ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন - নদীর বিদ্রোহ

Submitted by avimanyu pramanik on Fri, 07/17/2020 - 10:53

১  "নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে" —কে বুঝতে পেরেছে ?  নদীর বিদ্রোহ বলতে সে কী বোঝাতে চেয়েছে ?      [মাধ্যমিক-২০১৭]

উঃ-  মানিক বন্দ্যোপাধ্যায়- এর লেখা "নদীর বিদ্রোহ" গল্পের মুখ্য চরিত্র নদের চাঁদ নদীর বিদ্রোহের কারণ বুঝতে পেরেছে ।

  ♦ নদীর উত্তাল ভয়ঙ্কর রূপ নদের চাঁদকে ভাবতে বাধ্য করেছে, যে মানুষের প্রযুক্তি প্রকৃতিকে বন্দি করে নিজেদেরই ক্ষতি করেছে । প্রকৃতির রুদ্ররোষ মানুষের সৃষ্ট গর্বের সৌধ ভেঙ্গে খান খান করে দিতে পারে । সেই কারণে প্রকৃতি তথা নদী প্রতিশোধ নিতে চায় । এই উপলব্ধি নদের চাঁদের মনে আসামাত্র নতুন ব্রীজ নিয়ে তার গর্ব চুরমার হয়ে যায় ।

২.  "নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে ।" — কার কথা বলা হয়েছে ? তার 'পাগলামিটি' কী ?    [মাধ্যমিক-২০১৯]  

     উঃ- মানিক বন্দ্যোপাধ্যায়ের 'নদীর বিদ্রোহ' গল্পের উল্লিখিত অংশে নদেরচাঁদের কথা বলা হয়েছে ।

    ♦ নদীর সঙ্গে সখ্য নদেরচাঁদের শৈশব থেকেই । কর্মক্ষেত্রে এসেও তার নদীর প্রতি আকর্ষণ একটুকুও কমেনি । তাই প্রবল বৃষ্টির কারণে পাঁচদিন নদীকে দেখতে না পেয়ে সে 'ছেলেমানুষের মতো' আকুল হয়ে ওঠে । নদীর প্রতি এই আকুলতাই ছিল তার 'পাগলামি' ।

 

Comments