WBCS(Main)-2000 Bengali Paper-I Question Paper

Submitted by Anonymous (not verified) on Tue, 12/21/2010 - 07:04

                                       W.B Civil Service Examination (Main), 2000

                                                           (Optional Papers)

                                                           BENGALI  Paper-I

 

Time Allowed-3 Hours                                                                                       Full Marks-100

                       

                        (প্রতি বিভাগ থেকে অন্তত একট প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে 

                              [ উত্তর সাধু বা চলিত যে-কোনো একটি ভাষারীতিতে হওয়া বাঞ্ছনীয় ]                                           

 

                                                                 ‘ক’ বিভাগ

১।  তুকীবিজয় বাঙালীর জীবনে ও সাহিত্যে কী কী প্রভাব বিস্তার করেছিল, আলোচনা করুন।

 

২।  চরিতসাহিত্য ও চরিতামৃত -- এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য আছে কি ?  চৈতন্যজীবনীকাব্যকে কোন শ্রেণীর রচনা হিসাবে গণ্য করা যায় সে বিষয়ে আলোচনা করুন।

 

৩।  “বিদ্যাসাগর ছিলেন বাংলা গদ্যের প্রথম যথার্থ শিল্পী” – বিদ্যাসাগরের গদ্যসাহিত্য আলোচনা করে এই উক্তির যথার্থতা সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করুন।

 

৪।  বাংলা উপন্যাস সাহিত্যে বঙ্কিমচন্দ্রের স্থান নিরূপণ করুন।

 

 

                                                                খ - বিভাগ

৫।  মধ্যবাংলাভাষায় লক্ষণগুলি সম্পর্কে আলোচনা করুন।

 

৬।  বাংলাভাষায় লক্ষণগুলি সম্পর্কে আলোচনা করুন।

 

৭।  আধুনিক বাংলা উপভাষার  শ্রেণীকরণ ও তার বৈশিষ্ট উল্লেখ করে একটি নিবন্ধ রচনা করুন।

 

৮।  সংক্ষিপ্ত রচনা করুন (যে কোন চারটি) :

      বিষমীভবন;   সমীভবন;   জোড়কল;  লোকনিরুক্তি;   অপভ্রষ্ট;   সুতনুকা,  প্রত্নলেখ;  অর্ধতৎসম; সমাক্ষরলোপ।

 

          

                                                                 গ- বিভাগ

৯।  চন্ডিমঙ্গল কাব্যের বাস্তব বর্ণনায় দ্বিজমাধব ও মুকুন্দরামের নিজ নিজ বৈশিষ্ট্যের কী পরিচয় পাওয়া যায় তা বিস্তৃতভাবে আলোচনা করুন ।

 

১০। বাংলা সাহিত্যের ইতিহাসে ভারতচন্দ্র ও তাঁর অন্নদামঙ্গলকাব্যের স্থান নির্দেশ করুন ।

 

১১। বাংলা সাহিত্যের ইতিহাসে আরাকান বা রোসাঙ রাজসভার অবদান সম্পর্কে আলোচনা করুন ।

 

১২।  সংক্ষেপে আলোচনা করুন (যে কোন দুটি ) :  

        চর্যাপদ, গোবিন্দদাস কবিরাজ, লালন ফকির , কবি ঈশ্বর গুপ্ত , হুতুম প্যাঁচার নক্সা ; কৃষ্ণকুমারী নাটক ।    

***

 

Comments

Related Items

WBCS Exam Main Compulsory Question Paper - 2008 [The Constitution of India and The Five-Year Plans]

1. Discuss the constitutional powers of the Indian President. Is she/ he always bound by the advice of the council of Ministers ? 16 2. Analyze the right to liberty as embodied in Article 19 of the Constitution of India. 16

WBCS Main Examination Paper - i (Bengali) - 2008

                                                       WEST BENGAL CIVIL SERVICE

                                                                EXAMINATION-2008

COMPULSORY PAPER BENGALI ESSAY, PRECIS WRITING, COMPOSITION AND TRANSLATION