শৃগাল ও ছাগল

Submitted by avimanyu pramanik on Wed, 01/05/2011 - 18:49

শৃগাল ও ছাগল

 

    এক শৃগাল হঠাৎ এক গভীর গর্তে পড়িয়া গিয়াছিল । সে গর্ত হইতে উঠিবার নিমিত্ত নানাবিধ চেষ্ঠা করিল ; কিন্তু কোনোও মতে কৃতকার্য হইতে পারিল না । সেই সময়ে এক ছাগল ঐ স্থানে উপস্থিত হইল। সে পিপাসায় অতিশয় কাতর হইয়াছিল, জলপানের নিমিত্ত ব্যগ্র হইয়া শৃগালকে  জিজ্ঞাসিল, ভাই ! এ গর্তের জল সুস্বাদু কি না, এবং ইহাতে অধিক জল আছে কি না ?

    ধূর্ত শৃগাল প্রকৃত অবস্থা গোপন করিয়া ছলপূর্বক বলিল , ভাই ! ও কথা কেন জিজ্ঞাসিতেছ ; জলের স্বাদের কথা কি বলিব, যত পান করিতেছি আমার আকাঙ্ক্ষা নিবৃত্ত হইতেছে না ; আর এত অধিক জল আছে যে , সংবৎসর পান করিলেও ফুরাইবে না । অতএব আর কেন বিলম্ব করিতেছ , সত্বর নামিয়া আসিয়া পিপাসার শান্তি কর ।

   এই কথা শুনিবামাত্র  ছাগল আর কোনোও বিবেচনা না করিয়া লম্ফ দিয়া গর্তে পতিত হইল । শৃগাল তৎক্ষনাৎ তাহার পৃষ্ঠে চড়িয়া লম্ফ দিয়া অনায়াসে উপরে উঠিল এবং হাসিতে হাসিতে ছাগলকে বলিল , ওরে নির্বোধ ! তোর দাড়ির পরিমান যেরূপ , যদি সেই পরিমানে তোর বুদ্ধি থাকিত , তাহা হইলে তুই কখনই  আমার  কথায় বিশ্বাস করিয়া গর্তে পড়তিস  না ।

 

  নীতিশিক্ষা-  মূর্খরাই মিষ্ট কথায় তুষ্ট হয় ।

 

 

Comments

Related Items

The Foolish Donkey

A man had a donkey to carry loads. Once he put some salt on the back of the donkey. On its way the donkey fell into a stream. Much of the salt melted away and the animal was greatly relieved of the burden. On some other day the master put a big load of cotton on its back.

The Wolf And The Crane

One day a wolf was eating his dinner very quickly. By chance a piece of bone stuck fast in his throat. The bone gave him great pain and he was very much upset. He ran up and down and sought help from every animal he saw.

The Crow And The Jar

One hot day a crow became very thirsty. He searched for water here and there for a long time. At last he found a Jar. There was a little water at the bottom of the Jar. But it was too low and was beyond his reach. He tried many means to get it. But all his efforts failed.

The False Friend

Once upon a time two friends were walking through a forest. Suddenly they saw a bear-coming towards them both of them were afraid. One of them ran off and got upon a tree to save  himself. He did not think for a while what would happen to his friend.

THE GREEDY DOG

A Dog lived in a village. He was very greedy. He used to steal this and that from the houses of villagers. One day the dog stole a piece of meat from a butcher's shop and ran away with it. On his way there was a small river. There was a bridge across the river.