C programming in Bengali

Submitted by tushar pramanick on Fri, 11/11/2011 - 23:07

C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ

 

C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আগে থেকে কোনও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার প্রয়োজন নেই, যদিও কম্পিউটারের সম্পর্কে কিছু জ্ঞান থাকার দরকার C একটি শক্তিশালী সাধারণ উদ্দেশ্যে ব্যাবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে অপারেটিং সিস্টেম, ডাটাবেস, কম্পাইলার ইত্যাদি সফ্টওয়্যার ডেভেলপমেন্ট করার জন্যও ব্যাবহার করা হয় । C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নতুনদের শেখার জন্য একটি দুর্দান্ত ভাষা। এই ভাষায় প্রোগ্রাম শেখা থাকলে পরবর্তী কালে আরো অ্যাডভান্স ও আধুনিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিখতে খুব সুবিধা হয়

 

Contents

C সম্পর্কিত বেসিক জ্ঞান (The Basics of C)

  1. C প্রোগ্রামিং কিভাবে শুরু করবে ?
  2. প্রথম C প্রোগ্রাম টি লিখতে শিখুন
  3. C প্রোগ্রাম এর প্রয়োজনীয় উপকরন
  4. C প্রোগ্রাম এর ডেটা টাইপ এবং নামকরণ করার পদ্ধতি
  5. স্ট্যান্ডার্ড ইনপুট ও আউটপুট, ডিসপ্লেতে প্রিন্ট করা

 

অপারেটরস ও কনট্রোল (Operators and Control)

  1. ডেটা ফরম্যাট করতে অপারেটরের এর ব্যবহার
  2. লুপ (Loop) কনট্রোল :  একই জিনিস বার বার করা
  3. C প্রোগ্রামিংয়ের বিভিন্ন অপারেটরস
  4. ডেটা সংশোধক (Data Modifiers)  এবং ম্যাথ ফাংশন
  5. প্রোগ্রাম Controls করার পদ্ধতি ও তার সঠিক ব্যবহার

 

পয়েন্টার ও অ্যারে (Pointers and Arrays)

  1. পয়েন্টার (Pointers) এর ব্যবহার ও তার প্রয়োজনীতা
  2. একইরকম  অনেক ডেটা একসাথে স্টোর করতে অ্যারে (Arrays) এর ব্যবহার
  3. Strings কে সঠিক ভাবে ফরম্যাট করা ও ব্যবহার করা
  4. C প্রোগ্রামিংয়ে স্টোরেজ ক্লাস (Storage Classes) এর বর্ণনা

ফাংশন এন্ড ডাইনামিক মেমরি অ্যালোকেশন (Functions and Dynamic Memory Allocation)

  1. C প্রোগ্রামিং করতে ফাংশন (Functions) এর ব্যবহার
  2. C প্রোগ্রামিং করার সময় কি ভাবে পয়েন্টার (Pointers) কে ব্যবহার করবে
  3. C প্রোগ্রামিং ও মেমরি অ্যালোকেশন
  4. বিভিন্ন ডেটা টাইপ এবং ফাংশন

 

স্ট্রাকচার, ইউনিয়ন, ফাইল অপারেশন (Structure, Union, File Operation)

  1. বিভিন্ন ধরণের ডেটা আইটেম সংগ্রহ
  2. ইউনিয়ন (Unions): বিবিধ ধরণের ডেটা সংগ্রহ করার উপায়
  3. ফাইল অপারেশন
  4. C প্রিপ্রসেসর (Preprocessor) এর ব্যবহার ও উপযোগিতা
  5. ভালো C প্রোগ্রামিং কিভাবে করবে ?

 

Comments

Related Items

মডুলার C প্রোগ্রামিং (Modular C Programming)

কেবল মাত্র একটি ফাংশন দিয়ে কোনো বড়ো জটিল সমস্যা সমাধানের চেষ্টা করা ভাল প্রোগ্রামিংয়ের পদ্ধতি নয়। সঠিক পদ্ধতি হ'ল সমস্যাটিকে কয়েকটি ছোট ছোট এবং সরল টুকরো করে ফেলা যাতে তা আরও বিশদে বোঝা যায় । তারপরে এই ছোট এবং সরল সমস্যাগুলি সমাধান করার জন্য ছোট ছোট ফাংশন ব্লক তৈরি করা এবং পরে সেগুলি নিয়মানুযায়ী সংযোজিত করা ।

Programming Style

Programming Style

In this section, I'd like to briefly highlight some points that will help you write clean programs that can easily be read, understood, and maintained.

Exercises : Answer the following Question

To help solidify your understanding of this hour's lesson, you are encouraged to answer the quiz questions and finish the exercises provided in the Workshop before you move to the next lesson.

Question and Answer

    Q Is the C preprocessor part of the C compiler?

    A No. The C preprocessor is not part of the C compiler. With its own line-oriented grammar and syntax, the C preprocessor runs before the compiler in order to handle named constants, macros, and inclusion of files.

Compiling Your Code Under Conditions

Compiling Your Code Under Conditions

You can select portions of your C program that you want to compile by using a set of preprocessor directives. This is useful, especially when you're testing a piece of new code or debugging a portion of code.