/2010 - 06:58

                                       W.B Civil Service Examination (Main), 2002

                                                            (Optional Papers)

                                                           BENGALI  Paper-I

 

Time Allowed-3 Hours                                                                                       Full Marks-100

 

                          (প্রতি বিভাগ থেকে অন্তত একট প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে।)

                              [উত্তর সাধু অথবা চলিত যে কোনো একটি ভাষারীতিতে হওয়া বাঞ্ছনীয়।]

 

                                                                    ‘ক’ বিভাগ

 

১।  “সিদ্ধাচার্যদের সাধনতত্ত্ব-জ্ঞাপক  ও অধ্যাত্ম-অনুভূতি চর্যাগতিগুলিতেই অচির-উদ্ভুত বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন বিদ্যমান।”-উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করুন ।

 

২।  প্রাকচৈতন্য ও চৈতন্যোত্তর কালের দুজন প্রধান কবির রচনা অবলম্বনে মনসামঙ্গল কাব্যধারার বৈশিষ্ট্য প্রদর্শন করুন।

 

৩।  বিহারীলাল চক্রবর্তীর রচনাবলীর পরিচয় দিয়ে তাকে বাংলা গীতিকাব্যধারার ‘ভোরের পাখি’ বলার তাৎপর্য বুঝিয়ে দিন ।

 

৪।  গিরিশচন্দ্র ও দ্বিজেন্দ্রলাল দুজনেই পৌরানিক নাটক রচনা করলেও দুজনের দৃষ্টিভঙ্গি ও রচনাবৈশিষ্ট্যের পার্থক্য নিরুপন করুন।

 

                                                                    ‘খ’ বিভাগ

                               

৫।  প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব ইতিহাস সংক্ষেপে লিপিবদ্ধ করুন ।

 

৬।  প্রাচীন অথাৎ আদিম স্তরের বাংলা ভাষার রূপতাত্ত্বিক ও ধ্বনিতাত্ত্বিক প্রধান লক্ষণগুলি সম্পর্কে আলোচনা করুন ।

 

৭।  মৌলিক স্বরধ্বনির উচ্চারণস্থানের সাথে তুলনায় বাংলা স্বরধ্বনির উচ্চারণস্থান চিত্রসহ উপস্থাপন করুন ।

 

৮।  সংক্ষিপ্ত টীকা রচনা করুন (যে কোন চারটি) :

      ক্ষতিপূরক  দীর্ঘীভবন (Compensatory lengthening );   শ্রুতিধ্বনি (Glide);   বিপ্রকর্ষ (Anaptyxis);  সাদৃশ্য (Analogy);  বিষমচ্ছেদ (Metanalysis);  অর্থসংক্রম;  অবহটঠ;  বাংলা ভাষায় দেশি শব্দ ।

 

                                                                     

                                                                    গ-বিভাগ

 

৯। ঈশ্বর গুপ্তকে যুগসন্ধির কবি বলার তাৎপর্য বুঝিয়ে দিন ।

 

১০। 'বিদ্যাপতি সুখের কবি চন্ডিদাস দুঃখের কবি ।' -- বিদ্যাপতি ও চন্ডিদাস সম্বন্ধে এই ধরনের তুলনামূলক বিচার কতটা সংগত পর্যালোচনা করুন ।

 

১১। মৈমনসিংহগীতিকা এবং পূর্ববঙ্গগীতিকা অবলম্বনে লোকায়ত রোমান্টিক প্রণয়কাহিনী-রচনাধারার পরিচয় দিন ।

 

১২। সংক্ষেপে আলোচনা করুন ( যে-কোন দুটি ) :

       চৈতন্যভাগবত ; দ্বিজমাধব; আলাওল ; আলালের ঘরের দুলাল ; প্রভাবতী সম্ভাষণ ; বৃত্রসংহার কাব্য ।    

***

 

Comments

Related Items

WBCS Exam Main Compulsory Question Paper - 2008 [The Constitution of India and The Five-Year Plans]

1. Discuss the constitutional powers of the Indian President. Is she/ he always bound by the advice of the council of Ministers ? 16 2. Analyze the right to liberty as embodied in Article 19 of the Constitution of India. 16

WBCS Main Examination Paper - i (Bengali) - 2008

                                                       WEST BENGAL CIVIL SERVICE

                                                                EXAMINATION-2008

COMPULSORY PAPER BENGALI ESSAY, PRECIS WRITING, COMPOSITION AND TRANSLATION