শৃগাল ও ছাগল

Submitted by avimanyu pramanik on Wed, 01/05/2011 - 18:49

শৃগাল ও ছাগল

 

    এক শৃগাল হঠাৎ এক গভীর গর্তে পড়িয়া গিয়াছিল । সে গর্ত হইতে উঠিবার নিমিত্ত নানাবিধ চেষ্ঠা করিল ; কিন্তু কোনোও মতে কৃতকার্য হইতে পারিল না । সেই সময়ে এক ছাগল ঐ স্থানে উপস্থিত হইল। সে পিপাসায় অতিশয় কাতর হইয়াছিল, জলপানের নিমিত্ত ব্যগ্র হইয়া শৃগালকে  জিজ্ঞাসিল, ভাই ! এ গর্তের জল সুস্বাদু কি না, এবং ইহাতে অধিক জল আছে কি না ?

    ধূর্ত শৃগাল প্রকৃত অবস্থা গোপন করিয়া ছলপূর্বক বলিল , ভাই ! ও কথা কেন জিজ্ঞাসিতেছ ; জলের স্বাদের কথা কি বলিব, যত পান করিতেছি আমার আকাঙ্ক্ষা নিবৃত্ত হইতেছে না ; আর এত অধিক জল আছে যে , সংবৎসর পান করিলেও ফুরাইবে না । অতএব আর কেন বিলম্ব করিতেছ , সত্বর নামিয়া আসিয়া পিপাসার শান্তি কর ।

   এই কথা শুনিবামাত্র  ছাগল আর কোনোও বিবেচনা না করিয়া লম্ফ দিয়া গর্তে পতিত হইল । শৃগাল তৎক্ষনাৎ তাহার পৃষ্ঠে চড়িয়া লম্ফ দিয়া অনায়াসে উপরে উঠিল এবং হাসিতে হাসিতে ছাগলকে বলিল , ওরে নির্বোধ ! তোর দাড়ির পরিমান যেরূপ , যদি সেই পরিমানে তোর বুদ্ধি থাকিত , তাহা হইলে তুই কখনই  আমার  কথায় বিশ্বাস করিয়া গর্তে পড়তিস  না ।

 

  নীতিশিক্ষা-  মূর্খরাই মিষ্ট কথায় তুষ্ট হয় ।

 

 

Comments

Related Items

THE HARE AND THE TORTOISE

There was a hare. He met with a tortoise. The hare laughed at the tortoise. He said, "you cannot walk with your short legs. But I can walk very fast." "Yes, I am sure, I will beat you in a race," said the tortoise. The hare was full of joy, for he was quite sure of an easy win.

The Shepherd And The Wolf

Once upon a time there was a Shepherd. He tended his sheep in the fields outside a village. There was a forest nearby. He was very fond of Jokes. One day in mere sports he shouted to the farmers working in the fields. "The wolf, the wolf." The men ran up to him. But they found nothing there.

A Crow And a Fox

Once a crow sat on a tree with a piece of meat in her beak. She took it from a shop. A fox appeared there. He liked to have the meat from the crow. "How beautiful is the crow ! She must have a sweet voice too"—said the fox to himself. The crow heard it.

THE MONKEY JUDGE

Once two cats stole a piece of cake. They tore it into two. But the pieces were not equal. One was larger than the other. Each of the cats wanted to have the larger share. So a quarrel arose between them. They then went to a monkey to settle the quarrel. The clever monkey got a chance.

A POOR MAN AND GOLDEN EGGS

Once upon a time there was a very poor man in a village. He lived with his wife and children. In great distress the poor man left home. He entered into a forest. There he met with a saint. He told him of his poverty and sufferings. The holy man took pity on him. He gave him a wonderful goose.