C programming in Bengali

Submitted by tushar pramanick on Fri, 11/11/2011 - 23:07

C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ

 

C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য আগে থেকে কোনও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার প্রয়োজন নেই, যদিও কম্পিউটারের সম্পর্কে কিছু জ্ঞান থাকার দরকার C একটি শক্তিশালী সাধারণ উদ্দেশ্যে ব্যাবহৃত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে অপারেটিং সিস্টেম, ডাটাবেস, কম্পাইলার ইত্যাদি সফ্টওয়্যার ডেভেলপমেন্ট করার জন্যও ব্যাবহার করা হয় । C প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নতুনদের শেখার জন্য একটি দুর্দান্ত ভাষা। এই ভাষায় প্রোগ্রাম শেখা থাকলে পরবর্তী কালে আরো অ্যাডভান্স ও আধুনিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে শিখতে খুব সুবিধা হয়

 

Contents

C সম্পর্কিত বেসিক জ্ঞান (The Basics of C)

  1. C প্রোগ্রামিং কিভাবে শুরু করবে ?
  2. প্রথম C প্রোগ্রাম টি লিখতে শিখুন
  3. C প্রোগ্রাম এর প্রয়োজনীয় উপকরন
  4. C প্রোগ্রাম এর ডেটা টাইপ এবং নামকরণ করার পদ্ধতি
  5. স্ট্যান্ডার্ড ইনপুট ও আউটপুট, ডিসপ্লেতে প্রিন্ট করা

 

অপারেটরস ও কনট্রোল (Operators and Control)

  1. ডেটা ফরম্যাট করতে অপারেটরের এর ব্যবহার
  2. লুপ (Loop) কনট্রোল :  একই জিনিস বার বার করা
  3. C প্রোগ্রামিংয়ের বিভিন্ন অপারেটরস
  4. ডেটা সংশোধক (Data Modifiers)  এবং ম্যাথ ফাংশন
  5. প্রোগ্রাম Controls করার পদ্ধতি ও তার সঠিক ব্যবহার

 

পয়েন্টার ও অ্যারে (Pointers and Arrays)

  1. পয়েন্টার (Pointers) এর ব্যবহার ও তার প্রয়োজনীতা
  2. একইরকম  অনেক ডেটা একসাথে স্টোর করতে অ্যারে (Arrays) এর ব্যবহার
  3. Strings কে সঠিক ভাবে ফরম্যাট করা ও ব্যবহার করা
  4. C প্রোগ্রামিংয়ে স্টোরেজ ক্লাস (Storage Classes) এর বর্ণনা

ফাংশন এন্ড ডাইনামিক মেমরি অ্যালোকেশন (Functions and Dynamic Memory Allocation)

  1. C প্রোগ্রামিং করতে ফাংশন (Functions) এর ব্যবহার
  2. C প্রোগ্রামিং করার সময় কি ভাবে পয়েন্টার (Pointers) কে ব্যবহার করবে
  3. C প্রোগ্রামিং ও মেমরি অ্যালোকেশন
  4. বিভিন্ন ডেটা টাইপ এবং ফাংশন

 

স্ট্রাকচার, ইউনিয়ন, ফাইল অপারেশন (Structure, Union, File Operation)

  1. বিভিন্ন ধরণের ডেটা আইটেম সংগ্রহ
  2. ইউনিয়ন (Unions): বিবিধ ধরণের ডেটা সংগ্রহ করার উপায়
  3. ফাইল অপারেশন
  4. C প্রিপ্রসেসর (Preprocessor) এর ব্যবহার ও উপযোগিতা
  5. ভালো C প্রোগ্রামিং কিভাবে করবে ?

 

Comments

Related Items

The #define and #undef Directives

The #define and #undef Directives

The #define directive is the most common preprocessor directive, which tells the preprocessor to replace every occurrence of a particular character string (that is, a macro name) with a specified value (that is, a macro body).

The C Preprocessor Versus the Compiler

The C Preprocessor Versus the Compiler

One important thing you need to remember is that the C preprocessor is not part of the C compiler.

What Is the C Preprocessor?

If there is a constant appearing in several places in your program, it's a good idea to associate a symbolic name to the constant, and then use the symbolic name to replace the constant throughout the program. There are two advantages to doing so. First, your program will be more readable.

Exercises : Answer the following Question

To help solidify your understanding of this hour's lesson, you are encouraged to answer the quiz questions and finish the exercises provided in the Workshop before you move to the next lesson.

Question and Answer

    Q Why is random access to a disk file necessary?