H.S Exam 2009: History (Beng ver)

Submitted by Anonymous (not verified) on Tue, 12/28/2010 - 20:30

HIGHER SECONDARY EXAM, 2009

HISTORY -(Bengali Version)
Time:3Hours 15 Minutes  - Full Marks:100
                         
বিভাগ-‘ক’
১) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও(বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):  ১০ x ১=১০
ক) রাউলাট আইন কবে পাশ হয় ?   অথবা,  রবীন্দ্রনাথ কবে ‘নাইট’ উপাধি ত্যাগ করেন?
খ) ঠিক না ভুল লেখোঃ --গান্ধীজি নৌ-বিদ্রোহকে সমর্থন করেন ।
গ) কোন্ জাহাজে ভারতে নৌ-বিদ্রোহের সূচনা হয়েছিল ?
ঘ) ভারতের স্বাধীনতার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
ঙ) হরি সিং ছিলেন ............... এর ...............।  অথবা  ভারতের সংবিধান সভার সভাপতি কে ছিলেন?
চ) জার্মানী কবে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে?   অথবা,  হিরোশিমায় আণবিক বোমা ফেলে রাশিয়া / আমেরিকা যুক্তরাষ্ট্র / গ্রেট ব্রিটেন ।
ছ)  চিয়াং কাইশেক কে ছিলেন?
জ) মাশার্ল টিটো কে ছিলেন?
ঝ) দিয়েন বিয়েন ফুর যুদ্ধ সংঘটিত হয় ১৯৫০ / ১৯৫২ / ১৯৫৪ খ্রিষ্টাব্দে ।
ঞ) আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত ?  
 অথবা  , ঠিক না ভুল লেখোঃ  --    জাতিপুঞ্জের প্রধান কার্যালয় লন্ডনে অবস্থিত ।

বিভাগ ‘খ’
২) নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও(বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ২ x ১০=২০
ক) ‘তিন কাঠিয়া’ ব্যবস্থা বলতে কি বোঝ?  অথবা,  ‘সাম্প্রদায়িক বাঁটোয়ারা’ কাকে বলে?
খ) কোন্ ঘটনা ‘অলিন্দ যুদ্ধ’ নামে খ্যাত?

সম্পূর্ণ প্রশ্নপত্রটি Download করতে হলে ক্লিক করুন:

Comments

Related Items